উইন্ডোজ ১০ এর সকল ভার্সন গুলো ডাউনলোড করে নিন (Official Final ISO amp torrents)

 

টেকটিউনস তে যতক্ষণ থাকি তার বেশিরভাগই সুপ্রিম টিউনারদের টিউনগুলো পড়তে পড়তেই শেষ হয়ে যায়, নতুন কোনও টিউনের সুযোগ বা সময় কোনটাই হয় না। আজ একটা সুযোগ পেলাম। এখনও কেউ এটা নিয়ে টিউন করেনি।  যাইহোক আপনারা যারা এখনও উইন্ডোজ ১০ পাননি তারা একটু কষ্ট করে নিচের লিঙ্ক থেকে নামিয়ে নিন।

download link গুলো মাইক্রোসফট এর তাই স্পীড বা রিজিয়ুম নিয়ে কোনও ভাবনা নেই।

Official Links

Windows 10 Edition32 bit64 bit
Windows 10 HomeOfficial downloader toolOfficial downloader tool
Windows 10 ProOfficial downloader toolOfficial downloader tool
Windows 10 EnterpriseOfficial Download Page

Direct Links (for available)

Windows 10 Edition32 bit64 bit
Windows 10 HomeNot available NowNot available Now
Windows 10 ProNot available NowNot available Now
Windows 10 EnterpriseDownload (2.72 GB)Download (3.67 GB)

Note : 'downloader tool' is officially published by Microsoft and it let you save ISO file to your computer when finishes

Torrent Links

Windows 10 Edition32 bit64 bit
Windows 10 HomeDownload (2.93 GB)Download (3.81 GB)
Windows 10 ProDownload (2.94 GB)Download (3.79 GB)
Windows 10 EnterpriseDownload (2.72 GB)Download (3.67 GB)
Windows 10 EducationDownload (2.72 GB)Download (3.67 GB)

নোট ঃ উপরের কোন লিঙ্ক আমার আপলোডকৃত নয়।

How to Choose an edition?

R U Confused? কোন ভার্সন টি ডাউনলোড করবেন বুঝতে পারছেন না?  🙂 

এই ফাইল টা এখান থেকে ডাউনলোড করে নিন  এটা দেখলেই বুঝতে পারবেন কোনটি আপনার উপযুক্ত।

FAQ? :mrgreen:

  1. Windows 10 Pro বা অন্য ISO গুলো কোথায়?

Microsoft সবাইকে 'download tool' recommend করেছে যাতে সবাই ডাউনলোড এর আগে সব সময় আপডেট ভার্সন ই ডাউনলোড করতে পারে। যাইহোক পরবর্তীতে ISO গুলিকে আপলোড করে দেওয়া হবে।

  1. নতুন উইন্ডোজ আপডেট ইন্সটল করলে কি  graphic বা অন্যান্য driver সমস্যা হবে?

না, উইন্ডোজ আপডেট  করলে ড্রাইভার গুলো আরও দ্রুত কাজ করতে সক্ষম হবে। কোনও ফাইল ডিলিট ছাড়াই আপডেট  করা সম্ভব।

উইন্ডোজ ১০ তো রিলিজ হল, ডাউনলোড লিঙ্কও পেয়ে গেলেন  এখনই কি মাইগ্রেট করা উচিত? সুবিধা অসুবিধা জানতে হবে না?

