ভার্চুয়াল-বক্স বনাম সমস্যা ও সমাধান

ভার্চুয়াল-বক্স বনাম সমস্যা ও সমাধান

ভার্চুয়াল-বক্স
ভার্চুয়াল-বক্স
  • ভার্চুয়াল বক্স কি ?
  • কেন আমরা ভার্চুয়াল বক্স ব্যবহার করবো ?
  • কিভাবে ভার্চুয়াল-বক্স ব্যবহার করতে হয় ?

 

ভার্চুয়াল-বক্স নিয়ে এখানে অনেক টিউটোরিয়াল হয়েছে। তার পরেও আমি কেন এ নিয়ে টিউটোরিয়াল লিখলাম ?

এর কারন হিসেবে আমি বলবো “আমি একটি ধারাবাহিক টিউটোরিয়াল লিখবো যাতে করে আমার মতো কাউকে যতটুকু না তইলে ই নয়, ততোটুকু জানাতে চাই”। আমি যখন ভার্চুয়াল-বক্স সম্পর্কে জানতে পারলাম ও ব্যবহার করার প্রয়োজনিয়তা অনুভব করলাম তখন আমি নানান সমস্যার সম্মখীন হয়েছি যার সমাধান খুজতে খুজতে আমাকে অনেক বিরম্বনার স্বীকার হতে হয়েছে।

আশা করি এই টিউটোরিয়ালটিতে সমস্যা গুলোর ও সমাধান দেয়ার চেষ্টা করবো।

 

 

আসলে ভার্চুয়াল-বক্স কি ?

যারা কম্পিউটার নিয়ে একটু ঘাটাঘাটি করেছেন, তাদেরকে নতুন করে ভার্চুয়াল-বক্স এর প্রয়োজনিয়তা বুঝানোর কোন দরকার বা উদ্দেশ্য কোনটাই আমার নেই। তবে যারা নতুন তাদের জন্য আমি সংক্ষিপে এতটুকুই বলবো যে, ভার্চুয়াল-বক্সকে আপনারা একটি নতুন কম্পিউটার হিসেবে বিবেচনা করতে পারেন। অর্থাৎ আপনার একটি থাকবে মুল কম্পিউটার আর আরেকটি থাকবে প্রাকটিসের জন্য বা পরিক্ষা নিরীক্ষার যন্ত হিসেবে। আরো বিস্তারিত জানতে হলে “ভার্চুয়াল-বক্স কি ?” লিখে Google Search করেন আশা করি বিস্তারিত জানতে পারবেন।

যাদের ভার্চুয়াল-বক্স নেই তারা ভার্চুয়াল-বক্স এর সর্বশেষ ভার্শন এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে। চিত্র দেখুন

ভার্চুয়াল-বক্স চিত্র
ভার্চুয়াল-বক্স চিত্র

তারপর অন্যান্য ছফটওয়্যারের মত সহজেই সেটাপ দিন।

  • New এ ক্লিক করলে এ রকম একটি Window আসবে।
  • এখন যে ধরনের করতে চাইবেন তার Name:,Type:,Version: লিখতে হবে। চিত্র দেখুন।
  • পরের Window থেকেRAM নির্ধারন করতে হবে। অর্ধেকের বেশী RAM দিলে সিস্টেম ওয়ার্নি দেবে। তাই অর্ধেকের বেশী না দেওয়াই ভাল।
  • এরপর নতুন হলে ২নং নির্বাচন করুন। আগে থেকে থাকলে ৩নং নির্বাচন করুন।  চিত্র দেখুন।
  • Next বাটনে ক্লিক করে পরের উইন্ড থেকে যেমন খুশি নির্ধারন করুন। নতুন হলে ৩নং নির্বাচন করুন।  চিত্র দেখুন।
  • Next বাটনে ক্লিক করে পরের উইন্ড থেকে Dynamically allocated নির্ধারন করুন।  চিত্র দেখুন।
  • অথপর Next বাটনে ক্লিক করে পরের উইন্ড থেকে File location (যেখানে আপনার তৈরীকৃত ইমেজটি থাকবে) এবং file size নির্ধারন করুন।  চিত্র দেখুন।
  • এখন Create করলেই আপনার একটি ভার্চুয়াল মেশিন তৈরী হয়ে যাবে।

