আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।
আপনারা যারা যারা উইন্ডোজ ১০ use করেছেন তারা সবাই জানেন উইন্ডোজ ১০ Automatic updates অপশনটি Disable করা যায় না। এই টিউনে আমরা আলোচনা করব কিভাবে উইন্ডোজ ১০ এর Automatic updates অপশনটি Disable করা যায়।।।
==>> উইন্ডোজ ১০ এ ডিফল্ট ভাবে " Disable automatic updates" অপশনটা লুকানো আছে। তাই আপনি ইচ্ছা করলেও আপডেট অফ করতে পারবেন না। কিন্তু নিচের কিছু স্টেপ অনুসরণ করে খুব সহজেই automatic updates অফ করতে পারবেন।
১. প্রথমে স্টার্ট মেনুতে বা করটনাতে বা সার্চে যেয়ে " gpedit.msc " লিখুন এবং এন্টার বাটনে ক্লিক করুন।
২. " gpedit.msc "তে ক্লিক করলে নিচের মত স্কীন আসবে। অপশন গুলু থেকে " Computer Configuration " এর " Administrative Templates " ক্লিক করুন।
৩. Administrative Templates এ ক্লিক করলে নিচের মত অপশন আসবে। অপশন গুলু থেকে " All settings " এ ক্লিক করুন।
৪. " All Settings " ডাবল কিল্ক করলে অনেক গুলু অপশন আসবে। অপশন গুলু থেকে " Configure Automatic Updates " অপশনটি খোজে বের করুন।
৫. " Configure Automatic Updates " অপশনটি খোজে বের করে নিচের মত সেটিং করে দিন।
৬. এবার আপনার কম্পিউটারের সেটিং এ যেয়ে নিচের মত করে দিন।। ।
==>> ধন্যবার আপনি সফল ভাবে Automatic Update off করতে পেরেছেন।
==>> Windows 10 সম্পরকে আরো জানতে " জানালা ১০ " গ্রুপে জয়েন করতে পারেন।।
==>> windows activator সহ অন্যান্য সফটওয়্যার এর জন্য Software & Activators গ্রুপে জয়েন দিতে পারেন।।।
ভাল থাকবেন, আল্লাহ্ হাফেজ।।।
আমি শাহজালাল আপন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভিডিও টিঊটোরিয়াল https://youtu.be/gskU_HErNr4