সুপ্রিয় টেকটিউনবাসি, আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা।
টেকটিউনস ব্লগের সাথে দীর্ঘদিন যাবত সংযুক্ত থাকলেও কখনো টিউন করার সুযোগ হয়ে উঠেনি। রিসেন্টলি টেকটিউনস কতৃপক্ষ ইউজার রেজিস্ট্রেশন উন্মুক্ত করে দেয়াতে সেই সুযোগটা পেয়ে গেলাম। আর এমন উদারতার জন্য টেকটিউনস কতৃপক্ষকে জনাইন অসংখ্য ধন্যবাদ।
কথা না বাড়িয়ে চলুন কাজের কথায় আসি।
সাধারণত আমরা যারা উন্ডোস পিসি ইউজ করি তারা সবসময় একটা প্রব্লেমে পরি সেটা হলো পিসি বুট হতে বেশি টাইম নেয় আর কাজের সময় তো কথাই নেই, তখন পিসি অন হতে আরও বেশি টাইম লাগে। তবে ছোট্ট একটি পদ্ধতি অবলম্বন করলে এই সমস্যা থেকে পরিত্রান পাওয়া যায়। তাই আজকে আমি যে ট্রিক্স শেয়ার করবো সেটা হলো কিভাবে একটি উইন্ডোস পিসিকে খুব দ্রুত রান করানো যায়।
এর জন্য আপনাকে তেমন কিছু করা লাগবে না, জাস্ট এক মিনিট পয়তাল্লিশ সেকেন্ডের একটি ভিডিও দেখলেই সব বুঝতে পারবেন।
যেহেতু এই ভিডিওতে সব বর্ননা করা আছে তাই এখানে বেশি কিছু লেখার প্রয়জন মনে করলাম না।
চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি দেখে কাজ শুরু করে দেই এবং ইঞ্জয় করি সুপার ফাস্ট পিসি।
ভিডিও লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=SsLuw-a6kXw
আশাকরি ভিডিও দেখে সবাই ঠিকঠাক বুঝতে পারবেন এবং পিসির দ্রুত গতিও উপভোগ করতে পারবেন।
টেকটিউনসএ এটা আমার সর্বপ্রথম টিউন যদি কোথাও ভুল হয়ে থাকে থাওলে ক্ষমার চোখে দেখবেন। আশা করি সামনে আমি আরও ভালো ভালো টিউন উপহার দিতে পারবো।
আর কোথাও বুঝতে প্রবলেম হলে টিউমেন্টে জানাবেন যথা সম্ভব সমাধান দেয়ার চেষ্টা করবো।
আমি সাঈদ হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
not working