উইন্ডোজ ফোনের জন্য ২০১৪ সালকে সবচেয়ে ভাগ্যবান বছর বলা যেতে পারে। ২০১২ সালে Windows Phone 8 বের হওয়ার পর অমূল কিছু পরিবর্তন এসেছিল এতে। কিন্তু এবছর Windows Phone 8.1 আপডেটে এত পরিমান নতুন ফিচার এবং ক্রুটি সংশোধন করা হয়েছে যে উইন্ডোজ ফোন এখন পরিপূর্ণ বলা যেতে পারে। উইন্ডোজ ফোন ৮.১ এর Official আপডেট আসছে আগামী জুন মাসেই (সম্ভবত ২৪ তারিখ) । গত এপ্রিল মাসে Windows Phone 8.1 Developer Preview বের হয়েছে। তাই টিউন যারা পড়ছেন তাদের অনেকেই হয়ত Windows Phone 8.1 ব্যবহার অলরেডি শুরু করে দিয়েছেন। যাহোক তবুও যারা নতুন বা আপডেট করেছেন কিন্তু জানেন না কি কি নতুন আপডেট/ফিচার এসেছ শুধু তাদের জন্যই টিউনটি লেখা। আরেকটা বিষয়, তা হল আমার এই টিউনটি উইন্ডোজ ফোন ৮ এর সাথে তুলনা করে আলোচনা করা হয়েছে। তাই উইন্ডোজ ফোন ৮ যারা ব্যবহার করেছেন তারা সহজেই বুঝতে পারবেন।
নিচে আমি প্রধান প্রধান কয়েকটি ফিচার সমন্ধে আলোচনা করব এবং ছোট ছোট ফিচারগুলি লিস্ট আকারে দিব।
আগে Start Screen এর ব্যাকগ্রাউন্ড হয় Dark আর নাহলে Light করা যেত। নতুন আপডেটের ফলে আপনি এখন আপনার পছন্দমত ইমেজ বা পিকচার ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করতে পারবেন। যে টাইলসগুলি Transparent ব্যাকগ্রাউন্ড সাপোর্ট করে সেগুলি আপনার দেয়া পিকচারটি দেখাবে।
এছাড়াও যাদের ফোনের ডিসপ্লে বড় তারা Show more tiles নামেও একটা অপশন পাবেন যাতে Start Screen এ আরো বেশি টাইলস রাখা যায়।
উইন্ডোজ ফোনের দারুন একটি সংযোজন হল Cortana. আপনি যদি আগে কখনো অ্যাপল এর iPhone বা iPad এ Siri ব্যবহার করে থাকেন তাহলে নিশ্চই বুঝতে পারবেন Cortanta কি। সাধারণ কথায় করটানা হচ্ছে আপনার পারসোনাল এসিসট্যান্ট ! এটা ভয়েস কমান্ডে কাজ করে। তাই আপনি মুখ দিয়ে যদি তাকে কিছু করতে বলেন তাহলে করে দিবে। ধরুন আপনি Wifi অন করতে চাচ্ছেন তখন কয়েকবার টিপে সেটিংস এ না গিয়ে সরসারি Contana কে যদি বলেন "Turn On WiFI" তাহলেই Wifi অন হয়ে যাবে ! 😉 শুধুমাত্র Cortana নিয়ে আগামীতে আলাদা একটা টিউন করব ইনশাআল্লাহ।
ইমেজ ক্রেডিটঃ WindowsPhoneCentral
উইন্ডোজ ফোন ৮.১ এর আরেকটি সবচেয়ে বহুল প্রতিক্ষিত ফিচার হল Notification Center। আগে উইন্ডোজ ফোন ৭ বা ৮ এ নোটিফিকেশন সেন্টার না থাকায় অনেক সমস্যা পোহাতে হয়েছে। নোটিফিকেশন সেন্টার এর ফলে এখন আপনি অ্যান্ড্রয়েড বা আইফোনের মত উপরে ট্যাপ দিয়ে নিচে আসলে নোটিফিকেশন সেন্টার পাবেন। নতুন এই নোটিফিকেশন সেন্টারে প্রয়োজনীয় ৪ টি টুলস এর সর্টকাট রাখা যাবে। যেমনঃ Wifi, Bluetooth, Internet Sharing কিংবা Rotation Lock ইত্যাদি। এবং প্রয়োজনীয় সবকিছুর নোটিফিকেশন দেখতে পাবেন।
ইমেজ ক্রেডিটঃ WindowsPhoneCentral
