এবার পিসি চালান harddisk ছারা !!! Portable Windows !!!! (Mega post )

টিউন বিভাগ উইন্ডোস
প্রকাশিত
জোসস করেছেন

জানি না এর আগে এই বিষয়ে কেউ কখনো পোস্ট করেছে কিনা...

জতদুর মনে হয় আমি ই প্রথম এই পোস্ট টি শেয়ার করছি ...............তাই আপনাদের কাছে বিনিত নিবেদন প্লিয যারা পোস্ট টি

কপি করে শেয়ার করতে চান দয়া করে আমাদের ফেসবুক পেজ এর নাম টা শেয়ার করবেন

তো  এবার পোস্ট টি সুরু করা জাক

আমরা অনেকেই আছি যাদের হার্ড ডিস্ক এ প্রব্লেম এর কারনে পিসি বন্ধ

অনেকে ফেলে রেখে দিয়েছি হয়ত বা পার্টস গুল যদি বিক্রি করা জায়
কিন্তু আমরা অনেকেই জানি না যে হার্ড ডিস্ক ছারাও পিসি চালানো জাবে আমি সবসময় গুগল এ এমন সব জিনিস খুজি

জা এক কথায় পাগলামি

জা হোক পোর্টেবল সফটওয়্যার মোটামুটি সবাই কম বেসি চালাই

তো মাথায় একটা প্রস্ন উদয় হল আচ্ছা উইন্ডোজ কি পোর্টেবল করে চালানো যাবে

এবং শেষ মেস খুজে পেলাম .........।আসলে ঠিক কয়েকদিন দিন আগে আমি এই একই প্রব্লেম এ পরেছিলাম

আমার পিসি টা দুনিয়ার সবচেয়ে বাজে পিসি এর একটা এমন দিন নেই যে দু এক বার সেট আপ দি না...

তো হটাত করে আর সেট আপ নিচ্ছে না...পরে বুজতে পারলাম যে হার্ড ডিস্ক শেষ... তো কি আর করার হটাত করে সেই পোর্টেবল উইন্ডোজ টার কথা

মনে পরে গেল

যেই কথা সেই কাজ সাথে সাথে ভাবলাম সুধু নেট ইউস করতে পারা জাই কিনা দেখি এই সিস্টেমে

এবং শেষ মেস আমার পিসি আবার ওপেন হল । ফ্রেন্ড রে দেখে অবাক হার্ড ডিস্ক টেবিল এর উপর অথছ

পিসি চলছে............

তো আর গল্প না বারিয়ে কি করতে হবে সেটা বলছি প্রথমে উইন্ডোজ ৭ অথবা উইন্ডোজ ৮ বা ৮.১ এর ISO file টা নেট

থেকে বা কারো কাছ থেকে সংগ্রহ করুন নেট এ থেকে যদি ডাউনলোড করেন তবে windows 7 32 bit ultimate অথবা professional টা ডাউনলোড করুন

এই লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারেন

http://getintopc.com/softwares/operating-systems/windows-7-ultimate-free-download-iso-32-and-64-bit/

এরপর নিচ থেকে wintousb এই সফটওয়্যার টা ডাউনলোড করুন

http://www.mediafire.com/download/486ciz59aoecwc5/WinToUSB_Setup.rar

ফাইল টি winrar দিয়ে খুলে নিন

password : bubtuniversity

আর যা লাগবে সেটি হচ্ছে 15 GB ওথবা 32 GB এর একটা pendrive

যেহেতু আপনার পিসি নষ্ট তাই এই কাজ গুল অন্য একটি ভাল পিসি তে করতে হবে

তো প্রথমে wintousb software টি পিসি তে ইন্সটল করুন এবং pendrive টি পিসি তে প্রবেশ করান

সফটওয়্যার টি ওপেন হলে পিকচার ১ এর মত দেখবেন

এখান থেকে প্রথমে ছবিতে যে ভাবে দেয়া আছে এরকম ক্লিক করে আপনার iso ফাইল টা যেখানে রেখছেন ওইখানে গিএ ওপেন করুন