অধিকাংশ টিউটোরিয়াল এখানেই শেষ করে। আসল কাজ তো এখনি শুরু করতে হবে

 

 

এতক্ষন আমরা একটি ভার্চুয়াল পিসি বানালাম। এবার আমাদের যা যা করতে হবে।

0.1 আপনি যদি আপনার ডাউনলোড করা ISO ফাইল থেকে Operating System Install করতে চান তাহলে দুই ভাবে তা করতে পারেন।

ক)Settings > Storage > Storage Tree > Empty  ক্লিক করে পাশের ডিস্কের উপর ক্লিক করে আপনার Download করা ISO ফাইলটি দেখিয়ে দিন। তারপর Start বাটনে ক্লিক করেুন।

 

 

খ) নতুন তৈরী করা ভার্চুয়াল মেশিন চালু করলে ই একটি উইন্ড আসবে সেখান থেকে আপনার Download করা ISO ফাইলটি দেখিয়ে দিন। নতুনদের জন্য এটাই সহজ পদ্ধতি।

02. এবার Machine > reset ক্লিক করুন।

[ বি:দ্র: Machine > reset কে আমরা ভার্চুয়াল-মেশিন Re-start বলবো ]

 

সমস্যা নং ১. যদি আপনি বুটেবল পেন-ড্রাইভ থেকে সেটাপ দিতে চান তাহলে কি করবেন?

সমাধান: এজন্য আমাদের একটি ISO দরকার যার নাম plop boot manager এটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন।
তারপর

 

01. Settings > Storage > Storage Tree > Empty  ক্লিক করে পাশের ডিস্কের উপর ক্লিক করে আপনার Download করা ISO ফাইলটি দেখিয়ে দিন।

02. এবং নিচের চিত্র মত USB setting করুন  Settings > USB থেকে “+” প্লাস সাইনে ক্লিক করে আপনার USB টি দেখিয়ে দিন। এক্ষেত্রে অবশ্যই  1st Option check mark দিবেন।

03. ভার্চুয়াল-মেশিন Re-start দিন। Re-start (দিতে চালু অবস্থায়) Machine > reset তে ক্লিক করুন।

 

সমস্যা নং ২. যদি আপনি আপনার পেন-ড্রাইভ টি ভার্চুয়াল-মেশিনে শো করাতে চান তাহলে কি করবেন?
সমাধান: এজন্য আমাদের একটি প্লাগইন  দরকার যার নাম Oracle_VM_Virtual Box_Extension  এটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন।

 

 

তারপর file > Preferences > Extensions থেকে “+” প্লাস সাইনে ক্লিক করে আপনার Downloaded Extension টি দেখিয়ে দিন। পরের ধাপ গুলো করুন।

 

03.  Settings > USB থেকে “+” প্লাস সাইনে ক্লিক করে আপনার USB টি দেখিয়ে দিন। এক্ষেত্রে অবশ্যই  2nd Option check mark দিবেন।

04. ভার্চুয়াল-মেশিন Re-start দিন। Re-start (দিতে চালু অবস্থায়) Machine > reset তে ক্লিক করুন।

[বি:দ্র: আপনার মেইন কম্পিউটারকে Host Machine এবং ভার্চুয়াল-বক্সকে Guest machine বলে ডাকা হবে।]

 

 

সমস্যা নং ৩. যদি আপনি আপনার Host Machine এর ফাইলকে ভার্চুয়াল-মেশিনে শো করাতে চান তাহলে কি করবেন?

