Windows 10 এ আগের ফটো ভিউয়ার ফিরিয়ে নিয়ে আসুন

Windows 10 এ নতুন ফটো ভিউয়ার এপ্প নিয়ে আসছে। যেটা অনেক এডভান্স এবং Editing Capability সহ। কিন্তু এখনো সেই পুরাতন ফটো ভিউয়ার হিডেন অবস্থায় আছে জানালা ১০ এ।

পুরাতন আপগ্রেড এ হয়তো ফটো ভিউয়ার অপশন এ পাওয়া যাবে কিন্তু নতুন করে যারা আপগ্রেড করেছেন অথবা ফ্রেশ ইনস্টল করেছেন তারা মোর অপশন এ এই এপ্প টি পাবেন না। আমিও বেশ কয়েকদিন ভুগেছি। কারন পুরাতন ফটোভিউয়ার বেশ লাইট আর ইউজার ফ্রেন্ডলি। বিশেষ করে স্ক্রল জুম এর অপশন টা বেশ হ্যান্ডি।

যে কোন কারনেই হোক না কেন মাইক্রোসফ্ট ডিফল্ট ভাবে রেজিস্ট্রি থেকে এটা একটিভ করার কোন অপশন রাখেনি। আপনাকে কাষ্টম রেজিস্ট্রি ফাইল দিয়ে এটা একটিভ করতে হবে।

1. এখান থেকে Activate Windows Photo Viewer on Windows 10 ১ কিলোবাইট এর ফাইল টা নামিয়ে নিন এবং আনজিপ করে ডাবল ক্লিক করুন।

double-click the .reg file, and it will be added to your system.

2. ছবির মতো কয়েকটা অপশন দেখাবে, Yes, Ok যা কিছু পজিটিভ আছে করে বের হয়ে আসুন।

3. এখন আগের মতোই যে কোন ছবির জন্য ডিফল্ট ভিউয়ার হিসেবে Windows Photo Viewer সিলেক্ট করুন।

Set Windows Photo Viewer as Your Default Image Viewer

4. ছবিতে অনেকটাই বুঝিয়ে দেওয়া আছে। তারপরেও যারা বুঝতে পারছেন না তাদের জন্য বলি। আপনার ছবিতে রাইট ক্লিক করে অপশন এ যান এবয় সেখান থেকে ডিফল্ট একটা সফ্টওয়্যার সিল্টে করার জন্য অপশন পাবেন আবার। ওই তালিকা থেকে মোর নামে যে বাটন আছে ওর ভিতরেই পাবেন আপনার চিরচেনা সেই ভিউয়ার।

ব্যাস এতটুকুই। সবাইকে টিউমেন্ট করতে আহবান জানাচ্ছি। আর টেকটিউনস এর কাছে আবেদন Windows 10 এর জন্য আলাদা ক্যাটাগরি করুন।

Level 2

আমি নাহিদ হোসেন। Graphics Designer, Rajshahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 266 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

A stupid learner


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    Level 2

    ফিরোজ মাহমুদ জেমস আপনি প্রথম কমেন্ট করেছেন এজন্য ধন্যবাদ।

Level 0

অনেক সুন্দর একটা Topic, ধন্যবাদ ভাই।

Level 0

Thanks

onk valo post ..29 july e ami 10 pro install dey….1st prob face korlam update,,ota thik korar por 2nd paylam store prob abaar store thik korar por finaly paylam picture viwer,,,then 1 tarikhe pray 2-3 hour hard work korar por 1kb er simple ekta reg file dea solve korselam,..vab celam techtunes e post kori..mone celo nah..by the way apni post koresen..onk shundor hoyse.nice job….

    এতদিন পরে মন্তব্যের উত্তর দিচ্ছি। কি যে ভালো লাগছে।।