আপনার কম্পিউটার কি মাঝে মাঝে হ্যাং হয়ে যায় কিংবা স্লো কাজ করে? তাহলে আপনার কম্পিউটারের জন্য নিয়ে নিন আল্টিমেট সমাধান। উইন্ডোজ ডাক্তার ছাড়া কি কখনো সমস্যার সমাধান হয়?

Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা
————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কম্পিউটারের যাবতীয় সমস্যাকে তুড়ি মেরে সমাধান করে আপনার সাধের পিসিকে সুপার ফাস্ট রাখার নিমিত্তে আমার আজকের টিউন।

প্রত্যেকটা ব্যক্তির নিজের কাছে মনে হয় তার পিসি অন্যদের চেয়ে একটু স্লো চলে। বিষয়টা কিছুটা বাস্তব হলেও অধিকাংশ সময় যে এটা কেবলি মনের ভ্রান্তি তা বলার অপেক্ষা রাখেনা। কম্পিউটারকে নিয়মিত ফাস্ট রাখার জন্য আমরা তাই কোন না কোন ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করে থাকি। কিন্তু এসব ইউটিলিটি সফটওয়্যার যতোটা না পিসির জন্য উপকারী তারচেয়ে বেশি সিস্টেমের উপর অতিরিক্ত প্রেসার তৈরী করতে কাজ করে। তাই অধিকাংশ কম্পিউটার এক্সপার্টরা তথাকথিত ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করা থেকে বিরত থাকেন। তবে কম্পিউটারের কিছু সমস্যা দুর করার জন্য কিছু সফটওয়্যার সত্যিকার অর্থেই অনেক ভালো কাজ করে। বিশেষ করে মাঝে মাঝে আমার নিজের পিসি কাজের চাপে হ্যাং হয়ে যায়। আমি এর সমাধান খুঁজতে গিয়ে আজকের টিউনে আলোচিত সফটওয়্যারটি পেয়েছে। কিন্তু আমি মনে হয় কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের করে ফেলেছি। কারন সফটওয়্যারটির ফিচার দেখে আমার চোখ ছানাবড়া হয়ে গেছে। এ কারনে আপনাদের সাথে এটি শেয়ার করার লোভ সামলাতে পারলাম না।

Windows Doctor – পিসির সত্যিকারের ডাক্তার

Windows Doctor হলো ১৪টি প্রয়োজনীয় প্রাকটিকেল টুলসের সমন্বয়ে তৈরী এমন একটি সফটওয়্যার যার সাহায্যে শুধুমাত্র মাউস ক্লিকের মাধ্যমে কম্পিউটারের যাবতীয় সমস্যা দুর করা সম্ভব। এটি পিসিকে এতোটাই ক্লিন এবং সুপার ফাস্ট রাখে যে আগের অবস্থার চাইতে ১০০% দ্রুতগতির মনে হয়।

সফটওয়্যারটি ডাউনলোড করার আগে চলুন এর ফিচারগুলো এক নজরে দেখে নেওয়া যাক। কারন মুখের কথায় নয় কাজের প্রমাণ দিয়ে সব কিছু বিবেচনা করা উচিত। ভালো লাগলে তারপর তো ডাউনলোডের কথা আসবে।

System Booster – কম্পিউটারকে করবে সুপার ফাস্ট

  • সিস্টেম বোস্টার মুলত আপনার কম্পিউটারের সফটওয়্যার এবং হার্ডওয়ার এনালাইসিস করে তার সব সমস্যা নিজে নিজে সমাধান করে। ফলে স্লো হয়ে যাওয়া কম্পিউটার হয়ে যায় সুপার ফাস্ট।

আপনার কম্পিউটারকে সম্পূর্ণরূপে অপটিমাইজেশনের জন্য নিচের ইনডিভিজুয়াল অপটিমাইজেশনগুলো করা করা হয়।

  • হার্ডওয়ার অপটিমাইজেশন
  • সিস্টেম অপটিমাইজেশন
  • অ্যাপ্লিকেশন অপটিমাইজেশন
  • সার্ভিস অপটিমাইজেশন
  • নেটওয়ার্ক অপটিমাজেশন
  • ইন্টারনেট এক্সপ্লোরার অপটিমাইজেশন