উপরের লিঙ্ক থেকে জেনে নিন।

যদি 'downloader tool' দ্বারা ডাউনলোড করতে চান তাহলে এখানে ক্লিক করে জেনে নিন কিভবে ডাউনলোড ও সেভ করবেন।

উইন্ডোজ ১০ প্রিভিউ ভার্সন গুলি কারও দরকার হলে নিতে পারেন

 

 

Level New

আমি নীলোৎপল বেদী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1346 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ নীলোৎপল বেদী ভাই, আপনার এই টিউনটি পরবর্তি সময়ে রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে। আপাততো প্রিয়তে রেখে ধন্য হলাম।

    যাই বলেন না আপনার টিউনের সাথে কোন তুলনা হয় না । কিছু ছবি সহ টিউনটি করার ইচ্ছা থাকলেও আজ বাজে নেট স্পীড(মাত্র ৫কেবিপিএস) এর জন্য করা হল না ।
    আপনার টিউমেন্ট পেয়ে ধইন্যা হলাম সাথে এক ঝুরি ধইন্যা উপহার দিলাম ।

jibonre   
Level 2

ধন্যবাদ নীলোৎপল বেদী ভাই. খুব ভালো টিউন ,স্টেপ বাই স্টেপ ইনস্টল করার পক্রিয়া দিয়া দিলে আরো ভালো হত।
যদিও আমি স্টেপ বাই স্টেপ ইনস্টলেশন দেখিয়াছি।
http://www.techtunes.io/windows/tune-id/375806 –এই টিউন এ ।
তবু আপনার টিউন এ লিংক লিস্ট অনেক বেশী। খুব ভালো টিউন..
Adding to My Favorites
আরো একবার ধন্যবাদ নীলোৎপল বেদী ভাই টিউন টির জন্য।।।।।।।

    আমার ও দেবার ইচ্ছা ছিল । বাট জানিনা কেন আজ আমার নেট স্পীড খুব স্লো , তাই সেভাবে কোন ছবিই দিতে পারলাম না । এর জন্য আন্তরিক ভাবে দুঃখিত । আপনি ইনস্টলেশন টা দেখাননি তো , মনে হয় সবাই পারবে ইন্সটল করতে । তবে আপনি ডাউনলোড এবং সেভ করার প্রক্রিয়াটা খুব সুন্দর করেই দেখিয়েছেন , তাই আপনার লিঙ্ক টা পোস্টে আপডেট করে দিলাম ।
    আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর টিউমেন্ট এর জন্য ।

ভাই পারলে উইন্ডোজ ১০ প্রো টা হাইলি কম্প্রেসড করে দেন।

    প্রথমেই আপনাকে বলে রাখি , আপনারা যেগুলোকে হাইলি কম্প্রেসড বলে থাকেন । সেগুলো আসলে ফেক । একটু সাধারন ভাবে চিন্তা করলেই বুঝতে পারবেন । তবে ফাইলের উপর নির্ভর করে কখনও কখনও ৫০% পর্যন্ত কম্প্রেসড করা যায় কিন্তু তাই বলে ১জিবি থেকে ১ এমবি /৩জিবি থেকে ৫ এমবি করা অসম্ভব । আর ISO ফাইল গুলো তো যতটা সম্ভব কম্প্রেসড করাই থাকে । আর ভেবে দেখুন যদি ৫-১০ কিম্বা ৫০-১০০ এমবি তে কম্প্রেসড করা যেত তাহলে কি মাইক্রসফট করত না ?
    নেটে হয়ত পাবেন , Extract করার করার পর সাইজ ও ৩জিবিই হবে বাট কোনোভাবেই ইন্সটল হবে না ।
    তাই কম্প্রেসড না খুজে ডাউনলোড করে নিন বা ওয়েট করুন, কিছুদিনের মধ্যেই বাজারে ডিভিডি পেয়ে যাবেন ।

amar netbook (1.6GHz atom+1 GB ram+available hdd+32 bit) a chalano jabe?plz bolben vai

    jibonre   
    Level 2

    ইনস্টল না করাই ভালো …

    install হবে , চলবেও । তবে খুব ভালভাবে না । বেসিরভাগ সময়ই Hang করবে বিশেষ করে Multi-tasking এর সময় । আপনার এক্সপি ইউস করাই ভাল ।
    টিউমেন্ট এর জন্য ধন্যবাদ ।

