How to play all media files on windows media player

How to play all media file on your windows Media player

উইন্ডোজ একটি জনপ্রিয় অপারেটিং সিষ্টেম কারণ এর রয়েছে হাজার ধরনের অ্যাপস । তবুও কিছু সীমবদ্ধতা থেকেই যায়। আর সেই সীমাব্ধতার ফাক গলিয়ে বের হতে মানুষ বিভিন্ন থার্ড পার্টি অ্যাপস এর সাহায্যে নিয়ে থাকে ।যেমন আমাদরে পিসি তে থাকা  বিভিন্ন মিডিয়া প্লে করার জন্য আমরা KMP, VLC সহ নানা ধরনের অ্যাপস ব্যবহার করে থাকি ।কিন্তু এগুলো ব্যবহার করলেও আমাদের মনের গভীরে একটি প্রশ্ন ঘুরে বেড়ায় আর তা হলো কেন আমার পিসিতে থাকা উইন্ডোজ মিডিয়া প্লেয়ার সব ভিডিও, অডিও ফাইল প্লে করেতে পারে না । কেন পারে না সে দিকে না গিয়ে আমরা দেখবো কিভাবে আমরা এই সমস্যা থেকে বের হতে পারবো । তার জন্য আমোদের যা লাগবে তা নিচে সুন্দর ভাবে উপস্হাপন করা হলো :

১।  আপনি  K-Lite Kodec pack আপডেট ভার্সন নিচের লিংক থেকে ডাউনলোড দিন ।

😆 এখানে   http://www.free-codecs.com/k_lite_Mega_Codec_Pack_download.htm

২। এবার অন্যান্য সফটওয়্যার যেমন করে ইনষ্টল করে সেভাবেই সফটওয়্যারের ইনষ্টলার টি রান করুন ।

নিচের চিত্রের মত Nextচেপে এগিয়ে যান

৩ নং চিত্রে আপনি যদি PLAYER বাদে শুধুমাত্র কোডেক ইনষ্টল করতে চান তাহলে অবশ্যই ড্রপডাউন মেন্যু হতে Profile 2  সেলেক্ট করুন । আপনি যদি উপরের সব কাজ ঠিক মতো করে থাকেন তাহলে কাজ শেষ। । এখন আগে যেসব মিডিয়া ফাইল উইন্ডোজ মিডিয়া প্লেয়ার এ চলতো না সেগুলো চালান দেখবেন সুন্দরভাবে চলতেছে। আশাকরি বুঝতে পেরেছেন। ভূল ত্রুটি হলে ক্ষমা করবেন ধন্যবাদ।এটি আমার টেকটিউনসে প্রথম পোষ্ট,অনেকেই হয়তো এই ট্রিকস টা জানেন, যারা জানেন না তারা উপকৃত হবেন বলে আশা করি ।

Level 0

আমি Altab Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

knew it . Thanks

ধন্যবাদ

সবাইকে অনেক ধন্যবাদ ।

খুব সুন্দর হয়েছে। জানা ছিল তারপরও অনেক ধন্যবাদ………..

শেয়ার করার জন্য ধন্যবাদ