বাড়িয়ে নিন আপনার হাতের টাইপিং স্পিড।

আসসালামু আলাইকুম।

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সাইটের সবাইকে সালাম ও শুভেচ্ছা।আশা করি সবাই ভালো আছেন। টেকটিউনস থেকে অনেক কিছু শিখেছি বুঝেছি জেনেছি এবং অনেক কিছু পেয়েছি। বিশ্বাস ভবিষ্যতেও অনেক কিছুই জানব শিখব। তাই আমিও কিছু জানানোর বা শিখানোর চেষ্টা শুরু করেছি। আপনাদের দোয়া এবং ভালবাসা থাকলে অবশ্যই পারব।

যাই হউক কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।

আমদের মধ্যে অনেকে আছেন যাদের টাইপিং স্পিড খুবই মন্থর যেমন আমি। তাদের জন্যই আমার আজকের এই টিউন টি

 

তাই আপনার জন্য নিয়ে এলাম একটি অসাধারন Software যা দিয়ে আপনিও বারিয়ে নিতে পারেন আপনার টাইপিং স্পিড। আবার জানতে পারবেন আপনার টাইপিং স্পিড স্কোর। খেলতে পারবেন টাইপিং গেমস সহ আরও অনেক কিছু।

Typing Tutor Features:

  • Full courses for Beginner, Advanced and Expert typists
  • Virtual Keyboard: Qwerty, Dvorak, ABNT, Bepo, Colemak..
  • Moving Hands
  • Progress Tracking: WPM, CPM, Accuracy, Delay..
  • Lesson editor
  • Numeric pad lessons
  • Uses the simple and colorful interface
  • Classroom use
  • There is portable version
  • Total free typing software

Typing games

1. Fast Typer 2

2.  Word Mountain

3. Snow Typer

4. Key Racer

5. Horse Racing Typing

আরো অনেক আছে।

 

সো আর দেরি কেন? এখুনি  ডাউনলোড করে নিন অসাধারন এই Software টি। 😉

 

http://www.rapidtyping.com/downloads.html

টাইপিং Software

আমি নতুন টিউনার। এটাই আমার প্রথম টিউন। ভুল  হলে মাফ করবেন।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন। আর টেকটিউনস এর সাথেই থাকুন।

 

Level 0

আমি SohAg Al ShAdhin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো হয়েছে…চালিয়ে যান

ধন্যবাদ আপনাকে @প্রিন্স রাজা ঘোষ

ডাউনলোড করে নিলাম ৷

অাসলেই ভালো । আমার দরকার ছিল ডাউনলোড করে
নিলাম। ধন্যবাদ

বাংলা টাইপিং এর জন্য কিছু আছে???

    বাংলা টাইপিং এর জন্য আমার জানা তেমন কিছু পাইনি থাকতেও পারে ।@সাইদুল ইসলাম: তবে তুমি চাইলে Avro Keyboard Daownload করে নিতে পার। তাহলে আলাদা করে তোমাকে বাংলার জন্য স্পিড এর জন্য কষ্ট করতে হবে না

Level 0

Nice tune…workable.Thanks