সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাইক্রোসফট উইন্ডোজ ৭ কিংবা ৮.১ থেকে উইন্ডোজ ১০ এ আপগ্রেড করার পর পুনরায় ডাউনগ্রেড করার উপায় সম্বলিত আমার আজকের টিউন।
উইন্ডোজ ১০ এর উন্মাদনায় রিলিজ হওয়া মাত্রই সেটার পজিটিভ কিংবা নেগেটিভ ইফেক্টের কথা চিন্তা না করেই অনেকে উইন্ডোজ ১০ এ আপগ্রেড করে ফেলেছেন। কিংবা এখনো আপগ্রেডেশন প্রক্রিয়া অব্যাহত রেখেছেন। কিন্তু অনেক কম্পিউটারে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম ভালোভাবে চলছে না। এক্ষেত্রে অধিকাংশ মানুষের যে সমস্যাটি প্রথম হচ্ছে সেটা হলো গ্রাফিক্স ড্রাইভারে সমস্যা। কেন জানিনা, আগের গ্রাফিক্স ড্রাইভারগুলো উইন্ডোজ ১০ এ সাপোর্ট করছে না। আমার পিসিতে আমি সফলভাবে গ্রাফিক্স ড্রাইভার ইনস্টল করতে পারলেও আমার বন্ধুদের কম্পিউটারে কোন ভাবেই কাজ করছে না। উইন্ডোজ ১০ রিলিজ হওয়ার পরেই এ বিষয়ে সুযোগ সুবিধা, ডাউনলোড একটিভেশন নিয়ে আমি প্রায় ৩টি টিউন করি যেগুলো এখনো টেকটিউনস হট টিউনে স্থান করে আছে। এই সুবাদে উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের সুবিধা এবং অসুবিধাগুলো জানার এবং বুঝার সুযোগ হয়েছে। যে সমস্ত কম্পিউটারের জন্য উইন্ডোজ ১০ কম্প্যাটিবল না সেসব কম্পিউটারে উইন্ডোজ ১০ কখনোই স্মুথলি চলবে না। মাঝে মাঝে হ্যাং হয়ে যাবে, স্টার্ট হতে সময় নিবে, রিস্টার্ট দিলে স্ক্রিন ব্ল্যাক হয়ে যাবে কিংবা ব্লু হয়ে যাবে। এখন তাহলে উপায় কী হবে? মাইক্রোসফট এর যদিও এটা সর্বশেষ অপারেটিং সিস্টেম এবং ধারনা করা হচ্ছে এ যাবত কালের সর্বশ্রেষ্ঠ কম্পিউটার অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ ১০ তবুও অনেকের কাছেই এটা বেশি ভালো লাগছে না। কারন আমরা কম্পিউটার ব্যবহার করি কাজ করার জন্য। যদি সেই ক্ষেত্রে আমাদের কাঙ্খিত উদ্দেশ্য হাসিল না হয় তাহলে ইউজার ইন্টারফেইস কিংবা সৌন্দর্যের কারনে আমরা নিশ্চয় উইন্ডোজ ১০ ব্যবহার করবো না। এই ক্ষেত্রে আপনি যদি উইন্ডোজ ১০ ব্যবহার করতে না চান তাহলে মাইক্রোসফট আপনাকে আগের অপারেটিং সিস্টেমে ডাউনগ্রেড করার সুযোগ দিচ্ছে। এই সুযোগ কেবল তারাই পাবেন যারা ফ্রেশ ইনস্টলের পরিবর্তে উইন্ডোজ ১০ আপগ্রেড করেছেন। কিন্তু যারা ISO বুটেবল করে ফ্রেশ ইনস্টল করেছেন তারা এই সুযোগ পাবেন না। উইন্ডোজ ১০ এ আপগ্রেডেশনের এক মাসের মধ্যে (তবে দশদিনের বেশি হলে একটু সমস্যা হতে পারে) আপনারা চাইলে আবার পুর্বের উইন্ডোজ এডিশনে ফিরে আসতে পারবেন। চলুন তাহলে দেখে নেই কীভাবে কাজটা করবেন।
