দ্বিতীয় বার এক্টিভেটর ব্যবহার করতে হবেনা উইন্ডোস ইনস্টল করার সময়

টিউন বিভাগ উইন্ডোস
প্রকাশিত
জোসস করেছেন

আজ আপনাদের এমন একটা পদ্ধতির সম্বন্ধে কথা বলব যা দেখলে আপনাদের আর দ্বিতীয় বার এক্টিভেটর ব্যবহার করতে হবেনা উইন্ডোস ইনস্টল করার সময়
হ্যা ঠিক তাই আমি অ্যাক্টিভেটেড উইন্ডোস থেকে আবার রিইনস্টল করার কথা বলছি
এই যেমন ধরুন ২৯ জুলাই মাইক্রোসফট ফ্রি তে উইন্ডোস১০ আপগ্রেড করে দিল আপনাকে এবং সেটা ফ্রি তে অনলাইন এক্টিভেট হয়ে গেল,
কিন্তু আপনি হয়ত জানেন না যে ফ্রি তে আপগ্রেড করার জন্য আপনার হার্ড ড্রাইভ এর ৩৭ জিবি জায়গা নষ্ট হবে,
৩৭ জিবি জায়গা কিকরে নষ্ট হবে?  আপগ্রেড ফাইল সাইজও ৪ জিবি windows.old ১৭ জিবি
নতুন windows ১১ জিবি ও আনুসঙ্গিক নিয়া মোটামুটি ৩৫-৩৭ জিবি হবেই
এর পর আপনি যখন ক্লিন ইনস্টল এর কথা ভাববেন তখন আবার এক্টিভেট করতে গেলে সমস্যা।
তাই আগে থেকে জেনেনিন কি করে সেভ করে রাখবেন আপনার এক্টিভেশন বৈধ ভাবে

প্রথমে
Run গিয়া টাইপ করুন C:\Windows\System32\spp
এবং  ENTER
Copy the folder named "Store" এবং অন্যত্র সেভ করুন মানে ড্রাইভএ

এটাই হলো আপনার এক্টিভেশন কি বা ফাইল

কেমন করে কাজ করে জানতে হলে প্রথমে
open command prompt as Admin and type "slmgr/upk"
একটা ম্যাসেজ আসবে "Product key successfully uninstalled"

এবার সেফ মোডএ পিসি রিস্টার্ট করুন, [সেফ মোড পিসি রিস্টার্ট করার জন্য প্রথমে রান-এ টাইপ করুন "msconfig" and press ENTER
System Configuration পেজটি খুলবে, তার থেকে Boot ট্যাব Boot option Safe Boot click করুন  এবং  ENTER
একটা ম্যাসেজ আসবে restart or exit without restart সিলেক্ট  restart এবং  ENTER]

SAFE MODE এ পিসি রিস্টার্ট হলে
open command prompt as Admin and type "net stop sppsvc"
একটা ম্যাসেজ আসবে Software Protection Platform service stopped successfully press ENTER


এবার Run গিয়া টাইপ করুন C:\Windows\System32\spp এবং  ENTER
and replace the "store" Folder with the previously Save "Store" Folder


এবার নরমাল মোড পিসি রিস্টার্ট করুন [সেফ মোড পিসি রিস্টার্ট করার জন্য প্রথমে রান-এ টাইপ করুন "msconfig" and press ENTER
System Configuration পেজটি খুলবে, তার থেকে Boot ট্যাব Boot option Safe Boot click করুন এবার Disable করার জন্য  এবং  ENTER
একটা ম্যাসেজ আসবে restart or exit without restart সিলেক্ট  restart এবং  ENTER]
NORMAL MODE এ পিসি রিস্টার্ট হলে open command prompt as Admin and type "slmgr.vbs/ato"

ব্যাস আপনার উইন্ডোস আবার এক্টিভেট কোনো এক্টিভেটর  ছাড়া।

নিজে করে দেখুন ভালো লাগবে। আমি নিজে WINDOWS ১০ তে করে দেখালাম  আর একটা কথা Store এই ফাইল টি কিন্তু একই WINDOWS ভার্সন কাজ করে মানে ধরুন WINDOWS ৮ PRO WINDOWS ৮ PRO তে কাজ করবে, আপনার store অন্য কারো পিসিতে কাজ করবেনা।
আর দয়া করে সবাই টিউমেন্ট করবেন ভালো না লাগলেও।

Level 2

আমি অভিষেক হাজরা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 437 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

আমি অভিষেক , মাইক্রোসফট টেক প্রসেস এ কর্মরত ; ভালো লাগে টেকটিউন কে ভালোবাসি বললে ভালো হয় , আর তাই বার বার ফিরে আসি। নতুন কে জানার টানে। নতুন কে জানানোর টানে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    jibonre   
    Level 2

    কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ শাওন ভাইজান…

ভাল লাগলো! আশা করি উপকারে আসবে, ধন্যবাদ।

    jibonre   
    Level 2

    কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ

    jibonre   
    Level 2

    কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ শাকিল ভাইজান…..

    jibonre   
    Level 2

    ধন্যবাদ ইনোসেন্ট প্রিন্স

jibonre ভাই আপনার টিউনটি খুভি ভাল লাগলো কিন্ত আপনি windows10 আগে ই ফোল ভার্সন কি ভাবে পেলেন জানালে একটু ভালো হতু ?

    jibonre   
    Level 2

    কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ.
    WINDOWS 10 বিল্ড নম্বর ১০২৪০ হতে চলেছে ফাইনাল WINDOWS ১০ RTM তাই ওটা ইনস্টল করুন আপডেট সেন্টার থেকে ডাউনলোড করবেন আর অব্শ্য় আপগ্রেড ইনস্টল করবেন যদি ক্লিন ইনস্টল করেন তাহলে প্রবলেম হতে পারে। .তাই store সেভ করে আবার ক্লিন ইনস্টল
    করুন..

Level 0

Thanks Bro

    jibonre   
    Level 2

    কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ.

Level 2

অনেক ধন্যবাদ আপনাকে এমন গুরুত্ত্বপূর্ণ টিপস দেয়ার জন্য।

    jibonre   
    Level 2

    উপকার-এ এলাম জেনে ভলো লাগছে, আর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ.

পিডিএফ আকারে নিলাম, অসাধারন লাগলো, ধন্যবাদ

    jibonre   
    Level 2

    @ভারতীয় বাঙ্গালী আপনার কমেন্ট এর জন্য আমি সত্যি wait করছিলাম আর সেভ করলেন জেনে আরো ভালো লাগলো , পরে আরো কমেন্ট এর আশা করি। অনেক ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্য।।।।।।।।।।।।।।।

অনেক ভাল লাগল ভাই টিউনটি পেয়ে,আপনাকে অনেক ধন্যবাদ।

    jibonre   
    Level 2

    অনেক অনেক ধন্যবাদ রাজিব ভাইজান আপনার কমেন্ট এর জন্য

Level 0

ধন্যবাদ সুন্দর টিউন এর জন্য। ডিস্ক clean up এ গিয়ে Windows old মুছে দিলে হবেনা?একটু জানাবেন plz.

jibonre   
Level 2

আপনি ভালো করে লেখা টা দেখুন, আমি কোথাও Windows.old এর ব্যবহার করিনি জাস্ট system32 এর একটি ফোল্ডার ব্যবহার করেছি মাত্র। Windows.old মুছে দিলে হবেনা কেন WINDOWS.OLD এর তো কোনো ব্যবহার নেই …এক্ষেত্রে ….
প্রবলেম হলে বলবেন ….

(১) আমার বর্তমান Windows 8.1 Pro 64-bit দেওয়া আছে। এটা কি Windows 8.1 Pro 64-bit এর জন্যেও কাজ করবে, মানে আমি যদি কখনো Windows 8.1 Pro 64-bit সেটাপ দেই তাহলে এই ভাবে একটিভ করতে পারবো।
(২) আর এখন যদি Windows 10 Pro 64-bit নেটের মাধ্যমে আপডটে করি এবং আপনার দেখানো মত Store সেভ করে রাখি, এবং পরে বাজার থেকে Windows 10 Pro 64-bit CD কিনে সেটাপ দেই তাহলেও কি এই ভাবে একটিভ করতে পারবো।

Level 0

চমৎকার টিউন। এভাবে অফিস ২০১০ বা ২০১৩ এর এক্টিভেশন রেখে দেয়া যাবে? আর যদি যায় তাহলে কিভাবে রিপ্লেস করতে হবে?

ধন্যবাদ সুন্দর এবং হেল্পফুল টিউন উপহার দেয়ার জন্য। আমি সেইভ করে নিচ্ছি। লেখার ধরনটাও ভালো লেগেছে।
আমি উইন্ডোজ ১০ প্রো (১৮০৩) ব্যবহার করি। একবার ইনস্টল দিয়ে ইনটারনেট অন করা থাকলে নিজে থেকেই একটিভ হয়ে যায়, আমার কিছুই করতে হয় না। আমি কোন ক্র্যাক ব্যবাহর করি নাই একটিভ করতে। ক্র্যাক না পারতে ব্যবহার করি না। এই জন্য আমি IDM ব্যবহার না করে FDM ব্যবহার করি, এমন অনেক কিছুই। এখন কথা হলো আমি যদি উইন্ডোজ ১০ প্রো এর সর্বশেষ ভার্সন ডাউনলোড করি মাইক্রোসফট থেকে এবং সেটা ইনস্টল করি, তাহলেও কি নিজে থেকে একটিভ হয়ে যাবে?