বুটেবল করুন পেনড্রাইভ সফটওয়ার ছাড়া

খুব সহজেই বুটেবল করুন পেনড্রাইভ কোন সফটওয়ার ছাড়াই

আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল। আমি টেকটিউন এর নতুন মেম্বর আর এটাই আমার প্রথম টিউন। ভূল হলে ক্ষমা করবেন।

এবার কাজের কথায় আসা যাক!

আমরা সাধারনত সিডি থেকে উইন্ডোজ সেটাপ দিয়ে থাকি। কিন্তু সবধরনের পিসি/ল্যাপটপ/নোটপ্যাডে সিডি ব্যবহার করা যায়না, সেক্ষেত্রে আমাদের অনেক ধরনের ঝামেলা পোহাতে হয়। তাই আজ আমরা দেখবো কিভাবে একটি পেনড্রাইভ বুটেবল করা যায় এবং বুটেবল পেনড্রাইভ কিভাবে থেকে উইন্ডোজ সেটাপ করতে হয়।

পেনড্রাইভ বুটেবল করার জন্য আমরা ব্যবহার করবো command prompt বা “cmd”. পেনড্রাইভ পোর্টে Insert করার পর প্রথমে “Start” বাটনে ক্লিক করে command prompt বা “cmd” ওপেন করতে হবে, অথবা Windows+R একসাথে চাপলে run ওপেন হবে সেখানে cmd লিখে Enter চাপলে command prompt বা “cmd” ওপেন হবে। ওপেন করার পর নিচের Screenshot এর মত উইন্ডো আসবে।

First

command prompt বা “cmd” ওপেন করার পর সেখানে টাইপ করতে হবে diskpart (কোন স্পেস না দিয়ে) এবং Enter চাপতে হবে। এবার একটি ওয়ার্নি মেসেজ আসতে পারে আসলে yes দিন।

  • নতুন চালু হওয়া ওইন্ডোটিতে list disk লিখে Enter দিন।
  • select disk 1 (এখানে আপনার পেনড্রাইভের সাইজ অনুযায়ী ডিস্ক সিলেক্ট করুন) লিখে Enterদিন।
  • এবার clean লিখে Enter করুন।
  • তারপর create partition primary লিখে Enter করুন।
  • আবার টাইপ করুন select partition 1এবং Enter দিন।
  • এবার লিখুন active তারপর Enter দিন।

এবার ফরমেট করার পালা-

  • format fs=NTFS লিখে Enter করুন এবং পুরো ফরমেট (100%) না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
  • ফরমেট হয়ে গেলে assign লিখে Enter দিন।
  • সর্বশেষে exit লিখে Enter করুন এবং পেনড্রাইভটিকে পোর্ট থেকে বের করে আনুন।

এবার আপনার ডাউনলোড করা অথবা সিডি থেকে কপি করা উইন্ডোজ ফাইলগুলো কপি করে পেনড্রাইবে রাখুন।

হয়ে গেল বুটেবল পেনড্রাইভ।

সেটাপের সময় আপনার পিসির boot অপশনে পেনড্রাইব সিলেক্ট করে দিন। এবং উইন্ডোজ সেটাপ করুন আপনার বুটেবল পেনড্রাইব থেকে।

কোন ভূল হলে ক্ষমা করবেন। আমি একজন নতুন টিউনার। আমার জন্য দোয়া করবেন। যেন মানসম্মত টিউন করতে পারি।

আল্লাহ হাফেজ।

Level 0

আমি ইমদাদুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন পোস্ট করেছেন ভাই, কাজে লাগবে। তবে টুলস গুলো বেশি নিরাপদ। ধন্যবাদ।

বড় ভাই ডিক্স থেকে কপি করবো কিভাবে

    সিডিতে ঢুকে ফাইলগুলো কপি করে পেনড্রাইবে পেস্ট করুন!

Grate

ধন্যবাদ

ভাই ৮ জিবি পেইনড্রাফটে কি উন্ডোজ ৭ বুথ করা যাবে?

ধন্যবাদ শেয়ার করার জন্য।

অনেক দিন ধরে খুজছিলাম অনেক ধন্যবাদ

Level 0

ভাই Win xp, win 8 কি হবে?

ভাই, আমারটা কোনভাবেই হচ্ছে না। একটু সাহায্য করেন না। আপনার বাসার ঠিকানাটা দিন। আমি আসতেছি।

বাসা আগের টাই! চলে আসেন! অপেক্ষায় আছি :p

কাজের একটা টিউন ভাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।