কম্পিউটার জুম করার জন্য অসাধারণ ছোট একটি সফটওয়্যার

আসসালামুয়ালাইকুম সুপ্রিয় টেকি ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালই আছেন । আমি সাধারণত টিউন করি না, কারণ লিখতে কষ্ট হয় এবং আপনাদের মত সুন্দর করে সাজিয়ে লিখতে পারি না । যাই হোক আপনাদের সহযোগিতা পেলে আমি কষ্ট করে হলেও আমার লেখা চালিয়ে যাব ইনশাআল্লাহ । মূল ব্যাপারে ফিরে আসি । আমি আজকে আপনাদেরকে একটি ছোট কিন্তু বেশ কার্যকরী একটি সফটওয়্যার উপহার দিতে চাই । এরকম একটি সফটওয়্যার আমি অনেকদিন ধরে খুজতেছিলাম । কিন্তু কয়েকদিন আগে গুগলে সার্চ দিয়ে আমি আমার কাঙ্খিত সফটওয়্যারটি পেয়ে যাই । সফটওয়্যারটির নাম হচ্ছে ZoomIT. সফটওয়্যারটি অনেকেই ব্যবহার করতে পারেন । আপনি যদি ভিডিও টিউটোরিয়াল বানাতে চান তাহলে এ সফটওয়্যারটি আপনার বিশেষ উপকারে আসবে । এটির কিছু বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম ।

* দুইটি উপায়ে জুম করতে পারবেন । একটি হচ্ছে আপনাকে মাউসের কার্সর দেখা ছাড়া জুম করতে পারবেন । অপরটি হচ্ছে মাউসের কার্সর শো করে অর্থাৎ লিভ জুম করতে পারবেন । জুম করার শর্টকাট কি সেট করা থাকে । আপনি ইচ্ছা করলে পরিবর্তন করতে পারবেন ।

* আবার আপনি এ সফটওয়্যার দিয়ে ছবিও আঁকতে পারবেন আপনার উইন্ডোজের স্ক্রিনে । ছয়টি কালার আছে, আপনি চাইলে যে কোন কালার দিয়ে ছবি আঁকতে পারবেন । ছবি আঁকার জন্য আলাদা বৃত্ত, তীর চিহ্ন ইত্যাদি আঁকার আলাদা অপশন আছে ।

* ছবি আকাকালীন সময়ে আপনি কিবোর্ডের t তে চাপ দিয়ে টেক্সট এর অপশন আনতে পারবেন । তখন সরাসরি স্ক্রিনে লিখতে পারবেন ।

* এ সফটওয়্যার দিয়ে উইন্ডোজে টাইমার আনতে পারবেন ইচ্ছা করলে, স্টপওয়াচের মত ।

যাই হোক, সফটওয়্যারটি ইনস্টল করলেই আপনি দেখতে পাবেন এর কারসাজি এবং আপনি সেটার মধ্যে বিস্তারিত নির্দেশনা দেখতে পাবেন । সফটওয়্যারটি সাইজ কিন্তু খুবই ছোট । মাত্র 296 KB. ডাউনলোড লিঙ্ক একদম নিচে দেয়া হল ।

ছোট মানুষ হিসেবে লেখায় ভুল ত্রুটি হতেই পারে । আপনারা এটিকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে নিবেন এবং আমি যাতে আপনাদেরকে সুন্দর সুন্দর পোস্ট দিতে পারি সে ব্যাপারে আমাকে উৎসাহিত করবেন ।

যদি এ পোস্টটি আপনাদের কাছে ভাল লাগে তাহলে আপনারা ইচ্ছা করলে নিচের ইউটিউব চ্যানেলদ্বয়ে সাবস্ক্রাইব করতে পারেন:

Free Online Video Tutorial

Online Islamic Video Storage

ভিডিওগুলো কিভাবে সুন্দর করা যায় সে ব্যাপারে পরামর্শ দিতে পারেন । ও হ্যা, আমি পরবর্তীতে আপনাদের সামনে Adobe After Effects CS6 এর কিছু টেমপ্লেট নিয়ে হাজির হব এবং আপনারা অবশ্যই আমাকে এ ব্যাপারে সাহায্য করবেন ইনশাআল্লাহ । 

Level 0

আমি মোঃ তারেক জামিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ

আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাকে উৎসাহিত করার জন্য । আমি তো একজন নতুন টিউনার । সবেমাত্র দুইটি টিউন করেছি ।

ধন্যবাদ