System Security – কম্পিউটার থাকবে শতভাগ নিরাপদ

  • আপনার কম্পিউটারকে বিভিন্ন ম্যালওয়্যার থেকে রক্ষা করার জন্য রয়েছে সিস্টেম সিকিউরিটি ফিচার। যেটা বিভিন্ন থার্ডপার্টি সফটওয়্যার, ক্ষতিকর স্টার্টআপ প্রোগ্রাম এবং সিস্টেম সিকিউরিটি হোল গুলোকে ফিক্স করে আপনার সিস্টেমকে রাখবে শতভাগ নিরাপদ।

সিস্টেম সিকিউরিটি ফিচারসঃ

  • আপনার সিস্টেমের জন্য থাকবে একটি অনন্য সিকিউরিটি রেটিং যার মাধ্যমে আপনি সামগ্রিকভাবে পিসির সিকিউরিটি সিস্টেম দেখতে পারবেন।
  • এতে রয়েছে একটি এক্সপার্ট লেভেল স্ক্যানিং সুবিধা যার মাধ্যমে পিসির যাবতীয় ক্ষতিকর প্রোগ্রামকে ডিটেক্স করে সমস্যাগুলোকে ফিক্স করা হবে। হ্যাকিং কিংবা ম্যালওয়্যার থেকে পিসিকে রক্ষা করতে এই প্রোগ্রামের জুড়ি নেই।

Registry Cleaner – কম্পিউটারের সমস্যা দূর করে পারফরমেন্স বৃদ্ধি করবে

  • রিজিস্ট্রি ক্লিনার আপনার পিসির যাবতীয় ইনভেলিড রেজিস্ট্রিগুলো ক্লিন করে আপনার পিসির পারফরমেন্স বহুগুন বৃদ্ধি করবে। এছাড়াও যাবতীয় রেজিস্ট্রি এরর খুব সহজেই ফিক্স করে ফেলবে এই সফটওয়্যারটি।

রেজিস্ট্রি ক্লিনার নিম্নোক্ত ইস্যুগুলো হ্যান্ডল করবে

Privacy Cleaner – আপনিও হবেন অ্যানোনিমাস

  • প্রাইভেসি ক্লিনার আপনার পিসির ১০০টিরও বেশি প্রোগ্রামের হিস্ট্রি ক্লিন করতে পারবে। সেই সাথে ব্রাউজারের হিস্ট্রি, ক্যাশ, কুকি সব থাকবে সুপার ক্লিন। আপনার কম্পিউটার ব্যবহারের কোন ট্র্যাস কোথাও থাকবে না। অ্যানোনিমাস হতে আর বাকী থাকলো কোথায়?

এডভান্স ডিস্ক ম্যানেজমেন্ট টুলস

ডিস্ক ম্যানেজমেন্টের জন্য সফটওয়্যারটিতে রয়েছে শক্তিশালী ডিস্ক ম্যানেজমেন্ট টুলস। যার সাহায্যে আপনি আপনার হার্ডডিস্ককে রাখতে পারবেন ক্লিন এবং সুপার ফাস্ট। ডিস্ক ম্যানেজমেন্ট ফিচারগুলো নিম্নরূপ-

Data Recovery – হারিয়ে যাবেনা কোন কিছুই

  • আপনার উইন্ডোজ পিসির হার্ডড্রাইভ কিংবা রিমুভাল ড্রাইভ হতে আর কোনদিন কোন গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে যাবে না। ডাটা রিকোভারি অপশন হতে খুব সহজেই ফেরত পাবেন ডিলেট হওয়া কিংবা হারিয়ে যাওয়া ডাটা।

Disk Cleaner – হার্ডডিস্ক থাকবে ঝঞ্ঝাট মুক্ত

  • কম্পিউটারের হার্ডডিস্কে জমা হওয়া জাঙ্ক ফাইলগুলোকে ক্লিন করে আপনার পিসির পারফরমেন্স রাখবে সব সময় অটুট।

