আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল। আমি টেকটিউন এর নতুন মেম্বর আর এটাই আমার প্রথম টিউন। ভূল হলে ক্ষমা করবেন।
এবার কাজের কথায় আসা যাক!
আমরা সাধারনত সিডি থেকে উইন্ডোজ সেটাপ দিয়ে থাকি। কিন্তু সবধরনের পিসি/ল্যাপটপ/নোটপ্যাডে সিডি ব্যবহার করা যায়না, সেক্ষেত্রে আমাদের অনেক ধরনের ঝামেলা পোহাতে হয়। তাই আজ আমরা দেখবো কিভাবে একটি পেনড্রাইভ বুটেবল করা যায় এবং বুটেবল পেনড্রাইভ কিভাবে থেকে উইন্ডোজ সেটাপ করতে হয়।
পেনড্রাইভ বুটেবল করার জন্য আমরা ব্যবহার করবো command prompt বা “cmd”. পেনড্রাইভ পোর্টে Insert করার পর প্রথমে “Start” বাটনে ক্লিক করে command prompt বা “cmd” ওপেন করতে হবে, অথবা Windows+R একসাথে চাপলে run ওপেন হবে সেখানে cmd লিখে Enter চাপলে command prompt বা “cmd” ওপেন হবে। ওপেন করার পর নিচের Screenshot এর মত উইন্ডো আসবে।
command prompt বা “cmd” ওপেন করার পর সেখানে টাইপ করতে হবে diskpart (কোন স্পেস না দিয়ে) এবং Enter চাপতে হবে। এবার একটি ওয়ার্নি মেসেজ আসতে পারে আসলে yes দিন।
এবার ফরমেট করার পালা-
এবার আপনার ডাউনলোড করা অথবা সিডি থেকে কপি করা উইন্ডোজ ফাইলগুলো কপি করে পেনড্রাইবে রাখুন।
হয়ে গেল বুটেবল পেনড্রাইভ।
সেটাপের সময় আপনার পিসির boot অপশনে পেনড্রাইব সিলেক্ট করে দিন। এবং উইন্ডোজ সেটাপ করুন আপনার বুটেবল পেনড্রাইব থেকে।
কোন ভূল হলে ক্ষমা করবেন। আমি একজন নতুন টিউনার। আমার জন্য দোয়া করবেন। যেন মানসম্মত টিউন করতে পারি।
আল্লাহ হাফেজ।
আমি ইমদাদুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দারুন পোস্ট করেছেন ভাই, কাজে লাগবে। তবে টুলস গুলো বেশি নিরাপদ। ধন্যবাদ।