এরপর পরের ছবির মত দেখুন next ক্লিক করার পর

নিচের ছবির মত আসবে এখন আপনাকে pendrive সিলেক্ট করতে হবে

এবং এরপর

pic 2পরের ছবি টা দেখুন

pic 3এই খানে নিল রঙের যে ২ টি বক্স আছে উভয় কেই ক্লিক করতে হবে

এবং next ক্লিক করতে হবে

এরপর পরের ছবির মত আসবে

pic 4

এরপর এরকম হবে 100 % full হতে প্রায় ১ থেকে ১.৩০ ঘণ্টা এর মত লাগতে পারে তবে এটা নির্ভর করে আপনার pendrive

এর quality এর উপর

১০০ % হলে home এ ক্লিক করুন এবং pebdrive টি আপনার হার্ড ডিস্ক বিহিন computer এ প্রবেশ করুন

এরপর স্বাভাবিক ভাবে আপনা আপনি সেট আপ নিবে

এই পদ্ধতিতে উইন্ডোজ চালানর সবচেয়ে বড় সুবিধা গুল হল

১ যেকোনো পিসি তে আপনার এই উইন্ডোজ চালাতে পারবেন যখন ওই পিসি এর password জানা না থাকে

২ হটাত পিসি crash খেলে তাৎক্ষনিক ভাবে আপনি এই উইন্ডোজ চালাতে পারবেন

৩  যেকোনো জাইগায় আপনার এই উইন্ডোজ নিএ ঘুরতে পারবেন যেকোনো প্রয়োজনে

................. FINISH....................

জানিনা কতোটুকু আপনাদের বুঝাতে পেরেছি ।কিন্তু আমি আমার সর্বস্ব চেষ্টা করেছি

যদি পোস্ট টি ভাল লাগে আমার ফেসবুক পেজ এ একবার ঘুরে আসবেন

https://www.facebook.com/PcmobileSolutiontips

Level New

আমি অপূর্ব দাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই নিয়ে অনেক টিউন আছে টিটিতে, চার বছর আগে চালাইছি লাইভ উইন্ডোজ! ভাই পোস্ট করার আগে টিটিতেও সার্চ কইরেন, যাইহোক নতুনদের উপকার হতে পারে! মৌলিক টিউন করার চেষ্টা করুন,,,

    @নাছের মিয়াজী: vai apnar kache ki ei post ta notun mone hoy na…. techtunes তো দেখলাম সার্চ দিয়া সত্যি ভাই এরকম কোন পোস্ট পেলাম না… sorry vaia….

    @নাছের মিয়াজী: ভাই, আমরা টিটিতে এমন অনেক টিউন পাই যা আগে অনেকবার করা হইছে। হয়ত চার বছর আগে হয়ছে। কিন্তু টিটির নতুন অনেক সদস্য আছে যারা টিটিতে চার বছর আগে ছিল না। তারা সার্চ করে টিটি থেকে তাদের প্রয়োজনীয় টিউনটি বের করলেও দেখা যায় টিউনে দেওয়া ঐ সফটওয়্যারটি অনেক আগে ডিলেট হয়ে গেছে। তাই আগের টিউনটা তার কাজে আসে না। অন্যদিকে অনেক পুরানো টিপস ব্যবহারের চর্চা না থাকায় পুরো জিনিসটাই মাথায় থাকে না। তাই বেস্ট টিউগুলা নতুন করে হলেও আবার করা তেমন খারাপ কিছু দেখছি না।

আপনার টিউনে হয়তো নতুনত্ব কিছু আছে , কিন্তু এরকম টিউন আগে ও হয়েছে, –
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/134614

আমী কখনোই টিউন করার সার্চ দিয়া দেখি না, আমার যে টা ভাল লাগে এবং যা ভাবি মানুষ এর উপকারে আসে সেই গুলই টিউন করি………থাঙ্ক উ ভাই।।ফর yor upodesh

আচ্ছা ভাই এক্সপি কি এভাবে কাজ করে??

আর যদি ডিভিডি থেকে কপি করে iso বানিয়ে নেই তাহলে কি কাজ হবে?

old but again share korar jonno tnx

Level 0

Dada, Please correct your spelling.

    @Ahsan: vai apne sadin cilla cilli korleo ami amar spelling thik korb na.. ekta jinish bujhi na ei khane ki vasa biggan sikhte ascen naki..projukti……
    paknami….amio kortam..apnar moto…. but ekhon bujhi ei gula kora thik..na….

ধন্যবাদ টিউনের জন্য । অনেকটা নতুনত্ব আছে টিউনে ।
Kali Linux কি সেটাপ হবে ?