Disk Analyzer – আল্টিমেট ডিস্ক ডাক্তার

  • পিসির জাঙ্ক ফাইল লিস্টে যা কিছু থাকবে সব কিছুই ডিলেট করার মতো নাও হতে পারে। তাই এটা পিসির হার্ডড্রাইভকে স্ক্যান করে যাবতীয় তথ্য আপনাকে প্রোভাইড করবে যাতে আপনি জেনে বুঝে অ্যাকশন নিতে পারেন। তাছাড়া এটি হার্ডড্রাইভ এর স্পেস ম্যানেজমেন্ট থেকে শুরু করে আরও অনেক কিছু করতে পারে।

এডভান্স ফাইল ম্যানেজমেন্ট টুলস

সফটওয়্যারটিতে রয়েছে এডভান্স ফাইলম্যানেজমেন্ট টুলস যেটা আপনাকে দিবে সিকিউরলি ফাইল ডিলেশন মেথোড, ফাইল কপি সুবিধা এবং ফাইলকে স্প্লিট করা কিংবা মার্জ করার সুবিধা। সব ফিচারগুলো নিচে থেকে এক নজরে দেখে নিন-

File Shredder – নিরাপদ ফাইল ডিলেশন

  • File Shredder এর মাধ্যমে আপনি কোন ফাইল ডিলেট করার জন্য ৩টি ভিন্ন অপশন পাবেন। তবে কোন গুরুত্বপূর্ণ ডাটাকে চিরতরে ডিলেট করার জন্য অপশনটি গুরুত্বপূর্ণ। কারন এর সাহায্যে আপনি কোন ফাইল ডিলেট করার পূর্বে ফাইলটি পুরোপুরি নস্ট করে দিতে পারবেন যাতে রিকোভার করলেও কোন তথ্য না পাওয়া যায়।

File Copy – দ্রুত গতির ফাইল কপিয়ার

  • ফাইল কপি করার জন্য আর অন্য কোন সফটওয়্যার ব্যবহার করতে হবে না। উইন্ডোজের ডিফল্ড সিস্টেমের চেয়ে ৩ গুন বেশি গতিশীল এই কপিয়ার দিয়ে রিজিউম সাপোর্টেড ফাইল কপি করতে পারবেন।

File Splitter – বড় ফাইলকে ছোট করুন কিংবা ছোটগুলোকে জোড়া লাগান।

  • অনেক সময় বড় বড় ফাইলগুলোকে মেইলে কিংবা রিমুভাল ড্রাইভে সেন্ড করা কষ্টকর হয়। ফাইল স্প্লিটারের সাহায্যে আপনি খুব সহজেই বড় কোন ফাইলকে ছোট ছোট ফাইলে ভাগ করে দিতে পারবেন। অনুরূপ ভাবে ছোট ছোট স্প্লিট হওয়া ফাইলগুলোকে একটি বড় ফাইলেও রূপান্তরিত করতে পারবেন।

 এডভান্স সিস্টেম ম্যানেজমেন্ট টুলস

উপরোক্ত বিষয়গুলো ছাড়াও এতে রয়েছে সিস্টেম ম্যানেজমেন্ট টুলস যার মাধ্যমে সফটওয়্যারটি একেবারে শতভাগ পূর্ণ পেয়েছে। আপনার সিস্টেমের পারফরমেন্স বৃদ্ধি করতে টুলসগুলোর কোন বিকল্প নাই। সব টুলসগুলো নিচে থেকে এক নজরে দেখে নিন।

Registry Defrag – রেজিস্ট্রি সমস্যার স্থায়ী সমাধান

  • রেজিস্ট্রি ডিফ্রাগ এর মাধ্যমে রেজিস্ট্রি হোল গুলোকে রিপেয়ার করতে পারবেন। এছাড়াো সব রেজিস্ট্রিকে রিবিল্ড করতেও পারবেন।

