কিভাবে উইন্ডোজ এক্সপি সেটআপ করবেন ? নতুনদের জন্য সহজে XP দেওয়ার নিয়ম।

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই ?  আশা রাখি সাবাই অবশ্যই ভাল আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভাল আছি। techtunes এটি আমার প্রথম টিউন। টিউনটিতে যদি কোন  প্রকার ভুল হয়ে থাকে তাহলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যাইহোক কাজের কথায় আশা যাকঃ-

আমার যারা নতুন আছি , উইন্ডোজ এক্সপি সেটআপ করতে সমস্যা হয়। কিংবা ভুল হয়। ফলে অন্য কারো সাহায্য বা দোকানে যেয়ে টাকা দিয়ে উইন্ডোজ এক্সপি সেটআপ করে নিতে হয়।

এর ফলে টাকা ও সময় দূটাই নষ্ট হয়। আজ আপনাদের এমন একটি টিঊটরিয়াল দিব , যা দেখে আপনি নিজে নিজে ঘরে বসে  উইন্ডোজ XP  সেটআপ করতে পারবেন। আর যদি কোন প্রকার সমস্যা হয়, তাহলে তো আমি আছি। টিউটোরিয়াল টি সম্পর্ন বাংলাতে যার ফলে আপনাদের বুঝতে সুবিধা হবে । তো বন্ধুরা - তাহলে আর দেরিকেন ? নিচের লিংক থেকে দেখে নিন কিভাবে উইন্ডোজ XP সেটআপ করতে হয়।

যদি টিউটোরিয়াল টি ভাল লাগে, বা এ রকম টিউটোরিয়াল আরো পেতে চান! তাহলে অবশ্যই Subscribe করবেন । এবং Sign in করে like দিবেন।

আজ এ পর্যন্ত । আগামীতে এর চেয়ে ভাল কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি । এ কমনা নিয়ে আজকের টিউন শেষ করছি

খোদা হাফেজ

সবাই ভাল থাকেন

Level 0

আমি tahmid hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই এইডা কি করলেন!!!!!!! এইডা ভাই এমন কেউ নাই যে জানে না। tune করবেন ভাল কথা…। একটা কথা মনে রাখবেন যারা এই ওয়েবসাইট এর ঠিকানা জানে তারা এই সহজ জিনিসটাও জানে। আশা করব next time নতুন কিছু নিয়ে tune করবেন।। আপনার tune এর জন্য আপনাকে ধন্যবাদ……।।

এর পরে আমরা শিখুম , MICROSOFT WINDOWS জিনিসটা কী । শিখেইয়েন ভাই ।

ভাই কম্পিউটার কি জিনিস? একটু বললে ভাল হয়

Level 0

এক্সপিরে কবেই ড্রেনের মধ্যে ফালাই দিছি

Level 0

ami new

ধন্যবাদ ভাই ভাল টিউন ।

Hasan Rintu keo ধন্যবাদ

Level 0

তাহমিদ হাসান ভাই কিন্তু প্রথমেই এ কথাটা লিখেছেন # techtunes এটি আমার প্রথম টিউন। টিউনটিতে যদি কোন প্রকার ভুল হয়ে থাকে তাহলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। # তারপর ও কয়েকজন ভাই যেই মন্তব্য করলেন তা দেখে কষ্টই পেলাম। আমাদের সমাজ থেকে ভদ্রতা আসলেই উঠে গেছে । না জানি কত ভাই আবার আমার উপর রাগ করবেন। তারপর ও সত্যটাই বলতে হবে।