উইন্ডোজ ১০ রিভিউঃ দেখুন কি কি নতুন ফিচার আছে ও এর ভাল মন্দ দিক এবং বিস্তারিত আলোচনা ভিডিওসহ

সকল প্রযুক্তি প্রেমিকই ইতোমধ্যে জেনে গেছেন যে, বহুল প্রতিক্ষিত মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ “উইন্ডোজ ১০” অবমুক্ত হলো (২৯ জুলাই ২০১৫)। প্রথম বছর উইন্ডোজ ৭ এবং ৮ ব্যবহারকারীরা এটি বিনামূল্যে আপডেট করতে পারবেন। তবে সেজন্য মাইক্রোসফটের ইমেল ঠিকানা লিখে নিবন্ধন করতে হবে। এরপর আপনার কম্পিউটার ল্যাপটপ কিংবা ডেস্কটপ বা স্মার্টফোনে ইন্টারনেটের মাধ্যমে উইন্ডোজ ১০ স্বয়ংক্রিয়ভাবে আপডেট করা যাবে (এজন্য৩ গিগাবাইটের মত ডাউনলোড করতে হবে)। তবে চাইলে অফলাইনেও উইন্ডোজ ১০ আপডেট করা যাবে। নতুন করে ইনস্টল করলে প্রোডাক্ট কী লাগবে তবে উইন্ডোজ ৭/৮ এর উপরে আপডেট করলে প্রোডাক্ট কী লাগবে না।

তো আমি এখন আপনাদের সামনে হাজির করেছি একটি ভিডিও, যাতে থাকছে উইন্ডোজ ১০ এর সম্পুর্ণ রিভিউ, ফিচার ও ভাল মন্দ দিকসহ বিস্তারিত আলোচনা। কথা না বাড়িয়ে এখুনই দেখা শুরু করুন 😆

মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘উইন্ডোজ ১০ শুধু মাইক্রোসফটেই নয় পুরো প্রযুক্তি দুনিয়াতেই নতুন যুগের সূচনা করবে।’মাইক্রোসফটের দাবি, উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম হবে অধিক দ্রুতগতির, অধিক নিরাপদ ও সহজ। নতুন এই অপারেটিং সিস্টেমে জনপ্রিয় স্টার্ট বাটন ফিরে আসছে যা উইন্ডোজ ৮ এ সরিয়ে ফেলেছিল মাইক্রোসফট।এ ছাড়াও ফিচার হিসেবে উন্নত ডিজিটাল সহকারী 'কর্টানা', ইন্টারনেট এক্সপ্লোরারের বদলে মাইক্রোসট এজ নামের একটি ব্রাউজার থাকছে উইন্ডোজ ১০ এর সাথে। দীর্ঘদিন থেকে কনজিউমার বিল্ড এর মাধ্যমে ব্যবহারকারীদের মতামত নিয়ে এর আনুষ্ঠানিক সংস্করণ ছাড়া হল।
এই প্রথম স্মার্টফোন, ট্যাবলেট আর কম্পিউটার, তিন ধরনের যন্ত্রেই সাবলীল ভাবে কাজ করবে উইন্ডোজ ১০। তিনটি গ্যাজেটের মধ্যে সংযোগকে আরও সহজ করে তুলবে।

এসব দেখে আগেই আতকে উঠবেন না, কারণ কিছু মন্দ দিকও আছে উইন্ডোজ ১০ এর। সেটা ভিডিওতেই দেখতে পাবেন। 🙄

সূত্রঃ আমার ব্লগ

সংযুক্তিকরণঃ যেভাবে উইন্ডোজ ১০ ফ্রিতে ডাউনলোড, ইনস্টল ও অ্যাকটিভ করবেন

Level 1

আমি মো আব্দুল কাওসার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 209 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনাঃ বিএসসি ইন কম্পিউটার সায়েন্স & ইঞ্জিনিয়ারিং অ্যাট বরেন্দ্র ইউনিভার্সিটি। জবঃ বর্তমানে আমি একটা আইটি ট্রেনিং সেন্টারে ট্রেইনার ও টেকনিক্যাল অফিসার হিসেবে পার্টটাইম জবে কর্মরত আছি। এখানে একই সাথে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, অফিস অ্যাপ্লিকেশন ও বেসিক কম্পিউটিং, নেটওয়ার্কিং (সিসিএনএ), ভিডিও এডিটিং ও ইউটিউব মার্কেটিং এবং আইসিটি রিলেটেড বিষয়গুলোর মাস্টার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আচ্ছা,media creation tool দিয়ে জানালা ১০ এ আপডেট দিলে কি আমার ইন্সটল করা সব সফটওয়্যার আবার নতুন করে ইন্সটল করতে হবে ?

    উইন্ডোজ ৭/৮ এর উপরে আপগ্রেড করলে ইন্সটল করা সব সফটওয়্যার আবার নতুন করে ইন্সটল করতে হবে না।
    সব সফটওয়্যার কমপাটিবল কিনা তা প্রথমে চেক করে নিন 🙂

    উইন্ডোজ ১০ এর জন্য হার্ডওয়্যার এবং সফটওয়্যার কম্প্যাটিবিলিটি চেক করতে
    https://www.microsoft.com/en-gb/windows/compatibility/CompatCenter/Home?Language=en-GB

7 theke 10 a update korbo kivabe offline ? aktu bistarito bolben .. 🙂

এটা কি অরিজিনাল ভার্সন?

    jibonre   
    Level 2

    এটা অরিজিনাল ভার্সন…..

অফলাইন Version এ কি আক্টিভেশনের সময় নেট লাগবে?