সাবাই কেমন আছেন আশা করি ভালো ??? আজ আপনাদের সামনে হাজির হোলাম কিভাবে মাল্টিবুট পেনড্রাইভ তৈরি করা যায়।
অর্থাৎ একই পেনড্রাইভে একাধিক ওএস সেট করা যায়। এইটা অনেক খুজাখুজির পর পেলাম।তাই আপনাদের সাখে শেয়ার করছি
প্রথমে আপনি ডাউলোড এইটা ডাউনলোড করে নিন। তারপর ইনস্টল করবেন এইটা পোর্টএবল তাই এক্সট্রাক করার পরে ৮৩ এমিবি মত হবে।এবার WinSetupFromUSB_1-6.exe এইটা ওপেন করুন এবং পেনড্রাইভ পিসিতে প্রবেশ করান। এই রকম দেথতে পারবেন।আগ খেকে কোন গুরুত্বপূর্ণ ফাইল থাকলে সরিয়ে রাখবেন।
প্রথমে উইন্ডোজ ৭ সেট করব:::
১.. এই জায়গায় একবারই কাজ করবেন অর্থাৎ প্রথমে যে iso ফাইল সিলেক্ট করবেন সেইটার সময় এই ভাবে করবেন মনে করেন উইন্ডোজ ৭ প্রথমে দিবেন।
২..নং এআপনার iso ফাইলটা কোথায় সেইটা চিনাই দিবেন।
৩.. নং এ Go তে ক্লিক (২টা ওযারনিং মেসেজ আসলে ইয়েস Yes ক্লিক করবেন) কয়েক মিনিট পরেই কাজ হয়ে যাবে।
এবার আসি উইন্ডোজ ৮.১ এ
উপরের ছবি অনুয়ায়ি কাজ করবেন আগে তো উইন্ডোজ ৭ এ উপরে ছবি ১ নং এ কাজ করেছিলেন কিন্তু এখন আর কিছু করতে হবেনা।
এখন নিচের ছবি ১নং এর এই কাজ এবং ২নং এ এই কাজই করবেন আগের নিয়মে Go তে ক্লিক (২টা ওযারনিং মেসেজ আসলে ইয়েস Yes ক্লিক করবেন) কয়েক মিনিট পরেই কাজ হয়ে যাবে।। এইভাবে আপনি চাইলে আরও ওএস(iso ফাইল) এড করতে পারেন। ভুল হলে মার্জনীয়।
উপরে আমাকে ফেসবুক আইডি আছে না পারলে যোগায়োগ করেন।। আশা করি না পারার কিছু নেই। তারপরও
ধন্যবাদ।
আমি গোপাল কুমার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।