Windows Phone এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। আমি অধিকাংশ মানুষকেই দেখি Windows Phone কে না জেনে বুঝেই ভর্তসনা করতে। আমার ধারণা আগামী কয়েক বছরের মধ্যেই smart phone এর জগতে Windows Phone, android কেও ছাড়িয়ে যাবে। অনেকেই বলে Windows Phone এর তো কোন/ভাল/পর্যাপ্ত অ্যাপস নাই। কিন্তু এখন মনে হয় এ কথাটির আর কোন যৌক্তিকতা একেবারেই নাই। তবে হ্যা android এর অ্যাপস এর তুলনায় Windows Phone এর অ্যাপস এর সংখ্যা কম। তবে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় সব apps ই Windows Phone platform এর জন্য app store এ available and free. আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো আমার pupose serve করেনা এমন কোন app আমি এখনো app store এ পাই নাই। আর দিন দিন Windows Phone apps এর সংখ্যা বেড়েই চলেছে। আর আমি আজ পর্যন্ত যত জনকে Windows Phone কেনার জন্য free marketing করেছি তারা প্রথমে আমাকে এক চোট দিলেও, বেশী না মাত্র কয়েক দিনেই তাদের ভুল বুঝতে পেরেছে। যারা একটু techno savvy আমার মতে তাদের Windows Phone ই ব্যবহার করা উচিত। যাই হোক কাজের কথায় আসি -
যারা Windows Phone ব্যবহার করেন কিন্তু এখনো কোন Torrent File ডাউনলোড করতে পারছেন না তাদের জন্য এ টিউনটি।
Windows Phone এ Torrent File ডাউনলোডের জন্য best App হলো Torrex Lite - Torrent Downloader
এটি দিয়ে আপনি সরাসরি আপনার SD Card এ যে কোন Torrent File ডাউনলোড করতে পারবেন। এটি magnet link ও সাপোর্ট করে। আপনারা সরাসরি আপনাদের ফোন থেকে উইনডোজ স্টোরে প্রবেশ করে Torrex লিখে সার্চ দিলেই অ্যাপটি পেয়ে যাবেন। এর মধ্যে Free version যেটি সেইটি আপনার মোবাইল ফোনে ইন্সটল করুন। তাছাড়া চাইলে পিসিতেও ডাউনলোড করতে পারেন windows phone store থেকে।
ডাউনলোড লিংক হলো :
আমি নওশাদ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Bro thanks.ami lumia 435,535,540,640,735 use koresi.sotti Lumia phone osadharon.but typical Bengali na bujhe wrong comment more Lumia somporke.apnar kas theke aro besi besi apps & tips chai.