উইন্ডোজ ফোন ৮.১ এ আরো একটি দারুন ফিচার হল যে ফোনগুলিতে মেমোরী কার্ড সাপোর্ট আছে এগুলি এখন থেকে আপনি যেকোন অ্যাপস কিংবা গেম আপনার মেমোরী কার্ডে রাখতে পারবেন। আগে এই ফিচারটি না থাকার কারণে প্রচুর সমস্যা হয়েছিল। কোন বড় গেম ইন্সটল করলে আরেকটা বড় গেম ইন্সটল করার উপায় থাকত না।
উইন্ডোজ ফোন ৮.১ এ ম্যাসেজ বা চ্যাট করতে গেলে কিবোর্ডে Tap ছাড়াও Shape Writing এর মাধ্যমে দ্রুত লিখতে পারবেন। এই ফিচারটি আমার কাছে দারুন মনে হয়েছে এবং এভাবে টাইপ করে আসলেই অনেক মজা পেয়েছি। নতুন নতুন প্রথমে হয়ত বুঝতে পরবেন না কিভাবে টাইপ করতে হয় তবে একবার শিখে গেলে Shape Writing ছাড়া লিখতেই মন চাইবে না। ধরুন আপনি Hello লিখবে তাহলে প্রথমে H এ চাপ দিয়ে পরের প্রতিটি দিয়ে আঙ্গুল এনে o তে ছেড়ে দিলে দেখবেন Hello লিখা হয়ে গেছে 😉
ইমেজ ক্রেডিটঃ WindowsPhoneCentral
উইন্ডোজ ফোন ৮.১ আরো একটি চমৎকার ফিচার হল নিজস্ব ব্যাকআপ এবং সিংক্রোনাইজ সুবিধা। এই সুবিধার ফলে এখন থেকে আপনি আপনার ম্যাসেজ, সেটিংস, পাসওয়ার্ড, ফটো, ভিডিও, ইন্সটল হওয়া অ্যাপস এর তালিকা এমনকি গেমের লেভেন, স্কোরও ব্যাকআপ রাখতে পারবেন। ফলে এক ফোন থেকে আরেকফোনে সুইচ করলে সবকিছুই আবার আগের মত করে ফিরে পাবেন।
উইন্ডোজ ফোন ৮.১ রয়েছে বাংলা কিবোর্ড এর পূর্ণ সাপোর্ট। ফলে এখন যেখানে ইচ্ছা সেখানেই বাংলা লিখতে পারবেন কোন প্রকারের আলাদা সফটওয়্যার ব্যবহার ছাড়াই।
আগে উইন্ডোজ ফোন ৮.০ বা ৭.০ তে VPN ব্যবহার করা যেত না। তবে ৮.১ VPN এর সাপোর্ট দেয়া হয়েছে। Settings এ গেলে VPN এর জন্য একটি আলাদা অপশনই রাখা হয়েছে।
উইন্ডোজ ফোন ৮.১ VPN এর মত Settings এ যুক্ত হয়েছে Project My Screen নামে আরো একটি অপশন। এই ফিচারটির সাহায্যে এখন আপনি আপনার ফোনটির স্ক্রিন কম্পিউটারে সেয়ার করতে পারবেন।
এটি উইন্ডোজ ফোনের বহুল কাঙ্খিত একটি ফিচার। আমাদের দেশের অনেকজনই শুধুমাত্র এই একটি জিনিস না থাকার কারণে উইন্ডোজ ফোন কিনতে চায় না। তবে এখন আর আপসোসের কিছু নেই। উইন্ডোজ ফোনের API তে ফাইল ম্যানেজারের পূর্ণ সাপোর্ট এসেছে। যদিও FileManager নামে এখনো কোন অফিসিয়াল অ্যাপ স্টোর এ আসেনি তবে বর্তমানে বেশ কয়েকটি FileManager অ্যাপ আছে যেগুলি দিয়ে কাজ চালাতে পারবেন। আর অফিসিয়াল FileManager আসছে অতি শিঘ্রই !
এছাড়াও আরো অনেক অনেক ইম্প্রুভমেন্ট আর নতুন অনেক ফিচার যোগ হয়েছে। এতগুলি আসলে বিস্তারিত লেখা বা খুটিয়ে খুটিয়ে লেখার চেয়ে নিজে এক্সপেরিয়েন্স করাই ভাল। উইন্ডোজ ফোন ৮.১ ব্যবহার করার সময়ই বুঝতে পারবেন ৮.০ এর সাথে পার্থক্যগুলি।
- উইন্ডোজ ফোন সেন্ট্রাল অবলম্বনে
ভাল থাকুন, সুস্থ থাকুন 🙂
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
acha 8 jader ache tara ki free update pabe???????????