Memeory Defrag – র‌্যামকে রাখুন সুপার ফ্রি

  • মেমোরি ডিফ্রাগ এর মাধ্যমে আপনি পিসির ফিজিক্যাল মেমোরিকে ফ্রি রাখতে পারবেন। যার ফলে আপনার কাজের গতি বেড়ে যাবে বহুগুন।

Auto Shutdown – নির্দিষ্ট সময়ে বন্ধ হবে কম্পিউটার

  • আপনার নির্ধারন করা সময়ের মধ্যে পিসি শাট-ডাউন, হাইবারনেট কিংবা স্লিপ মোডে চলে যাবে। আপনি ঘুমালে এবার পিসিও ঘুমিয়ে যাবে সময় মতো।

ডাউনলোড - Windows Doctor Full

সফটওয়্যারটির ফিচারগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা এর ফিচারগুলোর সাথে যদি আপনাদের প্রয়োজন মিলে যায় তাহলে এবার ডাউলোডের পালা। কিন্তু সফটওয়ারটির ফুল ফিচার ব্যবহার করতে হলে এর জন্য আপনাকে গুনতে হবে মাত্র ৪৮.৯৫ ডলার (প্রায় ৪,০০০টাকা)। ভয় পেয়ে গেলেন নাকি? পাইরেটেড জাতি হিসাবে আমাদের জন্য ভয় মানায় না। যাহোক, নিচের ডাউনলোড লিংক থেকে মাত্র ৭ মেগাবাইটের এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।

উইন্ডোজ ডক্টর সফটওয়্যারটি ফ্রিতে ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করুন | সাইজ ৭ মেগাবাইট মাত্র

ডাউনলোড শেষে স্বাভাবিক নিয়মে ইনস্টল করুন। এবার নিশ্চয় একটিভেশনের পালা আসবে? কিন্তু আমি কোন লাইসেন্স কী কিংবা মেডিসিন ফাইল আপনাকে দেইনি! তাহলে এবার কী হবে? অতিরিক্ত চিন্তায় আপাততো মাথার চুল ফেলার দরকার নেই। লাইসেন্স চাইলে তো লাইসেন্স দিবো। সফটওয়্যারটি যে আগে থেকেই একটিভ করা। এবার তাহলে নিশ্চিন্তে ব্যবহার করতে থাকুন। আর ভালো লাগলে তো ধন্যবাদ অবশ্যই প্রাপ্য।

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের জন্য » সানিম মাহবীর ফাহাদ

➡ ইমেইলে আমার সকল টিউনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুনঃ টেকটিউনস » সানিম মাহবীর ফাহাদ 🙄

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফাহাদ ভাই অসংখ্য ধন্যবাদ ! আমানাকে ফেইসবুকে এতো দিন জ্বালিয়েছি নানা রকম প্রশ্ন করে , এখন এসে পড়লাম টেকটিউনস এ জ্বালাতন করতে

——–::: অসংখ্য ধন্যবাদ ফাহাদ ভাই :::——

ধন্যবাদ

ধন্নবাদ. Eset Smart Security 8 নিয়া এক্তা Tune করুন প্লিজ

বরাবর এর মত প্রত্যেক পোস্ট এর মত এই পোস্ট তা ভাল লাগলো ধন্যবাদ সানিম মাহবীর ফাহাদ ভাই

এত দিন টেকটিউনে আই.ডি না থাকায় টেকটিউনের কাউকেই কৃতজ্ঞতা জানানো হইনি।। আর আজ সুযোগ থাকা স্বত্ত্বেও কি বলে কৃতজ্ঞতা জানাব ভাষা পাচ্ছিনা।। ফাহাদ ভাই আপনাকে ধন্যবাদ।। আমার পি.সি টাকে সচল করানোর জন্য।।

    @নাজমুল ইসলাম: নতুন আইডি এবং প্রথম টিউমেন্টের জন্য অভিনন্দন আপনাকে 🙂 আশা করি সব সময় এভাবে পাশে থাকবেন।

