উইন্ডোজ ১০ মাইক্রোসফট এর সর্বশেষ উইন্ডোজ ভার্সন। আর এটি সেটাপ কিংবা আপডেটের পর সবচেয়ে বেশি যে সমস্যায় পড়েন অনীকেই তার একটি হল ডট ফ্রেমওয়ার্ক সেটাপ। সেটার একটি উপায় দেখবো ভিডিও টিউটোরিয়ালটিতে। যেখানে ডিভিডি কিংবা সফট ইমেজ থেকেই সেটাপ করে কিভাবে সফলভাবে ৩.৫ ডট নেট সেটাপ হবে তা দেখানো হয়েছে।
আশা করি মতামত জানাবেন কে কতটুকু পারলেন, না পারলেও জানাবেন।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকেঃ
উইন্ডোজ ১০ হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ। এটি উন্মোচিত হয় ২০১৪ সালের ১৪-ই সেপ্টেম্বর এবং ২০১৫ সালের ২৯ জুলাই এটি মুক্তি পায়। [৫]
উইন্ডোজ ১০-এর কথা প্রথম আভাস দেয়া হয় সফটওয়্যার ও ওয়েব ডেভেলপারদের জন্য ২০১৪ সালের এপ্রিলে অনুষ্ঠিত মাইক্রোসফটের বার্ষিক বিল্ড সম্মেলনে। উইন্ডোজ ১০ এর লক্ষ্য মূলত ব্যবহারকারীর নিজস্ব পছন্দনীয় শর্টকামিংগুলি সঠিক ব্যবস্থা করা, যা প্রথম উইন্ডোজ ৮-এর মাধ্যমে পরিচয় করানো হয়েছিলো। এটির সাথে অতিরিক্ত মেশিন যোগ করার মাধ্যমে ডেস্কটপ কম্পিউটার ও ল্যাপটপের মত টাচস্ক্রিন নয় এমন ডিভাইসে ব্যবহারকারী অভিজ্ঞতা উন্নয়ন করা হয়েছে। এতে আরও রয়েছে উইন্ডোজ স্টোরের অ্যাপ রান করার ক্ষমতা।
আমি Lucky FM। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 2305 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার লিঙ্ক তো কাজ করে না । Direct Microsoft এর ওয়েবসাইট থেকে ডাউনলোড লিঙ্ক এইটা (Offline Verson)
https://www.microsoft.com/en-us/download/details.aspx?id=25150