আপনার কম্পিউটার এর হার্ডওয়্যারগুলো কি উইন্ডোজ ১০ এর জন্য উপযোগি? ISO ডাউনলোড ও অপারেটিং সিস্টেম আপগ্রেডেশনে পণ্ডশ্রম হওয়ার আগেই দেখুন A-Z মেগাটিউন!

Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা
————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সদ্য রিলিজ হওয়া মাইক্রোসফট এর নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ এর সফটওয়্যার এবং হার্ডওয়্যার কম্প্যাটিবিলিটি শীর্ষক আমার আজকের টিউন।

মাইক্রোসফট এর নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ টেকনিক্যাল প্রিভিউ রিলিজ হওয়ার পর থেকেই এর প্রতি মানুষের এক অন্য রকম আগ্রহের সৃষ্টি হয়। সেই থেকে প্রযুক্তি পিপাসুরা এর ফাইনাল রিলিজ এর জন্য দিন গোনা শুরু করে। অবশেষে গতকাল ২৯ জুলাই আনুষ্ঠানিক ভাবে উইন্ডোজ ১০ রিলিজ হয়। এবং এর পর থেকেই লাখো কোটি প্রযুক্তি প্রেমিরা উইন্ডোজ ১০ সবার আগে ডাউনলোড করে ব্যবহারের জন্য উঠে পড়ে লেগে যান। প্রত্যন্ত অঞ্চলে যেখানে ইন্টারনেটের বেশি সুবিধা নেই সেখানেও অনেকে রাতভর উইন্ডোজ ১০ ডাউনলোড করেছে। কিন্তু এতো এতো যার জন্য পরিশ্রম সেটা কি আপনার ঘরে থাকার মতো পর্যাপ্ত জায়গা পাবে? গরীবের ঘরে হাতির পা টাইপের কিছু একটা হবে না তো? মানে অনেক কষ্টে উইন্ডোজ ১০ ডাউনলোড করলেন, তারপর দেখা গেলো সেটা আপনার পিসিতে ইনস্টলই করতে পারছেন না কিংবা ইনস্টলের পর দেখা গেলো আপনার অধিকাংশ প্রোগ্রাম এবং হার্ডওয়্যার সেখানে চলছে না তখন কি হবে? আপনার সব পরিশ্রম তখন পণ্ডশ্রম হয়ে যাবে না? বাংলাদেশে টেকটিউনস এর মতো একটি প্লাটফর্ম যেখানে রয়েছে, যেখানে শত শত প্রযুক্তিপ্রেমিদের মিলনমেলা হয় সেখানে আপনার এরকম সমস্যা হওয়াটাকে আমরা মেনে নিতে পারিনা। তাই আজ উইন্ডোজ ১০ এর সফটওয়্যার এবং হার্ডওয়্যার কম্প্যাটিবিলিটি শীর্ষক টিউন নিয়ে হাজির হলাম। শেষ পর্যন্ত সাথেই থাকুন.

উইন্ডোজ ১০ এর জন্য মিনিমাম হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট

একটি কম্পিউটারে উইন্ডোজ ১০ চালনার জন্য হার্ডওয়্যার রিকোরমেন্ট দেখলে আপনার পিলে চমকে যাবে। কারন আপনার যে পিসিতে উইন্ডোজ ৭ ভালো ভাবে না চলার কারনে উইন্ডোজ এক্সপি ব্যবহার করছেন সেই পিসিতেও উইন্ডোজ ১০ সাপোর্ট করবে মনে হবে। কিন্তু বাংলাদেশের মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলোর আকর্ষনীয় অফারগুলোর মতোই এখানেও কিছুটা শর্ত প্রযোজ্য। যাহোক মনের শান্তির জন্য চলুন এক নজরে দেখে নেই উইন্ডোজ ১০ চালনার জন্য পিসির মিনিমাম হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট।

উইন্ডোজ ১০ এর জন্য পিসির সর্বনিম্ম যোগ্যতা

  • Processor: 1 Gigahertz (GHz) or Faster
  • RAM: 1 Gigabyte (GB) (32-bit) or 2 GB (64-bit)
  • Free Hard Disk Space: 16 GB
  • Graphics Card: Microsoft DirectX 9 Graphics Device with WDDM Driver
  • Resolution: 1024 x 768
  • A Microsoft Account and Internet Access

হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট দেখে আপনি নিশ্চয় খুশিতে টগবগ করছেন। কিন্তু মজার ব্যাপার হলো এই হার্ডওয়্যার সমৃদ্ধ কম্পিউটারে যদি আপনি উইন্ডোজ ১০ ব্যবহার করেন তাহলে সেটার স্পিড আর দেখতে হবে না। তবে এতোটুকু চিন্তা করারও প্রয়োজন নেই, কম্পিউটারে এই কনফিগারেশন নিয়ে উইন্ডোজ ১০ ইনস্টলেশন প্রক্রিয়া পর্যন্ত যেতে পারবেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন।

উইন্ডোজ কম্প্যাটিবিলিটি সেন্টার

আপনার কম্পিউটার উইন্ডোজ ১০ চালনার জন্য উপযোগি কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য মাইক্রোসফট উইন্ডোজ কম্প্যাটিবিলিটি সেন্টার ব্যবহার করা যেতে পারে। নিচের চিত্রে দেখতে পাচ্ছেন এখানে শুধু মাত্র উইন্ডোজ ৮.১ আপগ্রেড এসিস্টেন্ট দেখানো হয়েছে। কিন্তু জেনে রাখা ভালো, যে সব কম্পিউটারে উইন্ডোজ ৮.১ চলে সে সব কম্পিউটারকে উইন্ডোজ ১০ এ আপগ্রেড করা যাবে। আপনি উইন্ডোজ ৮.১ আপগ্রেড এসিস্টেন্ট এর সাহায্যে উইন্ডোজ ১০ এ আপগ্রেড করতে পারবেন। নিচের চিত্রে ক্লিক করলে আপনি উইন্ডোজ কম্প্যাটিবিলিটি চেক এবং আপগ্রেড সেন্টারে চলে যাবেন।

এখানে একটি বিষয় মনে রাখবেন আপনার কম্পিউটার যদি উইন্ডোজ ৮.১ আপগ্রেড এসিস্টেন্ট দিয়ে আপগ্রেড করার পরেও উইন্ডোজ ৮.১ আপডেট হয় তাহলে বুঝতে হবে আপনার কম্পিউটারে উইন্ডোজ ১০ চলবে না। আপগ্রেড প্রসেসিং এর সময় অবশ্যই কম্পিউটারের মাউস, কিবোর্ড এবং যাবতীয় এক্সটার্নাল এক্সেসরিস কম্পিউটারের সাথে যুক্ত রাখবেন। কারন কম্প্যাটিবিলিটি মোডে সব কিছু চেক করে দেখা হয় যাতে নতুন অপারেটিং সিস্টেম স্মুথলি চলতে পারে।

স্পেসিফিক সফটওয়্যার এবং হার্ডওয়্যার কম্প্যাটিবিলিটি

আপনার কম্পিউটার এর সাথে যদি প্রিন্টার, স্ক্যানার, গেইমিং কিবোর্ড, মডেম, ইউএসবি ড্রাইভ কিংবা বিশেষ শ্রেণীর গুরুত্বপূর্ণ কোন ডিভাইস যুক্ত থাকে তাহলে সেটা উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে চলবে কিনা সেটা যাচাই করে নেওয়াটা জরুরী। তাছাড়া অনেকেই লেটেস্ট অপারেটিং সিস্টেম ব্যবহার করলেও মান্ধাতা আমলের সফটওয়্যার ব্যবহার করে থাকেন। যেমন, অফিস ২০০৩, ফটোশপ ৭ কিংবা আমি ব্যবহার করি কেমিস্ট্রি অফিস 3D (২০০২) এসব সফটওয়্যার উইন্ডোজ ১০ এ চলবে কিনা আমরা নিশ্চিত না। অনেক কম্পিউটারে প্রয়োজনীয় কিছু কিছু সফটওয়্যার না চলার কারনে আমরা নতুন অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারিনা। তো চলুন স্পেসিফিক হার্ডওয়্যার এবং সফটওয়্যারগুলো চেক করার উপায় জেনে নেই।

উইন্ডোজ ১০ এর জন্য হার্ডওয়্যার এবং সফটওয়্যার কম্প্যাটিবিলিটি চেক করতে এখানে ক্লিক করুন

সফটওয়্যার এবং হার্ডওয়্যার কম্প্যাটিবিলিটি চেকিং

  • আপনি যদি উপরের চিত্রের নির্দেশনা মতো উইন্ডোজ কম্প্যাটিবিলিটি সেন্টারে এসে থাকেন তাহলে আপনি নিশ্চয় সার্চ বক্স দেখতে পাচ্ছেন? এবার আপনি যে প্রোডাক্টটির কম্প্যাটিবিলিটি চেক করতে চান সেটা সার্চ বক্সে লিখে সার্চ করুন। যেমন আমি ডেল এর একটি প্রিন্টার এর নাম লিখে সার্চ করেছি। ফলাফল তো দেখতেই পাচ্ছেন। এভাবে আপনি আপনার ব্যবহৃত প্রত্যেকটি প্রোডাক্ট এর কম্প্যাটিবিলিটি চেক করতে পারবেন।

  • এই ওয়েব সাইট হতে অন্যরা যেসব প্রোডাক্ট এর কম্প্যাটিবিলিটি চেক করেছে সেগুলোর কিছু অংশও আপনি সাইটের হোম পেইজ থেকে নিচের চিত্রের মতো দেখতে পাবেন।

  • আপনার কম্পিউটার যদি উইন্ডোজ ১০ এর জন্য কম্প্যাটিবল হয় এবং উপরের প্রত্যেকটি ধাপ অনুযায়ী আপনি যদি সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে উইন্ডোজ ১০ এ আপনাকে স্বাগতম।

উইন্ডোজ ১০ মাইক্রোসফট এর সর্বশেষ অপারেটিং সিস্টেম। সুতরাং আজ হোক আর কাল হোক আপনাকে উইন্ডোজ ১০ ব্যবহার করতেই হবে। তাই আপনার পিসি যদি উইন্ডোজ ১০ এর জন্য উপযোগি না হয়ে থাকে তাহলে অতি শীঘ্রই পিসি আপগ্রেড করুন। কারন সমস্ত বিশ্ব যদি উইন্ডোজ ১০ এর উন্মাদনায় মেতে থাকে তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো? প্রযুক্তির সুরে আমাদেরও তো সব সময় মেতে থাকতে হবে, তাই না?

উইন্ডোজ ১০ সম্পর্কে আরও এক্সক্লুসিভ সব তথ্য জানতে দেখুন

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর টিউনটিকে মৌলিক মনে হলে এবং নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন দিতে ভুলে যাবে না যেন। সর্বশেষ যে কথাটি বলবো, আশাকরি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের জন্য » সানিম মাহবীর ফাহাদ

➡ ইমেইলে আমার সকল টিউনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুনঃ টেকটিউনস » সানিম মাহবীর ফাহাদ 🙄

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ আরও একটি বস টিউনের জন্য, জাতির এই টিউনটি দারুন ভাবে কাজে লাগবে বলে আমি মনে করি,যাদের মনে উইন্ডোজ ১০ নিয়ে প্রশ্ন ছিল তারা সকলে এই টিউনটি দ্বারা উপকৃত হবে।

    জাতির কাজে লাগলেই টিউনের প্রকৃত স্বার্থকতা। টিউমেন্টের জন্য অসংখ্য ধইন্যার বস্তা সাথে সেগুলো সতেজ রাখার জন্য একটি কোল্ড স্টোরেজ দিলাম 🙂

সুন্দর একটি টিউনের জন্য ধন্যবাদ । আর যাই হোক না কেন বেশ কয়েক মাস আমরা বাঙ্গালিরা কিন্তু এইটা নিয়া হুজুগে মেতে থাকব ।
আর আপনি কি উইন্ডোজ ১০ ইন্সটল দিয়েছেন বা দেবেন ?

