সবাইকে আজকের টিউটোরিয়ালে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। কথা কম বলে চলে যায় আজকের টিউনে । কিভাবে আপনার Nokia কিংবা Microsoft মোবাইল Flash করবেন তা নিয়েই আজকে আলোচনা করবো।
এটা Download করে নিবেন তারপর এটা ওপেন করবেন। ওপেন করে my device was not detected click দিবেন।
Lumia মোবাইল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার মোবাইল টিকে একটা usb ক্যাবল দ্বারা কানেক্ট দেন। কানেক্ট দিয়ে মোবাইল এর Volium Up button and down button ক্লিক করেন কয়েকবার। ক্লিক করলে আপনাকে ঠিক নিচের চিত্রের মত দেখাবে
এখন আপনি Install Software Click করুন।তাহলে প্রায় দেড় জিবির একটা ফাইল নামবে। ফাইলটি ডাউনলোড হওয়া পর্যন্ত আপনি ওয়েট করুন। ডাউনলোড error আসলে আবার ক্লিক দেন আগের যায়গা থেকেই ডাউনলোড হবে no tention .
সম্পূর্ণ ডাউনলোড হয়ে গেলে আপনি নিচের পিকচার এর মত দেখতে পাবেন
এখন আপনার মোবাইলে 25% চার্য থাকলে Next click করুন। সবকিছু ঠিক থাকলে আপনার মোবাইল ফ্ল্যাশ হয়ে যাবে টিউনটি বুঝতে কোন সমস্যা হলে ভিডিও টিউটোরিয়াল আছে দেখে নিন
এই বিষয়ে কোন কিছুর জানার থাকলে আমি Omar Faruk এবং আমার Youtube channel .
সবাই ভালো থাকবেন ব্যাই।
আমি ওমর এফ বাসিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই টিউন পেয়ে ভালো লাগল।
যদি নোকিয়া লুমিয়া হ্যান্ড সেট এর কান্ট্রি লক খোলার কোন সিস্টেম থাকে তাহলে প্লিজ জানাবেন