উইন্ডোজে নেটের সর্বোচ্চ ব্যবহার করুন- বাড়িয়ে নিন নেটের স্পিড 20% থেকে 80% পর্যন্ত

সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো ঈদ কাটিয়েছেন।টিটিতে এটা আমার 1ম টিউন। তাই ভুলত্রুটিক্ষমার টোখে দেখবেন।

কিছুক্ষন আগে দেখলাম এক টিউনার ভাই উইন্ডোজের নেট স্পিড বাড়ানোর জন্য টিউন করলেও বিস্তারিত কিছুই লেখেন নি। তাই আমি এ বিষয়ে যা জানি, তাই নিয়ে টিউনটি করছি।

উইন্ডোজের সকল ভার্সনেই (XP, 7, 8, 8.1) বাই ডিফল্ট স্পিড কমানো থাকে। নিচের নিয়ম অনুসরন করে আপনি নেটের সর্বোচ্চ স্পিড পেতে পারেন।

প্রথমে windows Key+R চেপে Run ওপেন করুন। এখানে টাইপ করেন gpedit.msc । তারপর Enter চাপুন।

তারপর তীর চিন্হিত স্হানে অর্থাৎ Administrative Templates এ ডাবল ক্লিক করুন।

এবার Network এ ডাবল ক্লিক করেন।

এখন QoS Packet Scheduler এ ডাবল ক্লিক করুন।

এরপর Limit Reservable Bandwith এ ডাবল ক্লিক করুন।

তাহলে নিচের মত উইন্ডো ওপেন হবে। এখানে চিত্রের মত সেটিংস ঠিক করেন।

কাজ শেষ।।

এভাবে আপনি আপনার উইন্ডোজ এ নেটের সর্বোচ্চ স্পিড ব্যবহার করতে পারেন

Level 0

আমি শরীফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজ হয় না ভাই! আগের মতই স্পীড;।

Level 0

থ্যাঙ্কস ভাই। টিউন সুন্দর হইছে। যাই হোক আমি জাস্ট ভিডিও টিউটোরিয়াল দিয়েছিলাম HD যেট ফ্রী ডাউনলোড করা যায়।

Level 0

অমৃত দাশ উনি মাঝখানে অনেক কিছুই বাদ দিয়ে গেছেন।এই ভিডিওটি ফ্রী ডাউনলোড করে নেন জিপি সিম দিয়ে
http://www.techtunes.io/internet/tune-id/314845

Level 0

টিউনার ভাই আপনি আপডেট বন্ধ করার অপশনগুলো লিখে টিউন সম্পূর্ণ করুন

সব ঠিকঠাক করলাম কিন্তু স্পীড তেমন হেরপের হয় নাই।

কাজ হয় না।

কাজ হইছে ভাই, pc restart দেওয়ার পর, আমার উইন্ডোজ ৮.১ এ। ধন্যবাদ

ভাই আমি বলতে ভুলে গেছিলাম যে PC restart দেওয়া লাগবে at সেলিম মাহমুদ

at Backtrack 5:Thanks for your comment and suggestion

ভাই এই কাজ করা না করা সমান।কারন যখন আপনি এনাবল করে ২০% রাখবেন তখন আপনি ২০% কম স্পিড থাকে।আর এটা ডিফল্ট ডিজেবলই থাকে।

at হিমালয় ভাই: ভাইয়া, এটা বাই ডিফল্ট ডিজেবল করা থাকে না, নট কনফিগারড্ অবস্হায় থাকে।
আমার মতে, এটা উপরের নিয়মে কনফিগার করাই ভালো…..
কমেন্টের জন্য ধন্যবাদ।।

কোন লাভ হল না…
রিস্টার্ট দিয়েও লাভ হয় নাই…

আমার pc তে run এ গিয়ে gpedit.msc লিখে Enter এই লেখা দেখায় windows can not find “gpedit.msc” make sure the name you type correctly then try again… কমান্ড কি ভুল? নাকি অন্য সমস্যা প্লীজ বলবেন……