kakasoft Folder Protector (lockdir.exe) free এবং pro

kakasoft Folder Protector (lockdir.exe)  free এবং pro

kakasoft Folder Protector (lockdir.exe) নিয়ে তেমন কিছু বলার প্রয়োজন নেই। তবে আমি আজ এই ফোল্ডার লকারের কিছু  Fetcher নিয়ে আলোচনা করবো আর সাথে সাথে ছফটওয়্যারটির ফ্রি ও প্রো ভার্শন দুইটাই দিবে।

আর ডাউন্ডলোড করতে এখানে ক্লিক করুন

 

 

নিয়মাবলিঃ
আপনি যে ফোল্ডারটি লক করতে চান তাতে kakasoft Folder Protector (lockdir.exe) ছফটওয়্যারটি কপি-পেষ্ট করুন।
ছফটওয়্যারটি চালু করুন। নিচের মত আসলে পাসওয়ার্ড দিন।

ব্যাস আপনার ফোল্ডার এখন লক।

 

ফিচার সমুহ এক নজরে দেখে নিন।

  • আপনি আপনার পাসওয়ার্ড হিন্স দিতে পারবেন।
  • আপনার ই-মেইল একাউন্ট দিয়ে সেভ করলে ভুলে যাওয়া পাসওয়ার্ড আপনার একাউন্টে চলে যাবে। ই-মেইল একাউন্ট সেভ করতে “Save as default e-mail" এ ক্লিক করুন।
  • আপনি যে ফোল্ডারটি পাসওয়ার্ড পোটেক্টড করবেন তা কেউ ডিলিট করতে পারবে না।
  • সব ফাইল ফোল্ডার একটি lockdir.exe ফাইলে পরিনত হবে এবং ফোল্ডার সাইজ ও দেখাবে না (lockdir.exe এর সাইজ ছাড়া)
  • পোটেক্টেড lockdir.exe ফাইলটি কেউ ডিলিট করলে ও আপনি যখনই ঐ ফোল্ডারে lockdir.exe ছফটওয়্যারটি কপি-পেষ্ট করবেন আবার আপনার পাসওয়ার্ড দিয়ে লগিন করলে ই আপনার সব ফাইল এসে যাবে।

 

  •  যখন ই আপনি আন করতে পাসওয়ার্ড দিবেন আপনি ৩  টি অপশন পাবেন

 

  1. Virtual Drive: এটা চিক মার্ক দিয়ে আনলক করলে যখন ই আপনি ফোল্ডারটি ক্লোস করবেন তখন সে অটো লক হয়ে যাবে।
  2. Temporary: এটা চিক মার্ক দিয়ে আনলক করলে আপনার সামনে একটি পপ-আপ মেনু আসবে তার থেকে আপনি ম্যানিয়াল্লি লক বা আনলক করতে পারবেন।
  3. Complete:এটা চিক মার্ক দিয়ে আনলক করলে পারমান্যান্টলি আনলক হয়ে যাবে।

 

 সেটিং থেকে আপনি আরো কিছু সুবিধা পাবেন।

  • Login password: Login password সেট করলে ছফটও্য়্যারটি চালু করতে পাসওয়ার্ড চাবে আর আনলক করতে আবার আনলক পাসওয়ার্ড চাবে।
  • Create an unprotection program in the protected folder:এটা আনচেক করলে, আগে  (lockdir.exe) ছফটওয়্যারটি কপি-পেষ্ট করতে হবে, Login password সেট করা থাকলে  ছফটও্য়্যারটি চালু করতে পাসওয়ার্ড চাবে তারপর আনলক পাসওয়ার্ড দিতে হবে।
  • Show a protected sign(a special folder icon): এটা ব্যবহার করে আপনি উন্ডজের নিজস্ব আইকন ছাড়াও নিজের মত আইকন দিতে পারবেন।
  • Display on the Right-Click menu: আর এই অপশনটা ব্যবহার করে আপনি Right-Click সুবিধাটা পাবেন।
  • search: এছাড়াও রয়েছে সার্চ অপশন। নিজের ভুলে যাওয়া পাসওয়ার্ড পোটেক্টেড ফোল্ডারটি খুজে দিতে।

 

 এছাড়াও রয়েছে ৩ স্তরের সিকিউরিটি

security levels: Normal, High, Highest.

 

Normal

  • Fastest
  • hide and Lock Files

 

High

  • Fast (50 files per second)
  • Scramble and encrypt file headers

 

High, Highest

  • Slow (15M data per second)
  • 256-bit AES Encryption

 

আজ এখানেই ইতি টানছি।

Level 0

আমি রিয়াজুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নানান ভাবে নতুন কিছু শিখছি দিবারাত্র ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রো ভার্শন কাজ করে না।

কি কাজ করে না । ডাউনলোড লিঙ্ক নাকি ছফটওয়্যারটি ? দুটিই ঠিক আছে । আমি নিজে যাচাই করে দিয়েছি । তার পরেও কোন সমস্যা হরে কি ধরণের সমস্যা হয় তা একটু খুলে বলবেন প্লিজ ।