টেকটিউনস এর দৌলতে আপনি এখন উইণ্ডোস ১০ এর মালিক,
উইণ্ডোস ১০ ডাউনলোড করতে যারা সাহায্য করলো তাদের মধ্যে কয়েকজনকে ধন্যবাদ না দিয়া থাকতে পারলাম না।
সানিম মাহবীর ফাহাদ, আশিকুর রাহমান, নীলোৎপল বেদী, এবং জিবো গ্রাভিটি [ নাম পরিবর্তিত ] ও সব শেষ এ অপূর্ব দাস এর টিউন সত্যিই খুব কার্যকরী হয়েছে, তা দেখা হয়েছে, প্রিয়, আর টিউনমেন্ট দেখলে জানা যায়।
অনেক হলো সুচনা এবার কাজের কথায় আসি।
উইণ্ডোস ১০ যারা ব্যবহার করেছেন বা করবেন তারা হয়ত জানেন যে windows 10 এ অটোমেটিক আপডেট Disable করা যায় না।
তাই আপনি জানতেও পারবেন না যে আপনার লিমিটেড নেট কখন শেষ হয়ে যাবে, এই WINDOWS আপডেটর জন্য
তাই DISABLE করে দেখালাম কি করে Disable করবেন অটো আপডেট.
Windows 10 এর সকল version ENTERPRISE, PRO, HOME,EDUCATION কার্যকারী.
কি করে বন্ধ করবেন উইণ্ডোস অটো আপডেট ইন জাস্ট ছয় স্টেপ
স্টেপ ১
টাইপ করুন সার্চ বার-এ View Local Services নিচের ছবির মতো press ENTER
স্টেপ ২
নিচের ছবির মতো একটি পেজ খুলবে, যার একদম নিচের দিকে পাবেন windows Update, নিচ থেকে ১১ নম্বর। সিলেক্ট করুন
PRESS Enter
স্টেপ ৩
Service Status Running === Press STOP
PRESS Enter
Windows Update এই ভাবে বন্ধ হবে..
স্টেপ ৪
তীর মার্কা জায়গা তে গিয়া ডিসএবল করুন Startup Type
Automatic to Disable
Apply And OK
স্টেপ ৫
এবার চেক করব Windows আপডেট অপসন..
টাইপ করুন সার্চ বার-এ Check For Update নিচের ছবির মতো press ENTER
স্টেপ ৬
Check Update সিলেক্ট করুন লেখা আসবে Checking For Updates....
নিচের ছবির মতো একটি পেজ খুলবে
তারপর কি হবে নিচের ছবির মতো একটি পেজ খুলবে
আর লেখা থাকবে There were some problems installing update মানে আপডেট বন্ধ,
আর একটি কথা Windows Update আবার শুরু করতে হলে যা যা করেছেন তা চেঞ্জ করবেন আগের মতো তাহলে আপডেট আবার চালু হয়ে যাবে.
কি এবার শান্তি তো বন্ধ করে দিলাম অটো আপডেট। All VERSION ENTERPRISE, PRO, HOME,EDUCATION সবেতে কার্যকারী.
সতর্কবাণী
View Local Services এ windows update সিলেক্ট করবেন ঠিক করে না হলে উইন্ডোস আপডেটর জায়গাতে অন্য কোনো সার্ভিস বন্ধ হয়ে যাবে।
যদি কোনো প্রবলেম হয় তা হলে অবশ্যই বলবেন। নিজে করে দেখুন ভালো লাগবে।
অনুগ্রহ করে আমাকে ক্ষমা করবেন আমি যদি কোনো ভুল করি...
সবার জন্য শুভকামনা আর গঠনমূলক টিউমেন্ট, পরামর্শ অথবা সমালোচনা প্রত্যাশা করি ...
আমি অভিষেক হাজরা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 437 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি অভিষেক , মাইক্রোসফট টেক প্রসেস এ কর্মরত ; ভালো লাগে টেকটিউন কে ভালোবাসি বললে ভালো হয় , আর তাই বার বার ফিরে আসি। নতুন কে জানার টানে। নতুন কে জানানোর টানে।
Thanks.