সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরকে উইন্ডোজ এক্সপার্ট বানানোর নিমিত্তে সচরাচর সমস্যাগুলো তুড়িতে সমাধান শীর্ষক আমার আজকের টিউন।
সৃষ্টির শুরু থেকে প্রত্যেকটা বিষয়ের সাথে ওতপ্রোতভাবে যে নামটি জড়িয়ে আছে সেটা হলো সমস্যা। সমস্যা ছাড়া যেমন কোন মানুষ নেই তেমনি পৃথিবীর এমন কোন বস্তু বস্তু কণা নেই যার কোন সমস্যা হয় না। হাসি খুশি যে মানুষটি সকালে আপনার সাথে হাটতে বের হয় তাকেও জিজ্ঞাসা করলে বলবে- আর ভাই বইলেন না, ডায়াবেটিস এর সমস্যায় জীবনটা জর্জরিত হয়ে গেলো! যাহোক, আমি ডায়াবেটিসের সমস্যা নয় বরং কম্পিউটারের সমস্যা নিয়ে আজ কথা বলবো।
কারন মানুষের সমস্যা হরেক রকম হলেও কম্পিউটারের সমস্যা মূলত দুটো দিক থেকে হয়। প্রথমটা হলো সফটওয়্যার অথবা অপারেটিং সিস্টেম কেন্দ্রিক সমস্যা এবং অপরটা হলো হার্ডওয়্যার কেন্দ্রিক সমস্যা। হার্ডওয়্যার কেন্দ্রিক সমস্যা যেহেতু সফটওয়্যার দিয়ে সমাধান করা যায় না তাই সফটওয়্যার দিয়েই সফটওয়্যার কেন্দ্রিক সমস্যাগুলো সমাধান বিষয়ে আজকে আলোচনা করবো; বিষে বিষ ক্ষয় যাকে বলে আর কি!
উইন্ডোজ পিসিতে সাধারনত খুব জটিল কোন সমস্যা হয় না। সাধারন সমস্যাগুলোই না জানার কারনে আমাদের কাছে অনেক জটিল বলে মনে হয়। আজ আমি মূলত একটি সফটওয়্যারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিবো যেদি দিয়ে উইন্ডোজ পিসির সচরাচর প্রায় ৫০ টিরও অধিক সমস্যা আপনারা শুধুমাত্র ক্লিক করে সমাধান করতে পারবেন। তাহলে আর দেরি কেন?
শিরোনাম দেখেই হয়তো বুঝতে পারছেন আজ যে সফটওয়্যারটি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি তার নাম Fix Win। সফটওয়্যারটির নামের মাঝেই তার কাজের মাহাত্ম লুকিয়ে আছে। কারন উইন্ডোজের যাবতীয় সমস্যাগুলোকে তুড়ি মেরে সমাধান করতে এর জুড়ি নেই। একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন যে, এর দ্বারা কী হয় সেটা জানার চাইতে কী হয় না সেটা জানাটাই কতো জরুরী।
সাধারনত আমার টিউনগুলোতে সফটওয়্যার সম্পর্কে রিভিউ দিতে গেলে আমি ডাউনলোড লিংক একেবারে শেষে দেই। কারন ফিচার ভালো লাগলেই কেবল ডাউনলোডের প্রসঙ্গ আসে। কিন্তু আজ আমি ডাউনলোড লিংক সবার আগে দিলাম এ কারনেই যে, সফটওয়্যারটি আপনার জন্য ডাউনলোড করা ফরজ এবং ডাউনলোড শেষে ওপেন করলেই সব ফিচার আপনি দেখতে পারবেন।
যাহোক, কথা না বাড়িয়ে উইন্ডোজের আলাদা দুটি ভার্সনের জন্য নিচের ডাউনলোড লিংক থেকে মাত্র কয়েক কিলোবাইটের এই পোর্টেবল সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
টিউনে সংযুক্ত স্ক্রিনশটগুলোই সফটওয়্যারটির কাজ বুঝার জন্য যথেষ্ট। আপনি সমস্যার ক্যাটাগরি অনুযায়ী প্রথমে সমস্যাগুলো সনাক্ত করুন। তারপর ডানপাশের Fix বাটনটিতে চাপ দিলেই আপনার সমস্যা সমাধান হয়ে যাবে।
এরপর শুধুমাত্র কম্পিউটার রিস্টার্ট দিলেই পিসি একেবারে রোগমুক্ত। তো নিচের স্ক্রিনশটগুলোতে চোখ বুলিয়ে নিন যে, এর দ্বারা কী কী সমস্যা সমাধান করা যাবে।
উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম যেহেতু উইন্ডোজ সেভেনের চেয়ে আলাদা। তাই সমস্যাগুলোও যে আলাদা হবে এটাই স্বাভাবিক। যেকোন সমস্যার জন্য আপনি যদি ডানপাশের প্রশ্নবোধক চিহেৃ ক্লিক করেন তাহলে সেই সমস্যা বিষয়ে সংক্ষিপ্ত তথ্য পাবেন।
আর যদি Fix বাটনটি চাপেন তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। প্রত্যেকটা কাজ শেষে কম্পিউটার রিস্টার্ট দেওয়া বাধ্যতা মূলক। তো নিচের স্ক্রিনশটগুলোতে চোখ বুলিয়ে নিন যে, এর দ্বারা কী কী সমস্যা সমাধান করা যাবে।
টিউনটি স্ক্রিনশট নির্ভর করলাম এ কারনে যে এটা নিয়ে অতিরিক্ত কথা বলার কোন প্রয়োজন নেই। কারন ছবি দেখলেই সব পরিষ্কার হয়ে যাচ্ছে। তারপরেও কোন অংশের বর্ণনা প্রয়োজন হলে আমাকে জানাবেন। আমি টিউন আপডেট করে দিবো।
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আশাকরি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের জন্য » সানিম মাহবীর ফাহাদ
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
Onak kajer jenesh.
Thanks a lot