অাস-সালামুআলাইকুম, টিউনের শুরুতে টিটি পরিবারের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন সবাই ? আশা করি ভাল। আপনারা সব সময় ভাল থাকবেন এটাই আমার কাম্য। আর কয়েক দিন পরেই আমার দাখিল পরিক্ষা, তার পরও আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেক টি টিউন নিয়ে।সবার টিউন আমার কাছে মোটামোটি ভাল লাগে, আমার আজকের টিউন টি আপনাদের কাছে কেমন লাগবে জানি না। তবে সব সময় চেষ্টা করি ভাল কিছু নিয়ে টিউন করার, কত টুকু পারি তা জানি না। আমার টিউনে কোনো রকম ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
অাজকে আমি আপনাদের সাথে আলোচনা করব উইন্ডোজের সিষ্টেম রিপেয়ার ডিক্স নিয়ে। এটা আমাদের সবার জানা একান্ত অব্যাশক। উইন্ডোজের যেকোনো সমস্যায় পড়লে আমাদের অবশ্যই সিস্টেম সেটআপ ডিস্ক এর প্রয়োজন হবে। কিন্তু মনে করেন আপনার কাছে উইন্ডোজ-এর সিডি/ডিভিডি নেই, হঠাৎ করে কম্পিউটারও চালু হচ্ছে না। আপনি তখন কি করবেন ? এমন সময়ে সিষ্টেম রিযপয়ার ডিক্স আপনাকে সাহায্য করবে। এর মাধ্যমে আপনার উইন্ডোজ চালু না হলে সেটিকে আপনি নিজেই ঠিক করতে পারবেন।
সিষ্টেম রিপেয়ার ডিক্স তৈরী করতে আপনার শুধু একটা ব্লান্ক সিডি ভা ডিভিডি লাগবে। এখন কিভাবে সিষ্টেম রিপেয়ার ডিক্স তৈরী করবেন,এর জন্য একটা ভিডিও টিউটিরিয়াল দিলাম, ভিডিওতে কিভাবে সিষ্টেম রিপেয়ার ডিক্স তৈরী করতে হয় সেটা স্পষ্টভাবে দেখানো হয়েছে, আশা করি ভিডিও টি মনযোগ দিয়ে দেখবেন।
এবারে সিস্টেমের যেকোনো সমস্যায় কম্পিউটার বুট না হলে এই ডিস্ক থেকে বুট করান।মেনু থেকে আপনার অপারেটিং সিস্টেম সিলেক্ট করে নেক্সটে যান। এখানে আপনি রিকভারির অপশনগুলা দেখতে পাবেন। এবারে প্রয়োজনীয় অপশন ব্যবহার করে উইন্ডোজ রিপেয়ার করলে আশা করি আবারো আপনার কম্পিউটার চালু হবে।
ভিডিও টি ভাল লাগলে চ্যানেল টি Subscribe করে রাখতে পারেন।
আমি টেক পাগলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 99 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।