    আপনার পিসি সচল হয়েছে জেনে ভালো লাগলো 🙂

ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

টিউনটি এক সাথে ভাল এবং সুন্দর দুটুই হয়েছে।আপনার আগের টিউনগুলো থেকে আমার পিসির অনেক সমস্যার সমাধান হয়েছে।বিশেষ করে পারটিশন ম্যানেজম্যানট এর কথা না বললেই নয়।
আমি Advanced SystemCare Ultimate 8 ইউজ করছি। এই সফটওয়ারটা কি এটার চেয়েও ভালো? জানালে ভালো হত।অবশেষে আপনাকে আমার আন্তরিক “লাখ লাখ” ধন্যবাদ।

    @শাহাদাৎ হোসাইন: এই সফটওয়্যারটিতে যে সমস্ত ফিচার রয়েছে নিঃসন্দেহে তার সবগুলো Advanced SystemCare Ultimate 8 এ নেই। তাছাড়া এটা ব্যবহারে পিসি হ্যাং হয়না কখনো। তাই আমি বলবো এটা অন্তত ব্যবহার করে দেখুন। ভালো না মন্দ নিজেই বুঝতে পারবেন।

    আগের টিউনগুলো থেকে উপকৃত হয়েছেন জেনে ভালো লাগলো। সব সময় পাশে থাকুন, আশা করি উপকার ভিন্ন অপকার হবে না।

good post brother 🙂

টেকটিউন্সে নতুন আই ডি খুললাম, তাই মনটা খুব ভালো।টিউনটি এক সাথে ভাল এবং সুন্দর দুটুই হয়েছে।আপনার আগের টিউনগুলো থেকে আমার পিসির অনেক সমস্যার সমাধান হয়েছে।বিশেষ করে পারটিশন ম্যানেজম্যানট এর কথা না বললেই নয়।
আমি Advanced SystemCare Ultimate 8 ইউজ করছি। এই সফটওয়ারটা কি এটার চেয়েও ভালো? জানালে ভালো হত।অবশেষে আপনাকে আমার আন্তরিক “লাখ লাখ” ধন্যবাদ।

এত যখন সুবিধা তখন তো ব্যাবহার করে দেখতে হয় । ধন্যবাদ

ধন্যবাদ

এইরকম পোস্ট আরো চাই

Thank you Very Much Bhaia. 🙂

আবারো কৃতজ্ঞতা জানাচ্ছি এতো সুন্দর একটি সুন্দর একটি সফটওয়্যার এবং তার টিউটোরিয়াল দেওয়ার জন্য। যদিও আমার পিসি নেই, তারপরও সফটওয়্যার গুলো ডাউনলোড করে রাখতেছি ভবিষ্যতের জন্য।

    @রিহানুর ইসলাম প্রতীক: পিসি নাই মানে? টিউন করছেন কি দিয়ে? নাকি ম্যাক ব্যবহার করেন?

    উদীয়মান টপ টিউনারের টিউমেন্ট দেখে ভালো লাগলো 🙂 ধইন্যা দিতে আপাততো কোন কৃপনতা নাই :mrgreen:

      @সানিম মাহবীর ফাহাদ: উদীয়মান টপ টিউনার বলায় কেমন যেন লজ্জাই পড়ে গেলাম 😀 তবে দোয়া করবেন টপ টিউনার হতে না পারলেও ভালো টিউনার যেন হতে পারি। টপ টিউনার উপাধিটা আপনার নামের আগেই ভালো শোভা পায়। যাইহোক, এবার আপনার প্রশ্নের উত্তরটা দেওয়া উচিৎ। আমি আমার সব প্রয়োজন আমার এন্ড্রয়েড ডিভাইসটি দিয়েই মেটাই, এমনকি টিউনটিও করেছি ঐ এন্ড্রয়েড ডিভাইস দিয়েই।

যথারীতি আবারও অসাধারন।আর ধন্যবাদ দিয়ে ছোট করব না।

এরকম একটি সফট অনেক দিন থেকে খূজতেছিলাম অবশেয়ে পেয়ে গেলাম। ধন্যবাদ।

Level 0

অনেক ধন্যবাদ।

Man u totally rock! :v Joss tune vaiya..!

