সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সদ্য রিলিজ হওয়া মাইক্রোসফট এর নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ এর সফটওয়্যার এবং হার্ডওয়্যার কম্প্যাটিবিলিটি শীর্ষক আমার আজকের টিউন।
মাইক্রোসফট এর নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ টেকনিক্যাল প্রিভিউ রিলিজ হওয়ার পর থেকেই এর প্রতি মানুষের এক অন্য রকম আগ্রহের সৃষ্টি হয়। সেই থেকে প্রযুক্তি পিপাসুরা এর ফাইনাল রিলিজ এর জন্য দিন গোনা শুরু করে। অবশেষে গতকাল ২৯ জুলাই আনুষ্ঠানিক ভাবে উইন্ডোজ ১০ রিলিজ হয়। এবং এর পর থেকেই লাখো কোটি প্রযুক্তি প্রেমিরা উইন্ডোজ ১০ সবার আগে ডাউনলোড করে ব্যবহারের জন্য উঠে পড়ে লেগে যান। প্রত্যন্ত অঞ্চলে যেখানে ইন্টারনেটের বেশি সুবিধা নেই সেখানেও অনেকে রাতভর উইন্ডোজ ১০ ডাউনলোড করেছে। কিন্তু এতো এতো যার জন্য পরিশ্রম সেটা কি আপনার ঘরে থাকার মতো পর্যাপ্ত জায়গা পাবে? গরীবের ঘরে হাতির পা টাইপের কিছু একটা হবে না তো? মানে অনেক কষ্টে উইন্ডোজ ১০ ডাউনলোড করলেন, তারপর দেখা গেলো সেটা আপনার পিসিতে ইনস্টলই করতে পারছেন না কিংবা ইনস্টলের পর দেখা গেলো আপনার অধিকাংশ প্রোগ্রাম এবং হার্ডওয়্যার সেখানে চলছে না তখন কি হবে? আপনার সব পরিশ্রম তখন পণ্ডশ্রম হয়ে যাবে না? বাংলাদেশে টেকটিউনস এর মতো একটি প্লাটফর্ম যেখানে রয়েছে, যেখানে শত শত প্রযুক্তিপ্রেমিদের মিলনমেলা হয় সেখানে আপনার এরকম সমস্যা হওয়াটাকে আমরা মেনে নিতে পারিনা। তাই আজ উইন্ডোজ ১০ এর সফটওয়্যার এবং হার্ডওয়্যার কম্প্যাটিবিলিটি শীর্ষক টিউন নিয়ে হাজির হলাম। শেষ পর্যন্ত সাথেই থাকুন.
একটি কম্পিউটারে উইন্ডোজ ১০ চালনার জন্য হার্ডওয়্যার রিকোরমেন্ট দেখলে আপনার পিলে চমকে যাবে। কারন আপনার যে পিসিতে উইন্ডোজ ৭ ভালো ভাবে না চলার কারনে উইন্ডোজ এক্সপি ব্যবহার করছেন সেই পিসিতেও উইন্ডোজ ১০ সাপোর্ট করবে মনে হবে। কিন্তু বাংলাদেশের মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলোর আকর্ষনীয় অফারগুলোর মতোই এখানেও কিছুটা শর্ত প্রযোজ্য। যাহোক মনের শান্তির জন্য চলুন এক নজরে দেখে নেই উইন্ডোজ ১০ চালনার জন্য পিসির মিনিমাম হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট।
হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট দেখে আপনি নিশ্চয় খুশিতে টগবগ করছেন। কিন্তু মজার ব্যাপার হলো এই হার্ডওয়্যার সমৃদ্ধ কম্পিউটারে যদি আপনি উইন্ডোজ ১০ ব্যবহার করেন তাহলে সেটার স্পিড আর দেখতে হবে না। তবে এতোটুকু চিন্তা করারও প্রয়োজন নেই, কম্পিউটারে এই কনফিগারেশন নিয়ে উইন্ডোজ ১০ ইনস্টলেশন প্রক্রিয়া পর্যন্ত যেতে পারবেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন।
