আপনার WINDOWS স্টার্ট নিচ্ছে না? C: ড্রাইভের ব্যাকাপ দরকার? নিয়ে নিন সমাধান। (অস্থির ট্রিক)

আসসালামু আলাইকুম! কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আবার এসে পড়লাম একটা জটিল এবং অস্থির ট্রিক নিয়ে। আজ আপনাদের দেখাবো windows স্টার্ট না হলেও কিভাবে c: ড্রাইভের ব্যাকাপ নিবেন। আমরা অনেকেই আছি যারা ডেস্কটপে বা c: ড্রাইভে অনেক কিছু রাখি যেমন ধরুন= ক্যামেরা দিয়ে কিছু ফটো তুললাম সেটা এনে পিসির ডেস্কটপে রেখে দিলাম আর ভাবলাম এগুলো পরে অন্য ড্রাইভে সরিয়ে নিয়ে যাবো, আবার এমন কিছু ডকুমেন্ট যেগুলো খুবই দরকারী সেগুলোও এভাবে রেখে দিলাম। এভাবে করতে করতে ডেস্কটপ ভরে ফেললাম এবং আমার ডেস্কটপ এখন দরকারি জিনিসে ভরা কিন্তু সময় পাচ্ছিনা এগুলো সরানোর। এমন সময় হঠাত করেই পিসিতে ভাইরাস আক্রমন করল এবং পিসি অফ হয়ে গেল। এখন সেটাপ ছাড়া উপায় নেই। কান্নাকাটি লেগে গেল! হায়! হায়! আমি এইটা কি করলাম? আগে থেকে যদি ফাইল গুলো অন্য ড্রাইভে সরিয়ে রাখতাম তাহলে আর এরকম হতো না। চিন্তা টেনশনে মাথা নষ্ট করে অবশেষে সেটাপ দিয়েই ফেলি আর আফসোস করি।

এখন আর সেই আফসোস করতে হবে না। আপনি চাইলেই এখন থেকে সেটাপ দেয়ার আগে আপনার c: ড্রাইভের ব্যকাপ নিয়ে নিতে পারেন। শুধু নীচে স্টেপ গুলো অনুসরণ করুন।

যা যা লাগবেঃ

  • ubuntu ISO image ফাইল
  • একটি পেন ড্রাইভ এবং পেনড্রাইভকে বুটেবল বানানোর জন্য একটি সফটওয়্যার যার নাম rufus tool.

প্রথমে ubuntu ISO image ফাইলটা নামিয়ে নিন এখান থেকে।

এবার rufus tool টা নামিয়ে নিন এখান থেকে।

এবার আপনার পেনড্রাইভকে বুটেবল বানানোর পালাঃ

  • আপনার পেনড্রাইভটি পিসিতে ঢুকান এবং rufus tool ওপেন করুন।
  • এখন নিচে দেখানো চিত্র অনুযায়ী সেটিং করুন।

  • এবার ড্রাইভ আইকনে ক্লিক করে ISO image ফাইলটি সিলেক্ট করে দিন ঠিক উপরের চিত্রের মত এবং সবশেষে Start বাটনে চাপুন।
  • কিচ্ছুক্ষন অপেক্ষা করুন এবং প্রসেস কমপ্লিট হয়ে গেলে পেনড্রাইভ  পিসি থেকে রিমুভ করে ফেলুন।

আপনার পেনড্রাইভ বুটেবল হয়ে গেছে এখন ফাইনাল স্টেপ মানে আপনার c: ড্রাইভের ব্যাকাপ নেয়ার পালা।

  • প্রথমে আপনার পেনড্রাইভটি আপনার কাঙ্ক্ষিত পিসিতে ঢুকান এবং F12 চেপে BOOT মেনুতে প্রবেশ করুন।
  • এখন BOOT মেনু থেকে আপনার পেনড্রাইভ সিলেক্ট করে enter চাপুন ঠিক নিচের চিত্রের মত।

  • এখন দেখুন নিচের চিত্রে মত ২টি অপশন সহ একটা ওয়েলকাম স্ক্রিন এসেছে। এখান থেকে আপনি try ubuntu তে ক্লিক করুন।

  • এবার দেখুন একটি স্ক্রিন আসবে। এখান থেকে আপনি explorer এ ক্লিক করুন এবং দেখুন আপনার hdd ওপেন হয়ে গেছে ঠিক নিচের চিত্রের মত।

  • এবার আপনার প্রয়োজনীয় সব ডাটা অন্য ড্রাইভে সরিয়ে ফেলন। চাইলে আপনার পেনড্রাইভেও নিয়ে নিতে পারেন।

কাজ হয়ে গেলে পেনড্রাইভ খুলে ফেলুন এবং নিশ্চিন্তে windows সেটাপ দিন।

ব্যাস আপনি পেয়ে গেলেন আপনার c: ড্রাইভের ব্যাকাপ

বেশি সুবিধার জন্য একটা বুটেবল ডিস্ক বানিয়ে রাখতে পারেন। বলা তো যায়না কখন আবার সমস্যায় পড়ে যান!

টিউনটি থেকে উপকার পেলে কমেন্ট করতে ভুলবেন না আর কোথাও আটকে গেলে সেটাও জানান।

ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য টিউনটি প্রিয়তে রাখতে পারেন।

আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো টিউন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।

 টিউনটি প্রথম প্রকাশিত হয়েছে এখানে

Level 2

আমি অস্থির পোলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বলার কিছুই নেই। আমার সাধারণ একজন মানুষ, চেস্টা করি সবাইকে খুশি রাখতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বেতালে ডাউনলোড হইতেছে। কখন যে শেষ হবে!!!!

অস্থির ট্রিক্স ভাই 😀 পুরাই কাজে লাগবে

Level 0

osthir osthir 🙂

ISO image ফাইলটির ডাইরেক্ট লিংকটা দিলে খুব ভাল হতো। ডাউনলোড করতে পারতেছিন। স্ক্রিনশট দিয়ে সাজিয়ে গুজিয়ে লিখা আপনার টিউনটি আসলেই প্রশংসার দাবীদার।

    @kamrulbhuiyan: ভাই এটা ডাইরেক্ট লিংকই দেয়া আছে আমি চেক করেছি। জাস্ট আপনার প্লাটফর্ম অনুযায়ী নামিয়ে নিন। সর্বোপরি আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভাবে সবাই অনুপ্রেরণা দিলে ভবিষ্যৎ এ আরো ভালো ভালো টিউন উপহার দিতে পারব ইনশাল্লাহ!

Level 2

পেন্ড্রাইভের কি কোন ক্ষতি হবে?

না ভাইয়া ক্ষতি হবেনা।

অস্থির ট্রিক ধন্যবাদ..

আপনাকেও ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ, রেখে দিলাম পরে কাজে লাগতে পারে।

    @Raju: অবশ্যই এটা খুবই কাজের জিনিষ কারন এই সমস্যায় আমি বহুবার পড়েছি। কমেন্ট করার জন্য ধন্যবাদ

Level 0

খুবই সুন্দর একটি টিউনের জন্য আপনাকে ধন্যবাদ। এটাকে ওইন্ডোজ লাইভ এক্সপির বিকল্প মনে হচ্ছে। এটা কি ওইন্ডোজ ৭ এবং ওইন্ডোজ ৮ এ সাপোর্ট করবে?

Etaki windows 7 support kore?