সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো ঈদ কাটিয়েছেন।টিটিতে এটা আমার 1ম টিউন। তাই ভুলত্রুটিক্ষমার টোখে দেখবেন।
কিছুক্ষন আগে দেখলাম এক টিউনার ভাই উইন্ডোজের নেট স্পিড বাড়ানোর জন্য টিউন করলেও বিস্তারিত কিছুই লেখেন নি। তাই আমি এ বিষয়ে যা জানি, তাই নিয়ে টিউনটি করছি।
উইন্ডোজের সকল ভার্সনেই (XP, 7, 8, 8.1) বাই ডিফল্ট স্পিড কমানো থাকে। নিচের নিয়ম অনুসরন করে আপনি নেটের সর্বোচ্চ স্পিড পেতে পারেন।
প্রথমে windows Key+R চেপে Run ওপেন করুন। এখানে টাইপ করেন gpedit.msc । তারপর Enter চাপুন।
তারপর তীর চিন্হিত স্হানে অর্থাৎ Administrative Templates এ ডাবল ক্লিক করুন।
এবার Network এ ডাবল ক্লিক করেন।
এখন QoS Packet Scheduler এ ডাবল ক্লিক করুন।
এরপর Limit Reservable Bandwith এ ডাবল ক্লিক করুন।
তাহলে নিচের মত উইন্ডো ওপেন হবে। এখানে চিত্রের মত সেটিংস ঠিক করেন।
কাজ শেষ।।
এভাবে আপনি আপনার উইন্ডোজ এ নেটের সর্বোচ্চ স্পিড ব্যবহার করতে পারেন
আমি শরীফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কাজ হয় না ভাই! আগের মতই স্পীড;।