আমরা প্রায় সবাই পেনড্রাইভ বুটাবল করে উইন্ডোজ বা লিনাক্স ইনস্টল করার পদ্ধতি জানি। উইন্ডোজ বুটাবল করার জন্য অনেক সফটওয়্যার রয়েছে। সাধারণভাবে সেই সব সফটওয়্যার দিয়ে লাইভ উইন্ডোজ পেনড্রাইভে বুটাবল করা নাও যেতে পারে (কিছু কিছু মাল্টিবুট সফটওয়্যার দিয়ে হতে পারে)। আজ আমি আমার একটি জানা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো।
১. একটি পেনড্রাইভ (অন্তত ১ জিবি)
২. লাইভ উইন্ডোজ ৭ আই.এস.ও ফাইল
৩. আই.এস.ও ফাইল ওপেন করার জন্য ভার্চুয়াল সিডি/ডিভিডি ড্রাইভ বা এক্সট্রাক্ট করার সফটওয়্যার।
৪. পেনড্রাইভ বুটাবল করার জন্য সফটওয়্যার।
১. পেনড্রাইভ নিজে সংগ্রহ করুন।
২. উইন্ডোজ লাইভ ৭ আই.এস.ও ডাউনলোড।
৩. ভার্চয়াল সিডি/ডিভিডি ড্রাইভ তৈরি করার জন্য VirtualClone Drive.
৪. পেনড্রাইভ বুটাবল করার সফটওয়্যার এখান থেকে নামিয়ে নিন।
১. প্রথমে প্রয়োজনীয় সবকিছু সংগ্রহ করে আপনার কম্পিউটারে VirtualClone Drive ইনস্টল করে একটি ভার্চুয়াল সিডি/ডিভিডি রম তৈরি করে নিন। প্রয়োজনে এই টিউনটি দেখুন
২. এরপর লাইভ সিডি ভার্চুয়াল সিডি/ডিভিডি রমে মাউন্ট করে নিন (উপরের টিউনের ৪নং পয়েন্ট দেখুন)।
৩. পেনড্রাইভ আপনার কম্পিউটারের ইউ.এস.বি পোর্টে যুক্ত করুন।
৪. পেনড্রাইভ বুটাবল করার জন্য যে সফটওয়্যার ডাউনলোড করেছেন তা এক্সট্রাক্ট করুন। সেখান থেকে HP USB Formatter সফটওয়্যারটিতে মাউসের রাইট বাটন ক্লিক করে Run as Administrator হিসেবে ওপেন করুন।
৫. Device ঘরে আপনার পেনড্রাইভ সিলেক্ট করে দিন (যদি পেনড্রাইভ অটো সিলেক্ট না হয়)।
৬. File system ঘরে NTFS সিলেক্ট করুন।
৭. Format options থেকে Quick Format বক্সে টিক দিন।
৮. এবার Start বাটনে ক্লিক করুন এবং যে বার্তাগুলো আসবে সেখানে Yes এবং Ok করুন। ব্যাস আপনার পেনড্রাইভ ফরম্যাট করার কাজ শেষ।
৯. এবার ভার্চুয়াল সিডি/ডিভিডি রমে মাউন্ট করা লাইভ উন্ডোজ আই.এস.ও ফাইলটি ওপেন করে সিলেক্ট অল (Ctrl+A) করে সব কপি (Ctrl+C) করুন এবং আপনার পেনড্রাইভে পেস্ট (Ctrl+V) করুন।
১০. কপি করা হলে পেনড্রাইভ বুটাবল করার জন্য যে সফটওয়্যারটা ডাউনলোড করেছেন সেখান থেকে Win8USB Installer Maker For Windows 8 সফটওয়্যারটি Run as Administrator হিসেবে ওপেন করুন।
১১. Select a USB Drive ঘরে আপনার পেনড্রাইভের ড্রাইভটি সিলেক্ট করে দিন। এবং Fix USB Boot বাটনে ক্লিক করুন। Completed! বার্তা আসা পর্যন্ত অপেক্ষা করুন।
১২. আপনি যদি সঠিকভাবে কাজগুলো করতে পারেন তাহলে আপনার পেনড্রাইভ লাইভ উইন্ডোজ রান করার জন্য প্রস্তুত। এবার শুধু কম্পিউটারের বুট সেটিংস ঠিক করে নিতে হবে।