সমাধান: এজন্য আমাদের শেয়ারিং করতে হবে। যে ভাবে শেয়ারিং করবেন।
01. আপনার মেইন মেশিনের যে ড্রাইভ বা ফোল্ডারকে শেয়ারিং করতে চান তাত রাইট বাটন ক্লিক করে share with > ‍specific People নির্বাচন করুন।

 

যে কোন একটি নাম দিয়ে share বাটনে ক্লিক করুন। ফিনিস করুন।

02. এবার আপনার ভার্চুয়াল-মেশিনে চলে যান, সেখান থেকে (কোন একটি মেশিন চুলু অবস্থায়) Devices > Insert Guest additions CD image নির্বাচন করুন।


এবার যে প্লাগইনটি সেটাপ নিতে চাবে তাকে সেটাপ দিন এবং সব কিছু Yes  দিন।

03. মেশিনটি রিস্টার চাবে। রিস্টার দিন।

 

04. এবার Devices > shered folders > shered folders settings নির্বাচন করুন। উক্ত উইন্ড থেকে “+” প্লাস সাইনে ক্লিক করে Folder path: থেকে other নির্বাচন করলে একটি উইন্ড আসবে। সেখান থেকে  আপনার ফোল্ডার টি দেখিয়ে দিন।

05. Make Permanent নির্বাচন করুন।  ওকে করুন।

06. আপনার শেয়ার করা হয়ে গেছে। এবার Window explorer > Network নির্বাচন করলে আপনার শেয়ার করা ফোল্ডারটি দেখা যাবে।

এভাবে আপনি যত খুশি ফোল্ডার বা ড্রাইভ শেয়ার করতে পারবেন।

[বি:দ্র: ভার্চুয়াল-মেশিনে হোষ্ট কি বলতে রাইট কন্টল কী কে বুঝায় ]

 

 

এবার যে সকল ফিচার গুলো ব্যবহার না করলে ভার্চুয়াল-বক্স এর আসল মজাটা ই

পাওয়া যায় না। তার কয়েকটি বলবো

01. Clone virtual disks

যদি আপনার প্রয়োজন হয় একটি Operating System এর মতই আরেকটি Operating System তাহলে কি আপনি আরেকটি Operating System ইন্সস্টল করবেন ? নাকি আগের ইমেজটি কপি-পেষ্ট করবেন ? কপি-পেষ্ট করলে পরে যাবেন নানা ঝামেলায় কারন উভয় ইমেজ ই একই আইডেন্টিফেয়ার নাম্বার ব্যবহার করবে যা কিনা আপনাকে ম্যানুয়ালি ঠিক করে দিতে হবে।

এ সকল সমস্যা এড়াতে আপনার জন্য রয়েছে ক্লোনিং সেস্টেম। হুবহু আরেকটি কপি বানাতে পারবেন তাও আবার অল্প সময়ে।

কিভাবে করবেন ?
যার ক্লোনিং করতে চান সেটা সিলেট করে রাইট বাটন ক্লিক করে ক্লোন নির্বাচন করুন।

পরের ধাপ গুলো ফলো করুন। আপনি অভিজ্ঞ না হলে ফুল ক্লোন নির্বাচন করুন, না হয় পরে modifier  এর ঝামেলায় পরবেন।

 

02. Use snapshots

এই ফিচারটি ব্যবহার না করলে আপনি ভার্চুয়াল-বক্স এর আসল মজাটাই পাননি।

ধরুন এমন একটি সফটওয়্যার আপনি সেটাপ দিতে গেলেন, যে পরের স্টেপ করলে কি ঘটবে তা আপনি জানেন না, আপনার সন্দেহ হচ্ছ যে আপনার মেশিনে খারাপ কিছু ঘটতে যাচ্ছে আবার আপনাকে তা দেখতেই হবে তাহলে কি আপনি সেই সফটওয়্যারটা সেটাপ দিবেন না?

