প্রযুক্তি প্রিয় টেকটিউন বাসী সবাই কেমন আছেন ? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। টেকটিউনস পরিবারের সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন চলুন পরিবর্তন করি, উইন্ডোজ ১০ এর কনটেক্সট মেনু।
মাউসের রাইট ক্লিক করলে যে মেনু আসে তাকে কনটেক্সট মেনু বলা হয়। যদি আপনার উইন্ডোজ ১০ র চেয়ে আগের উইন্ডোজ ৭ বা ৮ এর কনটেক্সট মেনু স্টাইল ভালো লেগে থাকে তো চলুন, উইন্ডোজ ১০ এর কনটেক্সট মেনু কে আগের মতো করে ফেলি মানে উইন্ডোজ ৭ বা ৮ এর কনটেক্সট মেনু স্টাইলের মতো।
1. সবার প্রথমে রানে গিয়ে টাইপ করুন " regedit " রেজিস্ট্রি এডিটর পেজ খুলবে,
2. সেখান থেকে একে একে যান
HKEY_LOCAL_MACHINE > SOFTWARE > Microsoft > Windows > CurrentVersion > FlightedFeatures
3." FlightedFeatures " সিলেক্ট করে ডানদিকে একটি নতুন DWORD তৈরি করুন " ImmersiveContextMenu " আর ভ্যালু দিন ০
4. এবার রেজিস্ট্রি এডিটর বন্ধ করুন আর আপনার পিসিকে রিস্টার্ট করুন। উইন্ডোজ ১০ এর কনটেক্সট মেনু পরিবর্তন আপনি নিজেই দেখতে পাবেন।
যদি আপনি রেজিস্ট্রি এডিট করতে পারদর্শী না হন তো আপনার জন্য আমি তৈরি করে রাখলাম রেজিস্ট্রি ফাইল।
উইন্ডোজ ১০ এর কনটেক্সট মেনু পরিবর্তন কারার জন্য ও আগের অবস্থায় ফিরে যেতে হলে রেজিস্ট্রি ফাইলের জন্য এখানে ক্লিক করুন।
অনুসরন করুন কিন্তু অনুকরণ করবেন না। যারা টিউমেন্টে তাদের অসুবিধার কথা বলেন তারা যেন পরে আর একবার টিউমেন্ট করেন, সাহায্য পেলে বা উপকৃত হলে। কারণ তাহলে জানা সম্ভব হয় যে সাহায্য করতে পারলাম কিনা। আমার এই টিউন যদি কারোর খারাপ লেগে থাকে তবে আমি একান্তই দুঃখিত। আমার কাউকে দুঃখিত করার কোনো প্রকার উদ্দেশা নেই। নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন করতে পারেন। আর দয়া করে টেকটিউনকে সাপোর্ট, প্রমোট করুন, আর অবশ্যই নির্ভেজাল টিউন করে টেকটিউন পরিবারকে সমৃদ্ধ করুন। খুব তাড়াতাড়ি ফিরছি আবার পরের টিউন REMIX নিয়া। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর প্রবেলম হলে আমিতো টেকটিউনে আছি।
আমি অভিষেক হাজরা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 437 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি অভিষেক , মাইক্রোসফট টেক প্রসেস এ কর্মরত ; ভালো লাগে টেকটিউন কে ভালোবাসি বললে ভালো হয় , আর তাই বার বার ফিরে আসি। নতুন কে জানার টানে। নতুন কে জানানোর টানে।
ভাল লাগলো চালিয়ে যান ।