আসেন উইন্ডোজ ১০ বুকিং দেই ফ্রি তে কোন আপডেট দেওয়া লাগবে না , খারার উপ্রে বুকিং দিবেন , আসেন আমার লগে

কেমন আছেন সবাই ? রোজা রমজানের দিনে বেসি কথা কমু না। খালি ইশারায় কাজ হবে 😀 , উইন্ডোজ ১০ নিয়া নতুন করে বলার কিছু নাই , নতুন এই ওএস কিছু নতুন নতুন ফিচার নিয়ে আসতেছে যা আপনার চোখ কে কপালে তুলতে বাধ্য । এটাও বলা হইতেছে যে সর্বকালের সেরা অপারেটিং সিস্টেম । কতটুকু কি জানি না তবে ব্যাবহার করলে বোঝা যাবে , আমি নিজেও এইটার ফাইনাল রিলেজ এর অপেক্ষায় আছি । মানে ২৯ এ জুলাই । হাতে সময় খুব কম । কিন্তু সব চেয়ে মজার এবং একই সাথে পাংখা বেপার জেইটা সেইটা হইলো যে ১৯৯ ডলার মুল্যের এই সিস্টেম মাইক্রোসফট ১ বছরের জন্যে আমাদের ফ্রি আপগ্রেড করার সুজগ দিবে । এবং ২৯ জুলাই এর আগে এটা টোটালি ফ্রি তে বুকিং বা  রিসার্ভ করা যাবে । কেউ কেউ বলতেছেন এটার জন্য আবার উইন্ডোজ আইকন এর মত নোটিফিকেশন আইকন আসা লাগবে আপনার টাস্ক বারে , ২ জিবি এর উইন্ডোজ আপডেট দেওয়া লাগবে , এইডা করতে হবে সেইটা করতে হবে,  ক্ষ্যাতা পুরি মিয়া , আসেন আমার সাথে কিছুই করা লাগবে , অক্ষন রিসার্ভ দিমু আসেন 😀 , প্রথমে এই ফাইল টা ডাউনলোড করে নিন এইখানে ক্লিক দেন

এর পরে ফাইল টা extrat করেন , পাসওয়ার্ড দেন ,  sujankhan

ওপেন করেন  run as admisntrator

 

এর যেকোনো কি প্রেস করেন

 

এর পরে এই লেখাটা আসলে আরেকবার যেকোনো কি প্রেস করেন , এখানে আপনি উইন্ডোজ এর কোন ভার্সন টি ব্যাবহার করছেন তা ডিটেক্ট করবে ।

 

এইবার আসেন , আপনি যদি সেই কাঙ্খিত নোটিফিকেশন আইকন টি পেতে চান তাহলে অবশ্যই পুরো আপডেট না থাকলেও অন্তত KB3035583 আপডেট টি থাকতেই হবে , যাই হোক , ১ প্রেস করে ইন্টার প্রেস করুন , কেননা আগে KB3035583 আপডেট আপনার কম্পিউটারে আছে কি না আগে চেক করে নিবে , এখানে কথা হচ্ছে যে ম্যাক্সিমাম কম্পিউটারেই সেটা থাকে , যদি না থাকে সেক্ষেত্রে ম্যানুয়াল ই KB3035583 আপডেট করে নিন  ।

 

সুতরাং মেইন মেনু আসলে আগে আপডেট চেক করে নিন , নিচের ছবি দেখুন , ১ প্রেস করুন , এর পরে ইন্টার প্রেস করুন

 

চেকিং সাকসেসফুলি দেখালে , যেকোনো কি প্রেস করে আবার মেইন মেনু তে ফিরে জান ।

 

মেইন মেনু আসলে ২ প্রেস করে ইন্টার প্রেস করুন এবং ম্যাজিক দেখুন , ৩ প্রেস করে ইন্টার চাপবেন না তাহলে অনেক সময় নিবে , সো যেইটা বলছি , সেইটা করেন 🙄

