কেমন আছেন সবাই ? রোজা রমজানের দিনে বেসি কথা কমু না। খালি ইশারায় কাজ হবে 😀 , উইন্ডোজ ১০ নিয়া নতুন করে বলার কিছু নাই , নতুন এই ওএস কিছু নতুন নতুন ফিচার নিয়ে আসতেছে যা আপনার চোখ কে কপালে তুলতে বাধ্য । এটাও বলা হইতেছে যে সর্বকালের সেরা অপারেটিং সিস্টেম । কতটুকু কি জানি না তবে ব্যাবহার করলে বোঝা যাবে , আমি নিজেও এইটার ফাইনাল রিলেজ এর অপেক্ষায় আছি । মানে ২৯ এ জুলাই । হাতে সময় খুব কম । কিন্তু সব চেয়ে মজার এবং একই সাথে পাংখা বেপার জেইটা সেইটা হইলো যে ১৯৯ ডলার মুল্যের এই সিস্টেম মাইক্রোসফট ১ বছরের জন্যে আমাদের ফ্রি আপগ্রেড করার সুজগ দিবে । এবং ২৯ জুলাই এর আগে এটা টোটালি ফ্রি তে বুকিং বা রিসার্ভ করা যাবে । কেউ কেউ বলতেছেন এটার জন্য আবার উইন্ডোজ আইকন এর মত নোটিফিকেশন আইকন আসা লাগবে আপনার টাস্ক বারে , ২ জিবি এর উইন্ডোজ আপডেট দেওয়া লাগবে , এইডা করতে হবে সেইটা করতে হবে, ক্ষ্যাতা পুরি মিয়া , আসেন আমার সাথে কিছুই করা লাগবে , অক্ষন রিসার্ভ দিমু আসেন 😀 , প্রথমে এই ফাইল টা ডাউনলোড করে নিন এইখানে ক্লিক দেন
এর পরে ফাইল টা extrat করেন , পাসওয়ার্ড দেন , sujankhan
ওপেন করেন run as admisntrator এ
এর যেকোনো কি প্রেস করেন
এর পরে এই লেখাটা আসলে আরেকবার যেকোনো কি প্রেস করেন , এখানে আপনি উইন্ডোজ এর কোন ভার্সন টি ব্যাবহার করছেন তা ডিটেক্ট করবে ।
এইবার আসেন , আপনি যদি সেই কাঙ্খিত নোটিফিকেশন আইকন টি পেতে চান তাহলে অবশ্যই পুরো আপডেট না থাকলেও অন্তত KB3035583 আপডেট টি থাকতেই হবে , যাই হোক , ১ প্রেস করে ইন্টার প্রেস করুন , কেননা আগে KB3035583 আপডেট আপনার কম্পিউটারে আছে কি না আগে চেক করে নিবে , এখানে কথা হচ্ছে যে ম্যাক্সিমাম কম্পিউটারেই সেটা থাকে , যদি না থাকে সেক্ষেত্রে ম্যানুয়াল ই KB3035583 আপডেট করে নিন ।
সুতরাং মেইন মেনু আসলে আগে আপডেট চেক করে নিন , নিচের ছবি দেখুন , ১ প্রেস করুন , এর পরে ইন্টার প্রেস করুন
চেকিং সাকসেসফুলি দেখালে , যেকোনো কি প্রেস করে আবার মেইন মেনু তে ফিরে জান ।
মেইন মেনু আসলে ২ প্রেস করে ইন্টার প্রেস করুন এবং ম্যাজিক দেখুন , ৩ প্রেস করে ইন্টার চাপবেন না তাহলে অনেক সময় নিবে , সো যেইটা বলছি , সেইটা করেন 🙄
এর পর ম্যাজিক দেখুন , সাথে সাথে সেই নোটিফিকেশন আইকন আপনার টাস্কবারে হাজির
এই যে দেহেন আমি বুকিং দিয়া দিছি , দেহেন একবার 😆
তাই আর দেরি না কইরা , অক্ষন কামে নাইমা পরেন , এমুন একটা ওএস কিল্লাই মিস করবাইন কইন আমারে
কার কার কাজ হইলো কমেন্ট কইরা আমারে জানান দেন , 😛
আমি Gameb0y। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
KB3035583 manually update করব কীভাবে ?