হাঁ ভার্চুয়াল-বক্স এ রয়েছে এর সমাধান নাম snapshots। যখনই আপনার সন্দেহ হবে এমন কিছুর তখন আপনি আগেই একটি snapshots নিয়ে রাখবেন যাতে কোন সমস্যা হলে আপনি ঠিক আগের অবস্থায় ফিরে যেতে পারেন।

কিভাবে snapshots নিবেন?

মেশিন চালু করা না থাকলে উইন্ডর ডানদিকের উপরের দিকে snapshots এর বাটন রয়েছে। তাতে ক্লিক করে একটি নাম দিয়ে ওকে করুন।

আর মেশিন চালু খাকলে Machine > Take snapshots থেকে নিতে পারবেন।

 

03. Shared Clipboard and Drag and Drop

আমরা যখন কোন ফোল্ডার বা ফাইল শেয়ার করি তখন তা নেটওয়ার্ক ফোল্ডারে খাকে। কিন্তু আপনি যদি Clipboard এই Drag and Drop অপশন দুটি Bidirectional নির্বাচন করে দেন তাহলে মেইন মেশিনের কপি-পেষ্ট, হোষ্ট মেশিনে করতে পারবেন। আপনার কাছে মনেই হবে না যে আপনি ভিন্ন একটি মেশিন ব্যবহার করছেন।

এছাড়াও আরো নানা রকম সুবিধা আছে, যেমন ধরুন, র‌্যাম এডযাস্ট করা, র‌্যাম সোয়াপ করা, 2D,3D করা, Display  নিজের মত করে সেট করা, জুম করা ছাড়া আরো অনেক
বাকিটা আপনারা ব্যবহার করলেই জানতে পারবেন। আশা করি আপনারা সহজেই বুজতে পারবেন. তারপরেও কোন সমস্যা হলে টিউমেন্ট সেকশন তো আছেই

(আগে আমি বলতাম কেন তারা পূর্ণ টিউটোরিয়াল দেয় না, এখন আমি বুজতে পারলাম তার কারনটা, আমার এই টিউটোরিয়ালটা তৈরী করতে পুরো একটা দিন লেগেছে, হয়তো নতুন তাই.)

 

পরিশেষে আমি বলবো যত খুশি কপি-পেষ্ট করুন, হুবহু করলে আরো ভাল। কারন আমি মানি “কে বললো সেটা গুরুত্বপূর্ণ নয় বরং কি বললো সেটাই গুরুত্বপূর্ণ "। সবাইকে জানানোর উদ্দেশ্যে ই আমি টিউনটি করলাম। জানাতে পারলেই হয় কিভাবে জানলো তা আমার দেখার দরকার নেই।

.

 

Level 0

আমি রিয়াজুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নানান ভাবে নতুন কিছু শিখছি দিবারাত্র ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন হইছে pc configaration টা দিলে ভালো হইতো thanks for tune

পরিশেষে আমি বলবো যত খুশি কপি-পেষ্ট করুন, হুবহু করলে আরো ভাল। কারন আমি মানি “কে বললো সেটা গুরুত্বপূর্ণ নয় বরং কি বললো সেটাই গুরুত্বপূর্ণ “। সবাইকে জানানোর উদ্দেশ্যে ই আমি টিউনটি করলাম। জানাতে পারলেই হয় কিভাবে জানলো তা আমার দেখার দরকার নেই।

আপনার সাথে আমি সম্পূর্ণ একমত।

Level New

Sundor hoise Vai. Ai Bisoy Niye aro tune chai. Ami Atar Network niya Onek Problem Face Kortasi. Kono Solution Pachi na. Hoy to Por Por Aro kichu Somosasa niye Tune korle Amader Problem Gulo Solve korte parbo. Thanks…

Network problem সমাধানের জন্য এভাবে করতে পারেন..
setting > Network > adapter1 থেকে attached to: কে Bridhed adapter সেট করে দিন তাহলে পিসির নেওওয়ার্ক ভার্চুয়াল মেশিনে ব্যবহার করতে পারবেন………. এটা ডিফল্ট ভাবে NAT থাকে…..