Ahsan আপনাকে বলছি আপনি কি spelling. টা ঠিক করেছেন dada. শব্দের ইংরেজি কি? আগে নিজে ভাল ভাবে বাবান করতে শিখেন?

টিউন পুরানো হলেও মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।

ভালো হয়েছে। ধন্যবাদ। তবে আপনার টিউনের মধ্যে কিছু বাংলা ও ইংরেজি বানান ভুল আছে। বানান ঠিক করে লিখলে টিউনের মান আর উন্নত হবে।

pen drive dia pc calale pc on hoite koto somoy nibe? harddisk dia calanor somoy pc on hote je somoy lagto tar caite fast hobe?

আচ্ছা পেনড্রাইভ কে লাইভ windows বানানোর পর , এটা চালাবো কিভাবে ? মানে হার্ডডিস্ক খুলতে হবে ? আর যদি না খুলি তাহলে ক্যামনে বুঝবো যে hard disk থেকে বুট হচ্ছে না pendrive থেকে ?

সিডিতে বার্ন করা যাবে কি ?

ভাই ওফূর্ব ডাশ (ভুল বানানের জন্য দু:খিত- বোঝেনই তো টিউমেন্ট করতে এসেছি, ভাষাবিজ্ঞান পড়তে না……বানানে ডাশ, ঠাশ, ফাঁস না বাঁশ লিখলাম- আশাকরি তাতে পিতৃপ্রদত্ত সাধের নামখানার অর্থের তেমন হেরফের হয় না- বানানে কী আসে যায় বলেন ❗ ) টিউন করার জন্য ধন্যবাদ…..পুরনো বিষয়টা নতুন করে মনে করিয়ে দেবার জন্য 🙂

এতক্ষণে নিশ্চয়ই বুঝে ফেলেছেন কী অভিপ্রায়ে কমেন্টে কীবোর্ডের ছাপ ফেলতে এসেছি? বিশ্বের নামকরা বড় বড় যতগুলো ইংরেজী টেক ফোরাম বা ব্লগ কিংবা যত কমিউনিটি আছে সেগুলো সম্বন্ধে কি বিন্দুমাত্র ধারণা রাখেন? নিজে কী একজন ডেভলপার নাকি শুধুই কম্পু ইউজার? যেখানে নামজাদা জাঁদরেল ডেভলপাররা কিংবা কনটেন্ট লেখকরাও কখনো সাধারণ ভুলগুলো পর্যন্ত করে না- সেখানে আপনি ভূগোলের ছোট্ট একটা জায়গার কী এমন আহামরি দুনিয়া উদ্ধারকারী টিউনারটা হয়েছেন যে বানানের ভুল নিয়ে স্বপক্ষে এমন দাম্ভিকতা দেখান? কি অবদানটা আপনি টেক কমিউনিটিতে রেখেছেন যেটা ছাড়া দুনিয়া চলতে পারবে না? কোন জিনিসটা এত এত বেশি জানেন যে সেটা নিয়ে ঘন্টাখানেক বাকবিতন্ডা করতে পারবেন? টেক দুনিয়ার কোন অরিজিনাল খবরটা আমাকে দেখাতে পারবেন যেটা ভুল বানানে আপনাদের মতো গন্ডমূর্খদের সামনে বিদেশি ফোরামে তুলে ধরা হয়? আপনার মতো অল্পবিদ্যার অধিকারীরা সামান্য দু-চারটা টেকি বিষয় জানেন আর লেখেন দেখেই কি ধরে নিয়েছেন সেটা প্রকাশের মাধ্যমটা অত জরুরি না? কতখানি পড়াশোনা করেন বাইরের টেকি লেখাগুলো নিয়ে?