    আজ রাতেই একবার চেখে দেখবো। রাতের অন্ধকারে লোক চক্ষুর অন্তারালে পিসিতে একটু উইন্ডোজ ১০ এর ছোঁয়া দিবো। তবে আমার ল্যাপটপের জীবনকাল বার্ধক্যের দিকে। সুতরাং বেশি ধকল সইবে কিনা কে জানে। ২.৩ গি.হা প্রসেসর, ৪ জিবি র‍্যাম, পেন্টিয়াম ডুয়েল কোর। কেমনে যে কি করুম বুঝতে পারছি না। তবে আমার কাছে সেভেন এখনো পর্যন্ত সেরা।

      আমার ল্যাপির ও একই অবস্থা , সেই ২০১০ থেকে এর উপর অনেক অত্যাচার করেছি । বিনা প্রতিবাদে মুখ বুজে সব এতদিন সয়ে গেছে আকস্মিক প্রতিবাদ করবে নাকি সেই নিয়ে চিন্তায় আছি ।

দুঃখজনক হলো আপনার টিউন পড়ার পর আমার পিসি চেক করে দেখলাম যে আমি উইন্ডোজ ১০ এর জন্য কম্প্যাটিবল না। এখন আমি কি করবো? আপনি টিউনটি করে একেবারে আমার সব আশা শেষ করে দিলেন। বলুন কেনু আমার এই সর্বনাশ করলেন? কেনু কেনু কেনু?

    চলেন আমরা গলাগলি ধরে কান্নাকাটি করি। আমার পিসিতে ভালোভাবে চলবে কিনা এ ব্যাপারে আমিও সন্দ্বিহান 🙁

অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর উপকারী টিউনের জন্য। আমার পিসি এর জন্য উপযুক্ত না। আচ্ছা টেলিটক মডেম কি সাপোর্ট করবে?

    মডেম যদি সাপোর্ট করে তাহলে সবগুলোই করবে। সাপোর্ট না করলেও কম্প্যাটিবিলিটি ৭ বা ৮ দিয়ে সাপোর্ট করানো যাবে মনে হয়। টিউমেন্টের জন্য ধন্যবাদ 🙂

আবারো ধন্যবাদ, ভাই আমার একটা মডেমের সমস্যা নিয়ে কথা বলতাম যদি একটু ফেবুতে আসতেন।

    কি সমস্যা? এখানেই বলুন, আমি সমাধান না দিতে পারলেও হয়তো অনেকের কাছেই সমাধানটা জানা থাকতে পারে।

সানিম মাহবীর ফাহাদ, অনেক ধন্যবাদ অাপনাকে সুন্দর সুন্দর টিউনের জন্য। কাজের মানুষ তাই সেটিংস উল্টাপাল্টা হবার অাশংকায় আপগ্রেড প্রত্যাখান করিয়াছ 🙁

এক বছর সময় হাতে তো থাকলোই 🙂

Level New

আমার ল্যাপটপ কম্প্যাটিবল কিন্তু ডাউনলোড করে সেট আপ দেয়ার সময় এরর দেখা দেয় ফলে সেটআপ হয়নি এবং যথারীতি প্রায় ৩ জিবি ডাটা লস!

    হয়তো ডাউনলোড ভালো ভাবে হয়নি। না হলে বায়োসে সমস্যা থাকতে পারে। তবে এরর কোড গুগলে লিখে সার্চ করলে সঠিক কারন জানতে পারবেন।

আপনি যে কিভাবে এতো সুন্দর ও সহজ করে কোন বিষয় মানুষকে বোঝান ভেবে পাইনে। লগ-ইন সমস্যার কারনে এর আগের টিউনে টিউমেন্ট করতে পারিনি। এটাতে একসাথে দুইটার জন্যই টিউমেন্ট করলাম। দুইটা মিলে একেবারে টেরা টিউনকেউ হার মানালো।

Level 0

“Activate Windows
Go to Settings to active windows ”
ami iso download kore clean install diyesilam gotokalkei … etar shomadhan kemne kori ?

    উইন্ডোজ তো একটিভেট করতেই হবে। আপনি তো আর কিনে ব্যবহার করছেন না। সুতরাং একটিভেট করার আগে পর্যন্ত এরকম মেসেজ আসতেই থাকবে। Just Ignore It.