 

এর পর ম্যাজিক দেখুন , সাথে সাথে সেই নোটিফিকেশন আইকন আপনার টাস্কবারে হাজির :mrgreen:

 

এই যে দেহেন আমি বুকিং দিয়া দিছি , দেহেন একবার  😆

 

তাই আর দেরি না কইরা , অক্ষন কামে নাইমা পরেন , এমুন একটা ওএস কিল্লাই মিস করবাইন কইন আমারে :mrgreen:

কার কার কাজ হইলো কমেন্ট কইরা আমারে জানান দেন , 😛

 

Level 0

আমি Gameb0y। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

KB3035583 manually update করব কীভাবে ?

    Level 0

    আগে যে উপায় দেয়া আছে , সেইটা আগে ট্রাই করেন

এই আপডেট না দিলেও কিংবা রিজার্ভ না করলেও উইন্ডোজ টেন ডাউনলোড করা যাবে, উইন্ডোজ টেন রিজার্ভ এর অন্যতম সমস্যা হল, ২৯ জুলাই যখন উইন্ডোজ টেন রিলিজ হবে, তখন আপনার এই অ্যাপ Automatically আপডেট ডাউনলোড দিবে। কোন iso ফাইল ডাউনলোড দিবে না, ফলে আপনি শুধু একবারই ঐ আপডেট ইন্সটল দিয়ে উইন্ডোজ টেন এ আপগ্রেড করতে পারবেন, আপনি কিভাবে নিশ্চয়তা পাচ্ছেন, যে সারাবছর আপনার একবারও উইন্ডোজ রি- ইন্সটল করার দরকার হবে না? যদি কোনভাবে সিস্টেম ক্র্যাশ করে, তখন কি আবার উইন্ডোজ ৮.১ সেটাপ দিয়ে আবার ৩জিবি ডাউনলোড দিবেন?
এই অ্যাপ মূলত ২৯ জুলাই এ আপডেট ডাউনলোড করবে, কোন iso ফাইল ডাউনলোড করবে না।সুতরাং উইন্ডোজ ১০ রিজার্ভ করা বুদ্ধিমানের কাজ হবে না। তারচেয়ে উইন্ডোজ টেন রিলিজ হওয়ার পর মানে ২৯ জুলাই আপনি ম্যানুয়ালি উইন্ডোজ টেন এর iso ডাউনলোড করে যদি ডিস্ক এ রাইট করে নেন, তাহলে যতবার খুশি ঐ ডিস্ক থেকে আপনি উইন্ডোজ আপগ্রেড দিতে পারবেন।

    Level 0

    বুঝলাম , কিন্তু ভাই সেইটা পাবো অরিজিনাল লিগ্যাল ভাবে , আর ডাউনলোড করলে এক্টিভেশণ এর ঝামেলায় পরতে হবে

    Level 2

    ঠিক বলেছেন।

আমিও ভাবছি পরেই করব

are vai, oita imge bacup kore rakle to bar bar restor dea jabe.

ভাবছি আগে আসুক তারপর বাজার থেকে ডিক্স কিনে ইনস্টল করব।

আমার KB3035583 ইন্সটল করা আছে।কিন্তু তারপরেও Update is missing Show
করছে

    Level 0

    ভাই এইটা হওয়ার কথা না ্‌ আপনি আগে সিএমডি তে ভালো করে চেক করে দেখেন , এর পরে প্রসেস শুরু করুন

উইন্ডোজ ১০ কি আপগ্রেড করার পর আর কোন সময় বলবে যে…… কোড কিনুন…… নাকি সবসময়ের জন্য জেনুইন দিবে।

    Level 0

    কোড কিনা লাগবে না ভাই , যদি রিজার্ভ করে অটো ডাউনলোড করেন , তাহলে ১ বছরের জন্য একদম জেনুইন ফ্রি পাবেন