হাইবারনেট বলতে আমি যা বুঝি, একটা কম্পিউটার রানিং অবস্থায় সাময়ীক বিরতি দিয়ে কোন প্রকার অ্যানার্জি (পাওয়ার) খরচ না করে পুনরায় কাজ করা যায় এমন ব্যবস্থা। কি বুঝেন নাই। দাড়ান বুঝিয়ে বলছি।
মনে করেন আপনার একটা কম্পিউটার আছে, যেটা দিয়ে আপনি আপনার সব কাজকর্ম চালান। কেউ আপনাকে ২০০০- ৩০০০ লাইনের একটা বড় কোডের কাজ দিল, অথবা আপনাকে বেশ বড় সড় একটা ব্যানার ডিজাইনের কাজ দিল, অথবা আপনাকে ১০-১৫ পৃষ্ঠার একটা লেখা কম্পোজ করতে দেয়া হল। হঠাৎ করে বিদ্যূৎ চলেগেলে আপনার সবক’টা ডকোমেন্ট সেভ করে ক্লোজ করতে গেলে UPS এর চার্য ফুরিয়ে যাবে, এমতাবস্থায় আপনার কম্পিউটার এর ডাটা যেখানে যে অবস্থায় আছে সে অবস্থায় থাকবে আবার কম্পিউটার বন্ধ থাকবে, এই বন্ধ অবস্থাকে আমি হাইবারনেট বুঝি। আর কোন সংজ্ঞ্যা আমার জানা নেই আপনার জানার ইচ্ছা থাকলে একটু গুগল মামাকে নক করতে পারেন, গুগল মামার কাছ থেকে কি জানলেন আমাকে জানাবেন অবশ্যই।
আপনি windows, Ubuntu, linax যেটার ব্যবহারকারী হন না কেন, আপনি এই সুবিধাটা পাবেন।
আপনি যদি windows 7 ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনাকে সামান্য কষ্ট করতে হবে। সব উইন্ডোজ সেবেনে একই প্দ্বতিতে হাইবারনট না হতে পারে তাই, তাই এর জন্য একটা ভিডিও তৈরী করে দিলাম,যাতে বুঝতে কোনো সমস্যা না হয়। আর ভিডিও টিইটরিয়ালটি দেখলে সব উইন্ডোজে হাইবারনেট একটিভ করতে পারবেন।
আপনি যদি Windows 8 এর ব্যবহারকারী হয়ে থাকলে আপনাকে প্রথমে ঝামেলা করে নিতে হবে যাতে আর জামেলা পোহাতে না হয় প্রথমে MY Computer এ গিয়ে ফাকা জায়গায় রাইট ক্লিক করে Properties এ যেতে হবে তারপরে বামপাশের নীচের দিকে see Also এর নিচে Performance information And Tools এ যেতে হবে, তারপরে উপরের বাম দিকে adjust Power Settings এ যেতে হবে, তারপরে উপরের বাম দিক থেকে Chose Whats the power Buttons do নামক অপশনে যেতে হবে তার পরে Change settings that are currently unavailable অপশনে ক্লিক করে নীচের দিক থেকে Hibernate অপশনটা মার্ক করে দিন। এবার পাওয়ার অপশনে দেখেনতো Hibernate নামে কিছু দেখতে পান কি না? যদি পেয়ে থাকেন তাহলে আপনি সফল, নতুবা আবার চেষ্টা করে দেখতে হবে।
আপনি ডেবিয়ানের যে কোন ডিষ্ট্রো ব্যবহারকারী হয়ে থাকলে আপনাকে একটু পরিশ্রম করে টার্মিনালটা (CTRL+ALT+T) খুলতে হবে তারপরে লিখতে হবে sudo pm-hibernate
তারপরে পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড দিয়ে এন্টার প্রেস করলে হয়ে যাবে। আপনার কাজ শেষ।
সবশেষে যারা টিউনটি পুরোপুরি বুঝেননি তাদের কে এই ভিডিও টিউটিরিয়াল টা দিচ্ছি এটা দেখলে সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লআহ।
টিউনটি এখান থেকে সংগৃহীত।
আমি টেক পাগলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 99 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ups na takle current cole gale ki vabe hiburnet calo korbo bujlam na ………