কোন সফটওয়্যার ছাড়া ড্রাইভ হাইড করুন !

আমি এখানে আপনাদেরকে আজ দেখাব কি ভাবে কোন সফটওয়্যার ছাড়া ড্রাইভ হাইড করবেন ।

১.প্রথমে windows key এবং r চাপুন বা run এ গিয়ে cmd লেখুন ।

২.এখন কাল রঙের এক্তা window আসবে ।

৩.  এখন লেখুন diskpart তারপর enter চাপুন

৪. তারপর list volume লিখুন এবং enter চাপুন । এখানে আপনার স ব ড্রাইভের লিস্ট আপনাকে দেখাবে ।

৫.এখন আপনি যদি volume D হাইড করতে চান তাহলে লিখুন select volume D। এর অর্থ হল আপনার volume D সিলেক্ট হইছে ।

৬. এখন লিখুন remove letter D । ব্যাস কাজ শেষ আপনি PC restart করুন। দেখেবন আপনার D drive টা নাই । এখন বলি কিভাবে আপনার D ড্রাইভ আবার পাবেন ।

এখন আবার ১,২,৩,৪,৫ পর্যন্ত শব পদক্ষেপ একই ভাবে করুন

। অর্থাৎ Click Start –> Run –> cmd –> Then type diskpart – list volume – select volume D।
তার পর লিখুন assign letter D

ব্যাস কাজ শেষ এখন PC restart করুন । দেখেন আপনার ড্রাইভে পেয়ে গেছেন ।
এত ঝামেলায় না গিয়ে just একটা software দিয়েও এটা করা যায় । কারো লাগলে আমাকে জানাবেন দিয়ে দেব।

আরেকটা বিষয় । এটা কিন্তু তারাই করবেন যারা CMD mood এ আগে কাজ করেছেন । কারন না যেনে করে থাকলে কিন্তু আপনার ড্রাইভ নাও পেতে পারেন। হা হা হা হা

.......-.________

----/ \_)_______)  'Am here @ FACEBOOK.
...........    ()___)
................()__)
----\___()_)

আমার আর টিউন্স ঃ-

১। লেবু দিয়ে আগুণ ধরান ! ভয় পাবেন না LED লাইটের আগুণ !

২।আপনার Nokia মোবাইল দিয়ে হাই আওয়াজে গান শুনুন,China সেটের চেয়ে বেশী আওয়াজে !

৩।এবার আসুন আপনার NOKIA মোবাইল দিয়ে আগুন ধরিয়ে দেই ! কি ভয় পেলেন !

৪।আগুন ! বরফ দিয়ে আগুন ধরান ? অবাক হবার কিছু নাই, আগুন ধরবেই।

৫।চাবি ছাড়া তালা খুলুন !অবাক হবার কিছু নাই তালা খুলবেই!

৬। আপনার চোখের চেয়ে বেশী দেখে আপনার NOKIA মোবাইল !

৭। [[ CAPTCHA কি এবং কিভাবে কাজ করে। ]]

৮. Tense ফ্রী “Tense”! Tension ছাড়া Tense শিখুন ।

৯. প্রতি মাসে বাপের কিছু টাকা বাঁচান !

১০. একটু দেখে যান !আপনার পক্ষে উত্তর দিবে আপনার মেইল।

১১.  পুরস্কার বিজয়ী তিন নারী ফ্রিল্যান্সা

১২. যত্নে থাকুক আপনার সাধের ল্যাপটপ

১৩. বীপ শুনে বুঝুন পিসির বর্তমান অবস্থা কি ? 

Level New

আমি R!zwan B!n Sula!man। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 348 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I don't have anything extra ordinary to share with you.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস