সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কম্পিউটারের যাবতীয় সমস্যাকে তুড়ি মেরে সমাধান করে আপনার সাধের পিসিকে সুপার ফাস্ট রাখার নিমিত্তে আমার আজকের টিউন।
প্রত্যেকটা ব্যক্তির নিজের কাছে মনে হয় তার পিসি অন্যদের চেয়ে একটু স্লো চলে। বিষয়টা কিছুটা বাস্তব হলেও অধিকাংশ সময় যে এটা কেবলি মনের ভ্রান্তি তা বলার অপেক্ষা রাখেনা। কম্পিউটারকে নিয়মিত ফাস্ট রাখার জন্য আমরা তাই কোন না কোন ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করে থাকি। কিন্তু এসব ইউটিলিটি সফটওয়্যার যতোটা না পিসির জন্য উপকারী তারচেয়ে বেশি সিস্টেমের উপর অতিরিক্ত প্রেসার তৈরী করতে কাজ করে। তাই অধিকাংশ কম্পিউটার এক্সপার্টরা তথাকথিত ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করা থেকে বিরত থাকেন। তবে কম্পিউটারের কিছু সমস্যা দুর করার জন্য কিছু সফটওয়্যার সত্যিকার অর্থেই অনেক ভালো কাজ করে। বিশেষ করে মাঝে মাঝে আমার নিজের পিসি কাজের চাপে হ্যাং হয়ে যায়। আমি এর সমাধান খুঁজতে গিয়ে আজকের টিউনে আলোচিত সফটওয়্যারটি পেয়েছে। কিন্তু আমি মনে হয় কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের করে ফেলেছি। কারন সফটওয়্যারটির ফিচার দেখে আমার চোখ ছানাবড়া হয়ে গেছে। এ কারনে আপনাদের সাথে এটি শেয়ার করার লোভ সামলাতে পারলাম না।
Windows Doctor হলো ১৪টি প্রয়োজনীয় প্রাকটিকেল টুলসের সমন্বয়ে তৈরী এমন একটি সফটওয়্যার যার সাহায্যে শুধুমাত্র মাউস ক্লিকের মাধ্যমে কম্পিউটারের যাবতীয় সমস্যা দুর করা সম্ভব। এটি পিসিকে এতোটাই ক্লিন এবং সুপার ফাস্ট রাখে যে আগের অবস্থার চাইতে ১০০% দ্রুতগতির মনে হয়।
সফটওয়্যারটি ডাউনলোড করার আগে চলুন এর ফিচারগুলো এক নজরে দেখে নেওয়া যাক। কারন মুখের কথায় নয় কাজের প্রমাণ দিয়ে সব কিছু বিবেচনা করা উচিত। ভালো লাগলে তারপর তো ডাউনলোডের কথা আসবে।
আপনার কম্পিউটারকে সম্পূর্ণরূপে অপটিমাইজেশনের জন্য নিচের ইনডিভিজুয়াল অপটিমাইজেশনগুলো করা করা হয়।
সিস্টেম সিকিউরিটি ফিচারসঃ
রেজিস্ট্রি ক্লিনার নিম্নোক্ত ইস্যুগুলো হ্যান্ডল করবে
ডিস্ক ম্যানেজমেন্টের জন্য সফটওয়্যারটিতে রয়েছে শক্তিশালী ডিস্ক ম্যানেজমেন্ট টুলস। যার সাহায্যে আপনি আপনার হার্ডডিস্ককে রাখতে পারবেন ক্লিন এবং সুপার ফাস্ট। ডিস্ক ম্যানেজমেন্ট ফিচারগুলো নিম্নরূপ-
সফটওয়্যারটিতে রয়েছে এডভান্স ফাইলম্যানেজমেন্ট টুলস যেটা আপনাকে দিবে সিকিউরলি ফাইল ডিলেশন মেথোড, ফাইল কপি সুবিধা এবং ফাইলকে স্প্লিট করা কিংবা মার্জ করার সুবিধা। সব ফিচারগুলো নিচে থেকে এক নজরে দেখে নিন-
উপরোক্ত বিষয়গুলো ছাড়াও এতে রয়েছে সিস্টেম ম্যানেজমেন্ট টুলস যার মাধ্যমে সফটওয়্যারটি একেবারে শতভাগ পূর্ণ পেয়েছে। আপনার সিস্টেমের পারফরমেন্স বৃদ্ধি করতে টুলসগুলোর কোন বিকল্প নাই। সব টুলসগুলো নিচে থেকে এক নজরে দেখে নিন।
সফটওয়্যারটির ফিচারগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা এর ফিচারগুলোর সাথে যদি আপনাদের প্রয়োজন মিলে যায় তাহলে এবার ডাউলোডের পালা। কিন্তু সফটওয়ারটির ফুল ফিচার ব্যবহার করতে হলে এর জন্য আপনাকে গুনতে হবে মাত্র ৪৮.৯৫ ডলার (প্রায় ৪,০০০টাকা)। ভয় পেয়ে গেলেন নাকি? পাইরেটেড জাতি হিসাবে আমাদের জন্য ভয় মানায় না। যাহোক, নিচের ডাউনলোড লিংক থেকে মাত্র ৭ মেগাবাইটের এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
ডাউনলোড শেষে স্বাভাবিক নিয়মে ইনস্টল করুন। এবার নিশ্চয় একটিভেশনের পালা আসবে? কিন্তু আমি কোন লাইসেন্স কী কিংবা মেডিসিন ফাইল আপনাকে দেইনি! তাহলে এবার কী হবে? অতিরিক্ত চিন্তায় আপাততো মাথার চুল ফেলার দরকার নেই। লাইসেন্স চাইলে তো লাইসেন্স দিবো। সফটওয়্যারটি যে আগে থেকেই একটিভ করা। এবার তাহলে নিশ্চিন্তে ব্যবহার করতে থাকুন। আর ভালো লাগলে তো ধন্যবাদ অবশ্যই প্রাপ্য।
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের জন্য » সানিম মাহবীর ফাহাদ
➡ ইমেইলে আমার সকল টিউনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুনঃ টেকটিউনস » সানিম মাহবীর ফাহাদ 🙄
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
ফাহাদ ভাই অসংখ্য ধন্যবাদ ! আমানাকে ফেইসবুকে এতো দিন জ্বালিয়েছি নানা রকম প্রশ্ন করে , এখন এসে পড়লাম টেকটিউনস এ জ্বালাতন করতে