Thanks a lot Fahad vai

প্রত্যেকটা ব্যক্তির নিজের কাছে মনে হয় তার পিসি অন্যদের চেয়ে একটু স্লো চলে

…..এই দুর্ভাবনা আমার মাথায যেন সারাদিনই ঘুরপাক খায়- অনেকটা অবসেশনের মতো :mrgreen: …..নিয়মিত অপটিমাইজেশনের বিকল্প উইন্ডোজে আসলে নেই 🙁

System Care আমিও চালাতাম আগে…কিন্তু উল্টো এটা সুবিধা দেবার জায়গায় মাঝে মাঝে বায়না ধরে শখ করেই হ্যাং করে থাকত- ঝেঁটিয়ে তাড়িয়েছি। আপনার ডাক্তারকে একবার পরখ করে দেখব এবার!!

ধইন্যার সুবাস টিউনে 🙂

    @নিওফাইট নিটোল: আমিও System Care ব্যবহার করতাম কিন্তু কয়েক মাস থেকে এসব ইউলিটি সফটওয়্যার এবং এন্টিভাইরাস দুটোর উপরই মহা বিরক্ত হয়ে গেছি। তাই এগুলোর কিছুই ব্যবহার করিনা। তবে ডাক্তারকে আমার মনে ধরেছে। নেক্সট ভার্সনের আগে পর্যন্ত ব্যবহার করবো।

    আমার কাছে মনে হয় আপডেট করলে সফটওয়্যারগুলোর অসুবিধা বেড়ে যায়। তখন আপডেট না চালালেও ভালো লাগেনা আমার চালালেও ভালো লাগেনা।

    বরাবরের মতো সুন্দর এবং সুচিন্তিত মতামতের জন্য কচি ধইন্যার সুবাসিত শুভেচ্ছা 🙂

Vai apnar protita tument e joss. Etodin Techtunes a account na thakar karone kono question korte parini ja hok ei bar apnar moto Genius k peye khub khushi. Ebar onek kisu jante parbo apnar kach theke. Vai majhe majhe apnake jalabo….

    @তারেক রেজা: নতুন টিউনার একাউন্টের জন্য অভিনন্দন। যেকোন সমস্যায় কিংবা ভালো লাগায় টিউমেন্ট করতে ভুলবেন না। আপনার একটু অনুভুতির প্রকাশ আমার জন্য অনেক কিছু।

    কখনোই এটাকে জ্বালাতন ভাববেন না। টেকটিউনসে আমরা তো একটা পরিবার, তাই না?

ভাই আমি দেখতে পারছিনা সফট টি। নিউ ট্যাব দিয়ে গেলাম কোন সফট নাই।

বাংলাদেশের সকল ধইন্যার শুবেচ্ছা জানাই আপনাকে এত সুন্দর টিউন করার জন্য। ধণ্যবাদ……………।।

install korar somoy net canet takle ki kono prolem hobe and ae ta sudu install kore raklee hobe na ar kisu kora lagbe na Advanced SystemCare ar moto maje maje scan kora lagbe

ae ta sudu install kore raklee hobe na ar kisu kora lagbe na Advanced SystemCare ar moto maje maje scan kora lagbe

thanks,rag koeren na vai

ধন্যবাদ ভাই এত সুন্দর একটি টিউন করার জন্য…..আমার একটি প্রশ্ন ছিল?
# Windows Doctor এই সফটয়্যারটি কি আমি avast antivirus এর সাথে ব্যাবহার করতে পারবো ???

    জ্বি ভাই, এভাস্টের সাথে ব্যবহার করতে পারবেন। আশা করি কোন সমস্যা হবে না। সমস্যা হওয়ার কোন কারনও অবশ্যি নাই।

thanks vai…

ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।দোওয়া করি ভালো থাকুন ও মূল্যবান টিউন করুন ।

আসলেই কাজের জিনিস আবারও ধন্যবাদ ।

You are awesome so like your tune……….Carry on…………May Allah Bless You And Give You So Much Happiness………….

আপনার প্রতিটি টিউনই খুব কাজের।

খুব সুন্দর