যারা আমার টিউন থেকে উইন্ডোজ ১০ ডাউনলোড এবং একটিভ করেছিলেন তাদের জন্য একটি জরুরী টিউন!!

Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা
————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি উইন্ডোজ ১০ এর লাইসেন্স যাদের এক্সপায়ার্ড হয়েছে বা কিছুদিনের মধ্যে হবে তাদের জন্য আমার আজকের টিউন।

গত বছরের ২৯ জুলাই উইন্ডোজ ১০ অফিশিয়ালি রিলিজ হওয়ার ঠিক পরের দিনই আমি উইন্ডোজ ১০ এর প্রায় সকল ভার্সনের ডাইরেক্ট এবং টরেন্ট ডাউনলোড এবং মাইক্রোসফট প্রদত্ত সিরিয়াল নাম্বার দিয়ে একটিভেট করার উপায় নিয়ে একটি টিউন করেছিলাম। আলহামদুলিল্লাহ্‌, পুরো বাংলাদেশের প্রায় অধিকাংশ প্রযুক্তি প্রেমী সেই টিউন এর সহযোগিতায় উইন্ডোজ ১০ একটিভ করেছিলেন। কিন্তু সেই সিস্টেমে উইন্ডোজ যারা একটিভ করেছেন তারা প্রায় ১বছর কিংবা ১১ মাসের মতো উইন্ডোজ এর মেয়াদ পেয়েছেন। যাদের কিছু কিছু এক্সপায়ার্ড হয়েছে আবার কিছু আগামীতে হবে বলে নোটিফিকেশন আসছে। আমার কাছে গত কয়েক দিনে সামাজিক যোগাযোগ সাইটে এই বিষয়ে অনেকেই সহযোগিতা চেয়েছেন। আমার অনার্স ফাইনাল পরীক্ষা চলছে তাই ইচ্ছে থাকলেও সবাইকে একে একে সহযোগিতা করা আমার পক্ষে সম্ভব হয়নি। তাই ব্যস্ততার মাঝেও একটু সময় করে প্রিয় টেকটিউনস কমিউনিটিকে একটু সহযোগিতা করতে এগিয়ে আসলাম। আশা করি আমার টিউনের সাথে বেমানান এই ছোট্ট টিউনটিকেও আপনারা সুনজরে দেখবেন।

উইন্ডোজ ১০ এর লাইসেন্স এক্সপায়ার্ড হলে কী করবেন?

আমার আগের টিউনে আমি উইন্ডোজ ১০ একটিভেশনের সুবিশাল একটা পদ্ধতি দেখিয়েছিলাম। অনেকেই সঠিকভাবে কাজটি করতে পারেননি। কিংবা যারা পেরেছেন তারা অনেক কষ্ট করেছেন। আজ আমি উইন্ডোজ ১০ এ যাদের একটিভেশনে সমস্যা তাদের জন্য একটা সহজ পদ্ধতি দেখিয়ে দিবো। এর জন্য নিজের ডাউনলোড লিঙ্ক থেকে মাত্র ৩ মেগাবাইটের মেডিসিন ফাইলটি ডাউনলোড করে নিন। এবং স্বাভাবিক নিয়মে ইনস্টল করুন।

ইনস্টলেশনের সময়েই একটিভেট হয়ে যাওয়ার কথা। যদি না হয় তাহলে স্টার্ট মেনু থেকে KMS Auto / KMS Pico অ্যাপ্লিকেশনটি রান করুন। এবং নিচের চিত্রের মতো লাল বাটনটি প্রেস করুন। ৫ সেকেন্ড অপেক্ষা করলেই দেখবেন কাজ হয়ে গেছে।

আশা করি আপনারা সফলভাবে উইন্ডোজ ১০ একটিভ করতে পেরেছেন। ঈদের আগে এটাই আমার শেষ টিউন। সবাইকে পবিত্র মাহে রমযান এবং ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা। সবার ধর্মীও ও ব্যক্তি জীবন সৃষ্টিকর্তার নির্ধারিত পথে ব্যয় হোক সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সেই সাথে আমার জন্য সবাই দোয়া করবেন, যেন সম্মানটা সম্মানের সাথে শেষ করতে পারি।

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর টিউনটিকে মৌলিক মনে হলে এবং নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন দিতে ভুলে যাবে না যেন। সর্বশেষ যে কথাটি বলবো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের জন্য » সানিম মাহবীর ফাহাদ

➡ ইমেইলে আমার সকল টিউনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুনঃ টেকটিউনস » সানিম মাহবীর ফাহাদ 🙄

FB PageProfileTwitterLinkedInGPlusSubscriptionMail

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফাহাদ ভাই নিয়মিত টিউন করেন না কেন আর ভাই ?

আপনি নিয়মিত টিউন করুন ভাই৷ আর টিটুকে বলুন মোবাইল ভারশন সাইট দিতে কেননা আগে টিটির যে পোস্ট গুলো ৭৹৹৹ এর উপরে ভিউ হত সেগুলো এখন ২৹৹ এর বেশি ভিউ হয় না ৷ টিটির চেয়ে trickbd.comএ ডাবল ভিজিটর আসে৷ টিটির পতনএর হাত থেকে রখ্খা করুন মাহবির ভাই

    টেকটিউনস এডমিন সব বুঝেও যদি কিছু না করে তাহলে আমরা কী করতে পারি? যারা ভালো করবে তারা এগিয়ে যাবে এটাই নিয়ম। আমি ব্যক্তিগত ভাবে কোন বাংলা ব্লগ পড়ি না। তাই কোনটা ভালো কোনটা মন্দ বলতে পারছি না।

ভাই আপনার টিউন খুব মিস করি। টিটির এখন যা অবস্থা আসতে ইচ্ছে করে না। আপনার মত কয়েক জনের জন্যই মাঝে মাঝে উকি দেই।

    আপনার কথা শুনে ভালো লাগলো। একজন ভিজিটরের মতো চিন্তা করলে বলতে হয় আমি একই কারণে অনিয়মিত। লেখার পরিবেশ নাই 🙁

ধন্যবাদ ভাই, টেকটিউনস এ আপনাকে খুব miss করি।
আর ইনশাআল্লাহ আপনি “সম্মানটা সম্মানের সাথে” শেষ করতে পারবেন।

ধন্যবাদ ভাইয়া এক্সাম নিয়ে শত ব্যস্ত থাকার পরও সুন্দর একটি টিউন নিয়ে হাজির হয়েছেন। সকলের জন্য খুবই উপকারী এই টিউনটি।আপনাকে খুব মিস করি আর আপনার এক্সামের সর্বোচ্চ সফলতা কামনা রি।

    অনেক ধন্যবাদ রায়হান ভাই। আমিও টেকটিউনসকে মিস করি। খুব শীঘ্রই লেখালেখিতে ফিরে আসবো ইনশাল্লাহ্। টেকটিউনসের পাশেই থাকুন।

সুন্দর টিউন ভাইয়া 🙂