ইন্সটল দিতে প্রডাক্ট কি এর প্রয়োজন হবে কি। এটা কি অ্যাক্টিভ করা। নাকি অ্যাক্টিভ করা লাগবে।

    jibonre   
    Level 2

    ইন্সটল দিতে প্রডাক্ট KEY এর প্রয়োজন হবে..পারলে একবার উইণ্ডোস ৮.১ থেকে আপগ্রেড ইনস্টল দিয়া অনলাইন একটিভ করে নিন .. তাহলে নেক্সট টাইম আর একটিভ করতে হবে না।
    https://www.techtunes.io/windows/tune-id/374554 পারলে এই টিউন টি দেখতে পারেন ..

    এটা ৯০ দিনের trail ভার্সন । ক্র্যাক দিয়ে activate করতে হবে । আর ইন্সটল করতে প্রোডাক্ট কি চাইলে এইটা দিন ঃ 8N67H-M3CY9-QT7C4-2TR7M-TXYCV

ei windows kotodin cholbe ?????? plzzz ansss….

    Microsoft এর তথ্য অনুযায়ী এটাই উইন্ডোজ এর সর্বশেষ ভার্সন তাই আশা করি আপনার প্রস্নের উত্তর দিতে হবে না ।
    আর উপরের লিঙ্ক থেকে ডাউনলোড কৃত ফাইল গুলো ৯০ দিনের trail ভার্সন । ক্র্যাক দিয়ে activate করতে হবে ।
    আর ইন্সটল করতে প্রোডাক্ট কি চাইলে এইটা দিন ঃ 8N67H-M3CY9-QT7C4-2TR7M-TXYCV

      jibonre   
      Level 2

      • Core: KTNPV-KTRK4-3RRR8-39X6W-W44T3
      • Pro: 8N67H-M3CY9-QT7C4-2TR7M-TXYCV
      • Enterprise: CKFK9-QNGF2-D34FM-99QX2-8XC4K

      These are the Serial key of Windows 10 Build 10144 or Higher ..

চমৎকার এবং গুরুত্বপূর্ণ টিউন করেছেন। সরিসরি তাই প্রিয়তে নিলাম। কী বলে যে কৃতজ্ঞতা জানাবো বুঝতে পারছি না। শুধু ধইন্যা ধইন্যা আর ধইন্যা।

আপনার টিউনের প্রথম অংশটি সম্পর্কে কিছু বলতে চাই। আপনি বলছেন, টিটি তে সুপ্রিম সব টিউনারদের টিউনগুলো পড়তে পড়তেই দিন শেষ হয়ে যায়। আসলে সুপ্রিম টিউনার সম্পর্কে মনে হয় আপনি জানেন না। কারন সুপ্রিম টিউনার হলো টেকটিউনস থেকে দেওয়া পদবী। বর্তমানে টিউন করে এবং আমার জানামতে টেকটিউনসের ৪ জন সুপ্রিম টিউনার আছে। তাদের মধ্যে সানিম মাহবীর ফাহাদ ভাই এবং আইটি সরদার ভাই অন্যতম। সুতরাং সুপ্রিম টিউনার বলার আগে ভেবে বলবেন।

    আপনার টিউমেন্ট এর জন্য এক বস্তা ধইন্যা দিলাম ।
    আপনি হয়ত ভুল ভাবছেন , আমি কিন্তু ওই চারজনের কথাই বলতে চেয়েছি বিশেষ করে সানিম মাহবীর ফাহাদ ভাই । আসলে মোটামুটি হাতে গোনা কয়েকজনই মানসম্মত টিউন করেন । আর তাদের টিউনগুলো কিন্তু কয়েক মিনিটের মধ্যে ভালভাবে পরা সম্ভব নয় । একটা একটা টিউন পড়তে গিয়েই তো চোখে ব্যাথা ধরে যায় ।

