আমার পিসিতে অনেক সফটওয়্যার ইন্সটল করা আছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনেক সময় উইন্ডোজের ফাইল মিস করে, তখন নতুন করে আবার উইন্ডোজ দিতে হয় এবং সফটওয়্যার গুলো আবার কয়েক দিন ধরে দিতে হয়। যা আমার কাছে খুবই বিরক্তিকর এবং গুরুত্বপূর্ণ সময় নষ্ঠকারক। দয়া করে একটু জানাবেন, কি ভাবে এর থেক পরিত্রাণ পেতে পারি। ধন্যবাদ।
আমি প্রশ্নবোধক (?)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
" ইস্পাত" ক্ষয়ে যায় তবু মরিচা ধরেনা, ভেংগে যায় তবু মচকায় না......
এই সমস্যা উইন্ডোজের আজীবনের সমস্যা! 😛 , কোন সফটওয়্যার দিয়ে এটার সমাধান করা যায় না। আপনি যদি নতুন একাউন্ড খোলেন তাহলে আর বারবার উইন্ডোজ ইন্সটল করতে হবে না। ফাইল মিসিং হলে আগের একাউন্ট টি মুছে দিয়ে নতুন একাউন্ট খুললেই দেখবেন উইন্ডোজ একদম নতুনের মত!
তবে সাবধান, আগের একাউন্টের Library তে যত ফাইল আছে তা অবশ্যই ব্যাকাপে নিবেন। নাহলে ওগুলো মুছে যাবে। এছাড়া কোন ভয় নেই। ধন্যবাদ 😀