এক কথায় অসাধারন হইছে।

সুপ্রিয় সানিম মাহবীর ফাহাদ, Fireworks CS6 এবং Acrobat DC Pro (April 2015) এই দুটি soft https://www.techtunes.io/download/tune-id/317010 এই টিউনের মেডিসিন ফাইল হতে চালানো সম্ভব হচেছ না, তাই এ দুটির বিষয়ে একটি সমাধান দিতেন, তাহলে খুবিই উপকৃত হতাম।

ধন্যবাদ।

    আপনি “amtlib.dll Fireworks CS6” লিখে গুগলে সার্চ দেন তারপর আপনার পিসি এর কনফিগারেশন অনুযায়ী (৩২ বিট/ ৬৪ বিট) ডাউনলোড করেন আর যেখানে Fireworks CS6 Install দিছেন সেখানে পেস্ট করে দেন। পরেরটাও একই অবস্থায় করুন। কোন ঝামেলা হবে না। ধন্যবাদ।

যাক আমার ল্যাপটপ এ ভালো ভাবে চলবে ।ধন্যবাদ

    আপনি উইন্ডোজ ১০ ব্যবহার করতে পারবেন জেনে খুশি হলাম। আমিও আজ রাতে ইনস্টল করবো।

Level 0

একটি বস টিউনের জন্য, জাতির এই টিউনটি দারুন ভাবে কাজে লাগবে বলে আমি মনে করি,যাদের মনে উইন্ডোজ ১০ নিয়ে প্রশ্ন ছিল তারা সকলে এই টিউনটি দ্বারা উপকৃত হবে। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

    জাতির উপকার হলেই তো টিউনারের পরিশ্রম স্বার্থক। সুন্দর টিউমেন্টের জন্য অনেক ধন্যবাদ হিমাদ্রি ভাই 🙂

ভাই আমার ল্যাপটপ তো Bios ভিত্তিক, Asus A42F এটাতে কি চলবে???

vai amar pc conf: holo (ram-4gb, harddisk-500, pro: core-i3 , ) ami ki parbo ?

r vai r ek ta kotha , ami kicu din age amar pc te kali linux set up dei , ami net er jonne teletalk flash use kori , modem install korar por , ami kono vabei modem connect korate parchina , so ami ekhon ki korte pari ?

r vai r ek ta kotha , ami kicu din age amar pc te kali linux set up dei , ami net er jonne teletalk flash use kori , modem install korar por , ami kono vabei modem connect korate parchina , so ami ekhon ki korte pari ? pls ektu bolben vaiya

    ভাই, পারলে আমাকে হেল্প করেন। আমিও টিপি লিংক ইউএসবি এডাপ্টার কানেক্ট করতে পারছিনা।

অসাধারন একটা টিউন করেছেন ফাহাদ ভাই 😀

সুন্দর টিউনের জন্য ধন্যবাদ ভাইয়া।।।। আচ্ছা ভাইয়া আমি (keep personal apps and files) এই অপশনটি সিলেক্ট করেই win 10 install করেছি। এতে আমি আমার পুরোনো সব apps use করতে পারতেছি। আমাকে নতুন করে কিছুই install করতে হয়নি। এভাবে install এর কারনে Future-এ কি কোন প্রবলেম হতে পারে??????

Download a bosalam

Apnar tune gulu amar khub valo lage

সানিম ভাই, ধন্যবাদ সুন্দর টিউনের জন্য।
আমার পিসির কনফিগারেশন, Processor: Pentium Dual Core E5400 @ 2.70 GHz, Ram: 2 GB DDR2, Mother Board: Gigabyte G41 Combo. আলাদা কোন গ্রাফিক্স কার্ড কিনে মাদার বোর্ড এ সংযুক্ত করিনি। আমি কি Windows 10 ইন্সটল করতে পারবো, মাদারবোর্ড কি সাপোর্ট করবে? ড্রাইভার সমস্যা করবে নাতো? যদি সাপোর্ট করে তাহলে কি Windows 10 64 bit ইন্সটল করে চালানো যাবে কিনা? সমাধান দিলে খুশি হবো।

    গ্রাফিক্স ড্রাইভারের কারনে সমস্যায় পড়তে পারেন। তবে একবার চেক করেও দেখতে পারেন কাজ করে কিনা। কারন অনেক ভালো কনফিগারেশনের পিসিতেও উইন্ডোজ ১০ ভালো চলছে না। আবার খারাপ পিসিতেও সেই রকম চলছে।

vai amar windows 10er 1703 version a shareit kaj korsay na ami ki kortay pari. but 10 er ager version a kj koray