উইন্ডোজ ১০ টেকনিক্যাল প্রিভিউ ডাউনলোড করে নিন !!

আসসালামু অলাইকুম বন্ধুরা , আমার হেডলাইন দেখে চমকে গেলেন নাকি চমকানোর কিছুই তো নাই বন্ধুরা ইতি মধ্যে সারা ফেসবুক জুড়ে এখুন তো শুধু উইন্ডোজ এর নতুন ভার্সন ১০ নিয়েই আলোচনা হছে । অনেকের মনে প্রশ্ন যাগতেই পারে উইন্ডোজ ৮ বের হল এর পর উইন্ডোজ ৯ গেল কোথাই তাহলে বলি উইন্ডোজ ৯ গেছে মামা বাড়ি ঘুরতে মাপ করবেন মজা করলাম ! উইন্ডোজ ৮ এর পরবর্তী সংস্করণ হিসেবে উইন্ডোজ ১০ এর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।উইন্ডোজ ১০ সংস্করণটি মোবাইল ফোন, ট্যাবলেট, পিসি, এক্সবক্স গেম কনসোলসহ বিভিন্ন ধরনের পণ্যেই চলবে। একটি একক অ্যাপ্লিকেশন স্টোর থেকে উইন্ডোজের বিভিন্ন অ্যাপ্লিকেশন কিনতে পাওয়া যাবে।বাজার বিশ্লেষকেরা ধারণা করছিলেন, এবারে উইন্ডোজ ৯ আনতে পারে মাইক্রোসফট। কিন্তু উইন্ডোজ ৯ না এনে মাইক্রোসফট সরাসরি ‘উইন্ডোজ ১০’ এর ঘোষণা দিল।মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম বিভাগের প্রধান টেরি মেয়ারসন জানিয়েছেন, ‘উইন্ডোজ ১০ হবে আমাদের অন্যতম এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম।

Windows 2010 privew download
এখুনও সম্পূর্ণ ইতিহাস যানার সময় জানার বা জানানোর সময় আমাদের নেই কি বলে উইন্ডোজ বের করছে আমারা ব্যবহার করবো কিন্তু টাকা দিয়ে নই মাংনা । নিচে থেকে ডাউনলোড করার আগে কিছু কথা বলে নিই এটা কিন্তু শুধু মাত্র টেস্ট করার জন্য উইন্ডোজ ছেড়েছে এটাকে আবার সারা জীবন ব্যবহার করার কথা ভাবেন না তাই আমি আগেই বলেছি এটা টেকনিক্যাল প্রিভিউ শুধু চেক করা যাবে কোন ভাবেই ফুলভার্সন করা যাবে না । তাহলে নিচে থেকে ডাউনলোড করে নিন নতুন এই টেকনিক্যাল প্রিভিউ উইন্ডোজ ২০১০ ।
উইন্ডোজ ২০১০ টেকনিক্যাল প্রিভিউ ISO ডাউনলোড
বা নিচের লিঙ্ক থেকে ডাইরেক্ট ডাউনলোড করুন
ইন্সটল করার আগে এখান থেকে ভালো ভাবে যেনে ও বুঝে আসতে পারেন
স্ক্রীনশর্ট দেখে নিন নিচে থেকে
উপরের স্ক্রীনশর্ট দেখে আপনি অনেকটাই ধারনা পাবেন বা এখানে ক্লিক করেও বিস্তারিত দেখাতে পারেন বা নিচের ভিডিও দেখতে পারেন ।
ভিডিও দেখুন নিচে
তাহলে ভেবে চিন্তে ডাউনলোড করুন এমনি কোন ভয় নাই তবে যদি ভাবে ফালতু এমবি নস্ট করবো না তাহলে দরকার নাই । আর চেস্ট করবেন কোন পরীক্ষা মূলক পিসিতে এই ইন্সটল করে চেক করতে ।
তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে তাহল এই নতুন ভার্সন এর মজা নিন কেমন লাগলে জানাতে ভুলবেন না কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে তাদের কেউ জানানোর সুযোগ করে দিন । আসসালামু অলাইকুম ।
পূর্ব প্রকাশিতঃ http://www.trickdon.com

Level 0

আমি মন মাঝি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

assa dvd theke widows 7 jevabe install krte hy 10 o ki same??? 1sr f12 thn nxt process…………..?????

উইন্ডোজ ২০১০ জিনিসটা কি?
আপনার পোস্টেই প্রথম এই আজব নাম শুনলাম।এটা কি সম্পুর্ন আপনার নিজস্ব চিন্তাভাবনা থেকে Windows 10 কে Windows 2010 নামকরন করছেন?না কোথাও দেখছেন?

উইন্ডোজ ৮ এর পরবর্তী সংস্করণ হিসেবে উইন্ডোজ ১০ ঘোষনা দিয়েছে প্রতিষ্ঠানটি — এই তথ্য আপনি কোথায় পাইছেন?

8.1 মাইক্রোসফটের ৯ নাম্বার ভার্ষন,এরপরে 10 আসাই স্বাভাবিক।

    Windows ভার্সন এর হিসাব করা হয় Windows NT থেকে। যেহেতু Windows NT 1 বা 2 এর কখনই অস্তিত্ব ছিল না, তাই Windows NT 3.1 এবং 3.5.1 হল তৃতীয় উইন্ডোজ ভার্সন। তারপর-
    4 : Windows NT 4;
    5 : Windows NT 5(2000);
    5.1: Windows NT 5.1(XP);
    6: Windows NT 6(vista);
    ।এক্ষেত্রে উল্লেখ্য, উইন্ডোজ ২০০০ এর পরে উইন্ডোজ এক্সপি কে উইন্ডোজ ভার্সন ৫.১ বলার কারণ উইন্ডোজ ২০০০ এর পর উইন্ডোজ এক্সপি’র আরকিটেকচারাল আপগ্রেড ছিল মাঝারি, তাই একে বলা হয় ৫.১(৬ নয়)।এর পরের উইন্ডোজ ভিস্তার মেজর আরকিটেকচারাল আপগ্রেড হওয়ার কারণে একে নতুন ভার্সন ৬ বলা হয়।এর পরের ভার্সন 7 এবং ৮ এ আছে windows 7(compatibility জনিত কারণে একে 6.1 ধরা হয়) আর windows 8,8.1(compatibility জনিত কারণে 6.2,6.3 ধরা হয়) তার পরের ভার্সন হওয়ার কথা ছিল উইন্ডোজ 9 । কিন্তু কিছু বিশেষ কারণে তার নামকরণ করা হয় উইন্ডোজ টেন। কিন্তু উইন্ডোজ ৮.১ কখনই মাক্রসফট এর নবম ভার্সন নয়। তাই আপনার সাথে এক মত হতে পারলাম না।

    @Bootable Ishraque: ha ha vai ami dhorte chaisilam oillalaiga :p

bro apni ki gp modem connect korte parcen windows 10 a

ধন্যবাদ শেয়ার করার জন্য।

আমি এক মাস আগে রিলিজ হবার পর থেকেই ব্যবহার করছি। সত্ত্যিই দারুন!!!
ফুল্ভারসন কবে রিলিজ হবে বলতে পারেন?
এক ফ্রেন্ড এর কাসে সিডি পেলাম, বাট সেটাও প্রিভিউ ভারসন…।।

ভাই এক মাস আগে টেকনিকেল প্রিভিউ install দিয়ে বাশ খেয়ে বসে আছি। সে কথা….