উইন্ডোজ ১০ হলো এ যাবত কালে মাইক্রোসফট এর যতো অপারেটিং সিস্টেম বের হয়েছে সবগুলোর আল্টিমেট ভার্সনের একটা সম্বলিত অপারেটিং সিস্টেম। অধিকাংশ প্রযুক্তিপ্রেমিদের এটি মন কেড়েছে। তবুও নতুন অপারেটিং সিস্টেম হিসাবে কিছু অসুবিধা এখনো হচ্ছে তবে সুবিধার তুলনায় অসুবিধাগুলো এতোটা গুরুত্বপূর্ণ মনে হয়নি। যাহোক, ডাউনগ্রেড করার জন্য আপনার পিসির ন্যুনতম যে যোগ্যতা লাগবে সেটা আগে জেনে নিন।
আপনি চাইলে নতুন করে আবার আগের অপারেটিং সিস্টেম ফ্রেশলি ইনস্টল করতে পারবেন কিন্তু ডাউনগ্রেড কেন করবেন? ডাউনগ্রেড করার ফলে আপনার কী কী সুবিধা হবে সেটা জানতে মন চাইছে নিশ্চয়। তবে চলুন ডাউনগ্রেড করার সুবিধাগুলো জেনে নেই।
ডাউনগ্রেড প্রক্রিয়া শুরু করার পূর্বে অবশ্যই আপনার প্রয়োজনীয় ফাইলগুলোর ব্যাক আপ নিয়ে নিন। এবং ব্যাকআপ ফাইলগুলো কম্পিউটারের সিস্টেম ড্রাইভ বাদে অন্য ড্রাইভে সংরক্ষণ করুন। এবং আবারও বলছি ডাউনগ্রেড করার আগে নিশ্চিত হয়ে নিন আপনার কম্পিউটারের সিস্টেম ড্রাইভে আগের উইন্ডোজ এর Windows.old ফোল্ডারটি আছে কিনা। সব কিছু ঠিক থাকলে এবার ডাউনগ্রেড করার পালা। নিচে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি প্রক্রিয়া দেখানো হলো। মনোযোগ সহকারে দেখুন এবং নিজে চেষ্টা করুন। সফলতা আসবেই।
উইন্ডোজ ১০ রিলিজ হওয়ার পরদিন আমি পিসিতে ISO ফাইলের মাধ্যমে এটাকে ফ্রেশলি ইনস্টল করেছি। এরপর অফিস ২০১৬ এর সাথে উইন্ডোজ ১০ কে অনেক বেশি স্মুথ এবং সুন্দর মনে হচ্ছে। যদিও কিছু কিছু সমস্যা ফেইস করছি তারপরেও সব মিলিয়ে অপারেটিং সিস্টেমটি একেবারে মন্দ না। উইন্ডোজ ১০ সম্পর্কে এটি আমার ৪র্থ টিউন। সামনে উইন্ডোজ ১০ ব্যবহারের এক্সপেরিয়েন্স, কী কী সুবিধা পেলাম আর কী অসুবিধা হচ্ছে এটা নিয়ে আরও একটি টিউন করে উইন্ডোজ ১০ সম্পর্কিত স্পেশাল টিউনগুলোর সমাপ্তি ঘোষণা করবো। আমার আগের টিউনগুলো নিচের লিংকগুলো দেখে নিতে পারেন।
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর টিউনটিকে মৌলিক মনে হলে এবং নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন দিতে ভুলে যাবে না যেন। সর্বশেষ যে কথাটি বলবো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের জন্য » সানিম মাহবীর ফাহাদ
➡ ইমেইলে আমার সকল টিউনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুনঃ টেকটিউনস » সানিম মাহবীর ফাহাদ 🙄
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
ধন্যর বস্তা, খুব ভালো টিউন, তবে আমি সরাসরি প্রো ভার্ষন টা নিবো।