কখনো দেখেছেন লক্ষাধিক শেয়ার করা একটি লেখায় চুল পরিমান বানান ভুল আছে কিনা? কেন তারা এটা করে? যারা লেখে তারা কিন্তু আপনার চেয়েও হাজারগুন মেধাবী টেকি লেখক!!! কিছু কি মাথায় ঢুকছে? 👿

টেক নিয়ে নাচানাচি করেন ভালো কথা- কিন্তু নাচতে গিয়ে শাড়ি কেমনে পড়তে হবে তা না জানলে তো মাঝপথে শাড়ি খুলে কেলেঙ্কারী হয়ে যাবে……অবশ্য উলঙ্গ শরীরের লজ্জাটুকু না থাকলে সেভাবেও নাচতে পারেন- সমস্যা নাই!!! অবশ্য টিটির ও দোষ আছে……অবাধে টিউন করার সুযোগ দেবার নাম করে একগাদা গালভরা কনটেন্টের টিউন আর বানান ভুলের টিউনারদের লাই দিচ্ছে…..টিউনের সৌন্দর্য রক্ষায় ভাষার বিশুদ্ধতার গুরুত্ব হয়তোবা এডমিন নিজেও জানে না

আমার এক ফ্রেন্ড ভুলে ভরা বানানে পোষ্ট করেছিল……এক কানাডিয়ান ইউজার (অবশ্যই আপনার চেয়ে হাজারগুন মেধাবী তুখোড় ডেভলপার এবং ব্লগার) সেইরকম ঝাড়ি দিয়েছিল……ফ্রেন্ড পরে ঠিক হয়ে গেছিল!!

নিজে ভুলে ভরা জঘন্য বানানই যদি লিখবেন তাহলে আর বিজয়, অভ্ররা কেন আসল? নিজে পঙ্গু হয়ে পড়ছেন তাহলে অন্যকে আর কী শেখাতে চাচ্ছেন? এদেশ বলেই টিটিতে এমন ভুলে ভরা পোষ্ট দিনের পর দিন লিখেও বড় গলায় ঔদ্ধত্য দেখান…..বাইরের কোথাও হলে পাত্তাও পেতেন না……দু-চার লাইন কোড করতে জানলে আর দু-চারটা বাটন টিপতে পারলে কেউ ইউজার হতে পারে ভালো টিউনার না…….আগে শুদ্ধ মানসম্মত টিউন কীভাবে করতে হয় সেটা জানুন- কনটেন্ট নিয়ে পরেও ভাবা যাবে। যে রাঁধে সে নিজেরই না, মানুষের চুলও বাঁধে…….সমালোচনার তীব্রতা বুঝতে পারলে বোধোদয় হবে আপনার- এই কামনা করি…..ভাল থাকবেন 😎

***** আমার এক ফ্রেন্ড ভুলে ভরা বানানে codeproject.com এ পোষ্ট করেছিল…….

@নিওফাইট নিটোল: vaia…apnar..kotha gulo …KHUBI..MULLOBAN.. vaiar kotha gulo sune sotti amar cokh duto khule.. gelo ..
ki mohan apni vai… apnar moto lok e duniay sotti pawao muskil ,…..
ki ar bolbo…..vaiar lekhar style kintu sei valo lagche……………
thank u ,,,vaia…

@নাছের মিয়াজী: ভাই উপরের কমেন্টটা প্রকাশের আগে আরও একটা কমেন্ট দিছি, সেটা মডারেশন ছিল, আছে। সেখানে উইন্ডোজের উপর দুইটা লিনক ছিল, কিন্তু পরের কমেন্টে লিনাক্স নির্ভর কমেন্ট প্রকাশ করলেন, আগেরটার কি প্রবলেম ছিল? এটা কি ধরনে মনোভাব? স্বৈরাচার নয় কি? আর আমি বার বার কমেন্ট বা রিপ্লাই দিতে চাচ্ছি না কিন্তু আপনি একটা লেজ টানছেনই বটে, উত্তর না দিয়ে পারতেছিনা, আমার প্রথম কমেন্ট দেখলে যে কেউ বুঝবে এটা গঠনমূলক কমেন্ট ছিল। আপনার টিউনে আপনি এমন ভাব নিয়ে শুরু করছেন মনে হল এই বিষয়ে আপনি প্রথম টিউন করছেন, তাই আমি আমি বুঝাতে চেয়েছি এই বিষয়ে পূর্বে অনেক টিউন প্রকাশ হয়েছে।

আমি খুব বেশি টিউন করিনি, তারপরও কেউ কোন উপদেশ বা ভুল ধরিয়ে দিলে খুশি হই, পজেটিভ রেসপন্স করি। এটাই নিয়ম, উচিৎ

