বন্ধুরা সবাই কেমন আছেন? আমি ভালো আছি।
আপনারা হইতো অনেকেই উইন্ডোজ ৯ এর জন্য পাগল হইয়ে আছেন। তা কি আর বলতে হবে গুগলে "windows 9" লিখে সাচ্ দিলেই বুঝবেন কোটি কোটি সাচ্ রেজাল্ট। মাইক্রোসফট কোম্পানি জানালা ৮ অনেকটাই 7/xp/vista থেকে আলাদা করেছিলো। যুগের সাথে তাল মিলিয়ে তারা নতুন এক স্কিন যোগ করেছিলো। তার পড়েও অনেকে ক্ষুদ ধরেন স্টাট বাটন দেই নি বলে।
প্রথমে প্রথম আলো তে এই লাখাটা পড়ে, গুগল থেকে তার প্রমান দিচ্ছি।
"উইন্ডোজ অপারেটিং সিস্টেম সিরিজের সর্বশেষ সংস্করণ উইন্ডোজ ৯ আগামী মাসে উন্মুক্ত করার পরিকল্পনা করেছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের তথ্য অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন উইন্ডোজ সংস্করণের তথ্য জানাতে পারে মাইক্রোসফট। নতুন উইন্ডোজের কোড নাম ‘থ্রেসহোল্ড’। উইন্ডোজের নতুন এই সংস্করণে বেশ কিছু নতুন ফিচার যুক্ত হচ্ছে। আগামী মাসেই উইন্ডোজ ৯-এর প্রিভিউ সংস্করণ ডেভেলপারদের জন্য উন্মুক্ত করবে মাইক্রোসফট। নতুন সংস্করণে ইউজার ইন্টারফেসে বেশ কিছু পরিবর্তন আসতে পারে।"
--প্রথম আলো(আগস্ট ২৩, ২০১৪)
গুগল থেকে দেখুন।
আমার ওয়েবসাইট WebprojectBD ফেসবুক Dipto Paul
আমি প্রযুক্তি পাগল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 92 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a web designer and learning development. http://wptechtune.blogspot.com http://webprojectbd.blogspot.com
ধন্যবাদ ভাই, নতুন কিছুর জন্য…