১. প্রথমে কম্পিউটার চালু থাকলে রিস্টার্ট দিন। আর না থাকলে স্টার্ট করুন।
২. রম অ্যাকটিভ হওয়ার সাথে সাথে (মাদারবোর্ডের প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম) বায়াসে ঢোকার বাটন চাপুন। বায়াসে ঢোকার বাটন সাধারণত F2 হয়। F1, F8 বা অন্য কিছুও হতে পারে। বায়াসে ঢোকার বাটন জানতে কম্পিউটার ওপেন করে মনিটরের নিচের দিকে ভালো করে খেয়াল রাখুন Boot এর জন্য কোন বাটন দেখায়।
৩. বায়াসে ঢোকার পরে Boot থেকে Boot Device Priority তে যান এবং 1st Device Priority হিসেবে Removable Device সিলেক্ট করে দিন।
৪. Boot থেকে Hard Disk Device তে যান এবং এখানে 1st Device হিসেবে আপনার পেনড্রাইভের নাম দেখিয়ে দিন। (সবার নাও লাগতে পারে আবার সবার এই অপশন নাও থাকতে পারে)।
৫. F10 দিয়ে সেভ করে বেরিয়ে আসুন।
৬. এবার পিসি স্টার্ট করে দেখুন আপনার পেনড্রাইভ থেকে লাইভ উইন্ডোজ সেভেন ওপেন হয়েছে।
পূর্ব প্রকাশিত: জানলেওয়ালা
আমি ঘুমন্ত দয়াল বাবা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 102 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রতিদিন আয় করুন ৪২$ । মাত্র ৩ টা Survey কমপ্লেট করে নিয়ে নিন ৪২$।
জয়েন বোনাস পাবেন ৩০$ আর প্রতিদিনের আয় ৪২$ টোটাল ৭২$ প্রথম দিনে।
এখন আসি কিভাবে প্রতিদিন আপনি ৪২$ আয় করবেন।
ধাপ ১- প্রথমে নিচের লিংকে ক্লিক করে সাইন আপ করে ইমেইল কনফার্মেশন করুন সাইন আপ আর সময় আপনার paypal বা payza ইমেইল দিবেন। যেটার মাধ্যমে টাকা উত্তোলন করবেন।
http://trastsurvey.com/?ref=1165761
ধাপ ২- সাইন আপ করার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট এ ৩০$ জমা হবে সাইন আপ বোনাস হিসেবে। এবার survey তে ক্লিক করুন একটা ভিডিও আসবে সেটা দেখুন। এবার নিচে ভিডিও এর নিচে স্টার্ট ক্লিক করুন। ৭-৮ টা প্রশ্ন পাবেন ভিডিও সম্পর্কে। আপনি সেগুলো ধারাবাহিক ভাবে ক্লিক করে আপনার মতামত দিবেন। এতে ১৪$ আপনার অ্যাকাউন্ট এ জমা হবে। এভাবে পর পর ৩ টা survey Complete করুন । আপনার অ্যাকাউন্ট এ ৪২$ জমা হবে। এভাবে প্রতিদিন ৩ টা কাজ করুন
পেমেন্ট- পেমেন্ট এর জন্য আপনার ৭০০$ ও কমপক্ষে ৫ জন রেফারেল লাগবে। রেফারেল পাবেন কথায়????? আপনার অ্যাকাউন্ট এ affilate লিঙ্ক পাবেন সেটা দিয়ে বন্ধুদের সাইন আপ করাবেন । তারা আপনার লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট করলেই আপনার রেফারেল হয়ে যাবে।
রেফারেল আয়- প্রতি রেফারেলে ১৫$ বোনাস পাবেন এবং তাদের আয় এর ২০% পাবেন।
-ধন্যবাদ