আপনি দ্বিতীয় কমেন্টটি যদি আগে রিপলাই দিতেন তাহলে আমি আর একটাও রিপলাই দিতাম না।

মানুষের কমেন্ট নেয়া শিখুন, গণতন্ত্রে এটা খুবি কাজের, ধন্যবাদ,,,

@নাছের মিয়াজী: ভাই উপরের কমেন্টটা প্রকাশের আগে আরও একটা কমেন্ট দিছি, সেটা মডারেশন ছিল, আছে। সেখানে উইন্ডোজের উপর দুইটা লিনক ছিল, কিন্তু পরের কমেন্টে লিনাক্স নির্ভর কমেন্ট প্রকাশ করলেন, আগেরটার কি প্রবলেম ছিল? এটা কি ধরনে মনোভাব? স্বৈরাচার নয় কি? আর আমি বার বার কমেন্ট বা রিপ্লাই দিতে চাচ্ছি না কিন্তু আপনি একটা লেজ টানছেনই বটে, উত্তর না দিয়ে পারতেছিনা, আমার প্রথম কমেন্ট দেখলে যে কেউ বুঝবে এটা গঠনমূলক কমেন্ট ছিল। আপনার টিউনে আপনি এমন ভাব নিয়ে শুরু করছেন মনে হল এই বিষয়ে আপনি প্রথম টিউন করছেন, তাই আমি আমি বুঝাতে চেয়েছি এই বিষয়ে পূর্বে অনেক টিউন প্রকাশ হয়েছে।

“””ji vai jani ….google diai ber
korte hoy khub kom trikcs ace jegulo amgo moto public
toiry kori”””

আপনাদের মত পাবলিকে কি তৈরি করে আরে না করে তা আমরা যাতে টিটির নিয়মিত পাঠক তারা একটু হলেও বুজতে পারি, আর আমি আপনার এখানে কমেন্ট করছিলাম এটা বুঝে যে, আপনি নিজের উপর অতি উচ্চ ধারনা রাখেন সেটা আপনার টিউনে প্রমান হয়, আপনি জানেন এই টিটিপাড়াতে কত বড বড জিনিয়াস টিউন করে, জানা থাকলে আর এইরকম উদ্ধতপূর্ণ কমেন্ট করতেন না।

আমি খুব বেশি টিউন করিনি, তারপরও কেউ কোন উপদেশ বা ভুল ধরিয়ে দিলে খুশি হই, পজেটিভ রেসপন্স করি। এটাই নিয়ম, উচিৎ

আপনি দ্বিতীয় কমেন্টটি যদি আগে রিপলাই দিতেন তাহলে আমি আর একটাও রিপলাই দিতাম না।

মানুষের কমেন্ট নেয়া শিখুন, গণতন্ত্রে এটা খুবি কাজের, ধন্যবাদ,,,

@এনামুল ইসলাম: একই বিষয়ে পরবর্তীতে টিউন করাই যেতেই পারে, তার পরও একজন টিউনারের প্রয়োজন টিটিতে এইধরনের পোস্ট আছে কিনা দেখা, সার্চ না করেই একই বিষয়ে একমাত্র টিউনার হিসেবে জাহির করা ঠিক না। আর তিনি সার্চ করে টিউন করেনি করবেওনা এইধরনের মনোভাব!

আমি জানিনা টিউনমেন্ট করার পরে পোস্ট এডিট করে কিনা!

    @নাছের মিয়াজী: vaia.ami kintu post er surute agei likhechi jotodur somvob mone hoy e bisoye ar keu post kore ni ..asole e kothar mane ki…
    ami search diechilam… but erokom kono topic search die paini…

    ar apnader kache… vison vabe sorry…
    keu bolche puran keu bolche hater lekhay vul….
    vai apni bolun ekta tune jokhon kosto kore likhi tokhon esob montobbo sune kmn lage,,,,

প্রথম টিউনমেন্ট বলছিলাম””যাইহোক নতুনদের উপকার হতে পারে! “”

আপনি আমার দ্বিতীয় টিউনমেন্ট এখন পেন্ডিং রাখছেন, কারও মুখের সৎ কথা আটকিয়ে রাখা কি ঠিক! এই টিউনমেন্টতো কারও উপকারে আসতে পারে,,

যাইহোক ভাই আলোচনা সমালোচনা মধ্যেই এগিয়ে যেতে হয়, ভুল শুধরে নিয়ে হয়, আমরা কেউ ভুলের উর্ধে না।

eta ki 32 বিট, 64 বিট উভয়ে চলবে?