আপনার কম্পিউটার উইন্ডোজ ১০ চালনার জন্য উপযোগি কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য মাইক্রোসফট উইন্ডোজ কম্প্যাটিবিলিটি সেন্টার ব্যবহার করা যেতে পারে। নিচের চিত্রে দেখতে পাচ্ছেন এখানে শুধু মাত্র উইন্ডোজ ৮.১ আপগ্রেড এসিস্টেন্ট দেখানো হয়েছে। কিন্তু জেনে রাখা ভালো, যে সব কম্পিউটারে উইন্ডোজ ৮.১ চলে সে সব কম্পিউটারকে উইন্ডোজ ১০ এ আপগ্রেড করা যাবে। আপনি উইন্ডোজ ৮.১ আপগ্রেড এসিস্টেন্ট এর সাহায্যে উইন্ডোজ ১০ এ আপগ্রেড করতে পারবেন। নিচের চিত্রে ক্লিক করলে আপনি উইন্ডোজ কম্প্যাটিবিলিটি চেক এবং আপগ্রেড সেন্টারে চলে যাবেন।
এখানে একটি বিষয় মনে রাখবেন আপনার কম্পিউটার যদি উইন্ডোজ ৮.১ আপগ্রেড এসিস্টেন্ট দিয়ে আপগ্রেড করার পরেও উইন্ডোজ ৮.১ আপডেট হয় তাহলে বুঝতে হবে আপনার কম্পিউটারে উইন্ডোজ ১০ চলবে না। আপগ্রেড প্রসেসিং এর সময় অবশ্যই কম্পিউটারের মাউস, কিবোর্ড এবং যাবতীয় এক্সটার্নাল এক্সেসরিস কম্পিউটারের সাথে যুক্ত রাখবেন। কারন কম্প্যাটিবিলিটি মোডে সব কিছু চেক করে দেখা হয় যাতে নতুন অপারেটিং সিস্টেম স্মুথলি চলতে পারে।
আপনার কম্পিউটার এর সাথে যদি প্রিন্টার, স্ক্যানার, গেইমিং কিবোর্ড, মডেম, ইউএসবি ড্রাইভ কিংবা বিশেষ শ্রেণীর গুরুত্বপূর্ণ কোন ডিভাইস যুক্ত থাকে তাহলে সেটা উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে চলবে কিনা সেটা যাচাই করে নেওয়াটা জরুরী। তাছাড়া অনেকেই লেটেস্ট অপারেটিং সিস্টেম ব্যবহার করলেও মান্ধাতা আমলের সফটওয়্যার ব্যবহার করে থাকেন। যেমন, অফিস ২০০৩, ফটোশপ ৭ কিংবা আমি ব্যবহার করি কেমিস্ট্রি অফিস 3D (২০০২) এসব সফটওয়্যার উইন্ডোজ ১০ এ চলবে কিনা আমরা নিশ্চিত না। অনেক কম্পিউটারে প্রয়োজনীয় কিছু কিছু সফটওয়্যার না চলার কারনে আমরা নতুন অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারিনা। তো চলুন স্পেসিফিক হার্ডওয়্যার এবং সফটওয়্যারগুলো চেক করার উপায় জেনে নেই।
উইন্ডোজ ১০ মাইক্রোসফট এর সর্বশেষ অপারেটিং সিস্টেম। সুতরাং আজ হোক আর কাল হোক আপনাকে উইন্ডোজ ১০ ব্যবহার করতেই হবে। তাই আপনার পিসি যদি উইন্ডোজ ১০ এর জন্য উপযোগি না হয়ে থাকে তাহলে অতি শীঘ্রই পিসি আপগ্রেড করুন। কারন সমস্ত বিশ্ব যদি উইন্ডোজ ১০ এর উন্মাদনায় মেতে থাকে তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো? প্রযুক্তির সুরে আমাদেরও তো সব সময় মেতে থাকতে হবে, তাই না?
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর টিউনটিকে মৌলিক মনে হলে এবং নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন দিতে ভুলে যাবে না যেন। সর্বশেষ যে কথাটি বলবো, আশাকরি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের জন্য » সানিম মাহবীর ফাহাদ
➡ ইমেইলে আমার সকল টিউনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুনঃ টেকটিউনস » সানিম মাহবীর ফাহাদ 🙄
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
ধন্যবাদ আরও একটি বস টিউনের জন্য, জাতির এই টিউনটি দারুন ভাবে কাজে লাগবে বলে আমি মনে করি,যাদের মনে উইন্ডোজ ১০ নিয়ে প্রশ্ন ছিল তারা সকলে এই টিউনটি দ্বারা উপকৃত হবে।