আর আপনাদের ধন্যবাদ……

ভাইয়া আমার কয়েকটা প্রশ্ন আছে। প্লিস উত্তর দিয়েন…
১.ভার্চুয়াল বক্স ব্যবহার করলে কি পিসি মানে হোস্ট মেশিনের কার্যকরতা কমে যাবে?
২.এটিতে কি আলাদা অপারেটিং সিস্টেম ইন্সটল করা যাবে? মানে হোস্ট পিসি উইন্ডোজ ৭ এবং এটাতে ৮।

মোঃ শামীম ভাইয়ের ইত্তর.
১.ভার্চুয়াল বক্স ব্যবহার করলে কি পিসি মানে হোস্ট মেশিনের কার্যকরতা কমে যাবে?
উত্তরঃ না, আপনার হোস্ট মেশিনের কোন সমস্যা হবে না, তবে যদি আপনি ২ জিবির র‌্যামে ৭ এবং ৮ বা ১০ দিলে…ঐ সিস্টেম এ যত র‌্যাম দিবেন আপনার মুল মেশিনে ততো টুকু ব্যবহার করবে…….. এটাকে একটি ছফও্য়্যার হিসেবে বিবেচনা করতে পারেন……… যেমন আপনি এক সাথে যদি ফটোশপ এবং এবং একটি ভারী ভিডিও এডিটিং ছফটওয়্যার ব্যবহার করলে পিসি যেমন পারফরম করবে তেমনি আপনি একষাথে ৭, ৮, ব্যবহার করলে তেমনি পারফর্মেন্স পাবেন..।

আর আপনার কনফিগারেশন ভাল হলে আপনি এক যতটি ইচ্ছা ব্যবহার করতে পারবেন….।

২.এটিতে কি আলাদা অপারেটিং সিস্টেম ইন্সটল করা যাবে? মানে হোস্ট পিসি উইন্ডোজ ৭ এবং এটাতে ৮।
উত্তরঃ হা, আমি একই সাথে ৭ (৩২এবং ৬৪), ১০ (proএবং home) এবং কালি লিনাক্স ব্যবহার করি । এছাড়াও USB, ও ISO টেষ্ট ও করি….. তবে আমি যখন আমার হোষ্ট মেশিনের সাথে ভার্চুয়াল মেশিন ব্যবহার করি তখন আমার হোস্ট মেশিনের ব্যাক গ্রাউন্ডে কোন ভারী ছফটওয়্যার ব্যবহার করি না ।

Level 2

রিযাজ ভাই কিছুটা বুঝলাম, ভিডিও টিউটোরিয়াল করেন তাহলে বাকিটু বুঝতাম। টিউনটি সুন্দর হয়েছে, আর একটি কথা ISO ফাইল হার্ডড্রাইভে থাকলে সেটাফ দেওয়া যাবে না।আর পেনড্রাইভ বুটেবল কারার জন্য ব্পনার দেওয়া সফটয়্যার বাদে অন্য কোন সফটয়্যার ব্যবহার করা যাবে না।

mahmudkoli, ভাই, আপনি টিউটোরিয়ালটা আবার দেখেন , আমি প্রথমে দেখিয়েছি কিভাবে আপনি আপনার হার্ডড্রাইভে ডাউনলোড করে রাখা ISO থেকে কিভাবে সেটাপ দিবেন, আর পেনড্রাইভ বুটেবল কারার জন্য আমি কোন সফটয়্যার দেইনি, আমি যে ISO টা দিলাম তা আগে বুটেবল করা পেনড্রাইভ কে ভার্চুয়াল বক্মে যাতে সাপোর্ট পায় তার জন্য দিয়েছিলাম । আশা করি আপনার কনফিউজ কিছুটা কাটাতে পারলাম ।

khubi valo post