আমি Enterprise টা ডাউনলোড দিলাম এটাতে সব সুবিধা আছে ।

    হ্যাঁ , এটাতে মোটামুটি সব সুবিধা পাওয়া যাবে । আপনি মনে হয় পিডিএফ ফাইলটা দেখেছেন । ডাউনলোড এর আগে সবারই ওটা দেখা উচিত ।
    টিউমেন্টের জন্য থ্যাংকস ।

ভাই, ISO ফাইল ডাইনলোড করার পর কিভাবে উইন্ডোজ ১০ এ আপগ্রেড হব, জানালে উপকৃত হব

    ISO ফাইলটা কোন পেন ড্রাইভ বা ডিভিডি তে বার্ন করুন এবং নরম্যালি ইন্সটল করুন ।

Enterprice er sobidha osubidha ki? eita ki besi valo?

jibonre   
Level 2

মেহেদী bhai Enterprise er kms Activator nai Ar Thakleo 90 Days use kara jai .. TAi Sabdhan

    8.1 চালাচ্ছি kmspico দিয়ে। সমস্যা হচ্ছে না। 10 এ কাজ করবে না?

    এর মধ্যেই নতুন ক্র্যাক তৈরি হয়ে যাবে । জাস্ট ওয়েট …………

r Enterprise evaluation naki full version ? ami oder website theke technet theke download koresi evaluation windows 10 enterprise :'(

    jibonre   
    Level 2

    evaluation শব্দের মানে হলো মূল্যায়ন .,, এখনো ফুল্লি কমপ্লিট নয় তাই .,, Enterprise evaluation করলে নিজের রিস্ক এ করবেন.. ভালো হবে যদি PRO Or Home ইউস করেন.

ভাই, ডাইনলোড করার পর কিভাবে ব্যবহার করবো

অসাধারন পোষ্ট এটার দরকার ছিল। ধন্যবাদ না ভাই @নীলোৎপল বেদী ভাই আপনাকে ধন্য বস্তা দিলাম।

ভাই ফোন থেকে কিভাবে ডাউনলোড করতে পারবো???? কারন আজ হঠাৎ করে মডেমটা আর পাচ্ছে না, যদি র্রিপ্লে দিয়ে বলতেন pro ভার্সন টা কিভাবে নামাবো।

    ফোন থেকেও নরম্যালি ডাউনলোড হবে । আপনার কোনও সমস্যা হলে বলবেন । তবে আপনাকে এন্টারপ্রাইজ ভার্সন টা ডাউনলোড করতে হবে । আর একটা কাজ করতে পারেন সেটা হল টরেন্ট ক্লাইন্ট এর মাধ্যমে ডাউনলোড করা , যদি আপনার টরেন্ট ডাউনলোড সাপোর্ট না করে তবে টরেন্ট২ডাইরেক্ট সাইটগুলো থেকে চেষ্টা করে দেখতে পারেন ।

onhax . net/windows-10-all-editions-direct-download … link gula eikhan diye collect kora .. ekta refer to dite parten.

    উপরের লিঙ্ক গুলো সব অফিসিয়াল লিঙ্ক । ১০ রিলিজ হবার পর লক্ষাধিক ব্লগে উইন্ডোজ ১০ এর ডাউনলোড লিঙ্ক প্রকাশিত
    হয়েছে এবং তারা প্রত্যেকেই এই অফিসিয়াল লিঙ্কগুলো ব্যবহার করেছে ।

Level 0

• Core: KTNPV-KTRK4-3RRR8-39X6W-W44T3
• Pro: 8N67H-M3CY9-QT7C4-2TR7M-TXYCV
• Enterprise: CKFK9-QNGF2-D34FM-99QX2-8XC4K
আমারটা হোম এডিশন, আমি কি করবো ?

jibonre   
Level 2

@ Talpata এই লিংক টা চেক করুন https://www.techtunes.io/windows/tune-id/374172

Windows 10 Enterprise Evaluation ভার্সন টা কি KMSauto দিয়ে active করা যাবে