উইন্ডোজ ফোন vs. এনড্রয়েড vs. আইওএস; আপনার মুঠোফোনটি কি উইন্ডোজ হতে পারে না?

উইন্ডোজ ফোন; শব্দ পরিচিত হলেও বাংলাদেশে এর ইউজার তুলনামূলক কম। যদিও আমাদের ৯৯% কম্পিউটার উইন্ডোজ অপারেটিং সিস্টেমএ চলে। কিন্তু উইন্ডোজ ফোন এর জায়গায় অ্যান্ড্রয়েডই বেশি ব্যবহার হয়। কারন শুনতে চাইলেই মানুষ বলে উইন্ডোজ ফোন এর অ্যাপস কম। আবার একটা আইফোন পাইলে সেই ভাব। আই ও এস প্ল্যাটফরম এর অ্যাপস কি উইন্ডোজ ফোন এর থেকে খুব বেশি? তাইলে ফ্রী অ্যাপস হিসাব করলে আইওএস এর তো কোন চিহ্নই থাকে না। যাই হোক আমি কিছু উৎসাহী জনতা খুজে পেয়েছি তাদের জন্যই এই টিউন।

প্রথমে সামান্য কিছু ইতিহাস [সংগৃহীত]

উইন্ডোজ মোবাইলের কাজ শুরু করা হয় ২০০৪ সালে (এনড্রয়েড ২০০৩ সালের অক্টোবরে) । সে সময় এর সাংকেতিক নাম ছিল “ফোটোন”। কিন্তু কার্যক্রম খুব ধীর গতিতে হতে থাকে এবং চূড়ান্তভাবে প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। ২০০৮ সালে মাইক্রোসফট উইন্ডোজ মোবাইল গ্রুপ পুনরায় সংগঠিত করে এবং একটি নতুন মোবাইল অপারেটিং সিস্টেমের উপর কাজ শুরু করে। এটি মুক্তি পাওয়ার কথা ছিল ২০০৯ সালে, তবে কিছুদিন দেরি হওয়ার কারণে অন্তবর্তীকালীন সংস্করণ হিসেবে উইন্ডোজ মোবাইল ৬.৫ মুক্তি দেয় মাইক্রোসফট।

উইন্ডোজ ফোনের উন্নয়ন খুব দ্রুত সংঘটিত হয়। তবে নতুন এই অপারেটিং সিস্টেম উইন্ডোজ মোবাইলের অ্যাপলিকেশনগুলো সমর্থন করে না। মাইক্রোসফটের মোবাইল ডেভলপার এক্সপেরিয়েন্সের জেষ্ঠ্য পন্য ব্যবস্থাপক ল্যারি লিবারম্যান ইউইককে বলেন, “যদি আমাদের আরও সময় এবং সম্পদ থাকত, তাহলে আমরা হয়ত পূর্বেকার সংস্করণের সাথে সামঞ্জস্য রাখার পরিপ্রেক্ষিতে কিছু করতে পারতাম।” লিবারম্যান বলেন যে মাইক্রোসফট মোবাইল বাজারকে নতুনভাবে দেখার চেষ্টা করছে।

উইন্ডোজ ফোন ৭

২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি, স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে উইন্ডোজ ফোন ৭-এর ঘোষণা করা হয় এবং ২০১০ সালের ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রে এটি মুক্তি পায়। ২০১১ সালের মে মাসে মাইক্রোসফট উইন্ডোজ ফোন ৭-এর হালনাগাদ সংস্করণ “ম্যাংগো” মুক্তি দেয়। এই সংস্করণের সাথে জুড়ে দেওয়া হয় ইন্টারনেট এক্সপ্লোরার ৯-এর মোবাইল সংস্করণ। এই সংস্করণ ডেক্সটপ সংস্করণের মতই ওয়েব এবং গ্রাফিক্স সমর্থন করে। এছাড়া এতে রয়েছে তৃতীয়-পক্ষ অ্যাপ্লিকেশনের মাল্টি-টাস্কিং, পিপল হাবের জন্য টুইটার একত্রীকরণ, এবং উইন্ডোজ লাইভ স্কাইড্রাইভ সংযোগ।

২০১২ সালে একটি ছোটখাট সংস্করণ মুক্তি পায় যা “ট্যাঙ্গো” নামে পরিচিত। এতে পূর্বেকার সংস্করণের ত্রুটিগুলোকে সারানো হয় এবং হার্ডওয়্যারের প্রয়োজনীয়তা খর্ব করা হয়। ফলে একটি যন্ত্রে উইন্ডোজ ফোন চালানোর জন্য ৮০০ মেগাহার্জের সিপিইউ এবং ২৫৬ মেগাবাইট র‍্যামই যথেষ্ট।

২০১৩ সালের জানুয়ারিতে উইন্ডোজ ফোন ৭.৮ মুক্তি পায়। এতে উইন্ডোজ ফোন ৮-এর কিছু বৈশিষ্ট্য যোগ করা হয়। যেমনঃ স্টার্ট স্ক্রিন হালনাগাদ করা হয়, বর্ণবিন্যাসের বিকল্প দ্বিগুন করা হয় এবং বিং ইমেজ অফ দ্য ডে চিত্রটিকে লক স্ক্রিনের ওয়ালপেপার হিসেবে রাখার সুবিধা প্রদান করা হয়। উইন্ডোজ ফোন ৭.৮-এর উদ্দেশ্য ছিল উইন্ডোজ ফোন ৭-এর পুরানো ফোনগুলোকে বেশিদিন টিকিয়ে রাখা। কেননা, হার্ডওয়্যার সীমাবদ্ধতার কারণে এগুলোকে উইন্ডোজ ফোন ৮-এ হালনাগাদ করা সম্ভব নয়। অবশ্য, এখনও অনেক ব্যবহারকারীর কাছে উইন্ডোজ ফোন ৭.৮-এর হালনাগাদ পৌছায়নি।

মাইক্রোসফট ঘোষণা করেছে যে উইন্ডোজ ফোন ৭.৮ পরবর্তীতেও হালনাগাদ করা হবে, যেহেতু উইন্ডোজ ফোন ৭ এবং উইন্ডোজ ফোন ৮ কিছু সময় একই সাথে বিদ্যমান থাকবে। এতে উইন্ডোজ ফোন সমর্থিত বিভিন্ন মূল্যের মোবাইল ফোন বাজারে পাওয়া যাবে।

উইন্ডোজ ফোন ৮

২০১২ সালের ২৯ অক্টোবর মাইক্রোসফট উইন্ডোজ ফোন ৮ অবমুক্ত করে, যা উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেমের দ্বিতীয় প্রজন্ম। উইন্ডোজ ফোন ৮-এ পূর্বেকার উইন্ডোজ সিই ভিত্তিক স্থাপত্যের পরিবর্তে উইন্ডোজ এনটি কার্নেল ব্যবহার করা হয়েছে। উইন্ডোজ ফোন ৭ সমর্থিত স্মার্টফোনে উইন্ডোজ ফোন ৮ হালনাগাদ করা বা চালানো সম্ভব নয়। তবে উভয় সংস্করণ একই ধরণের অ্যাপ্লিকেশন সমর্থন করে। বর্তমানে এর উপডেটেড ভার্সন উইন্ডোজ ফোন ৮.১ প্রচলিত রয়েছে।

উইন্ডোজ ফোন এর ভবিষ্যৎ

উইন্ডোজ ফোন এনড্রয়েডকে পিছনে ফেলতে না পারলেও উইন্ডোজ ফোন ১০ বের হওয়ার পর আইওস প্লাটফর্ম এর জনপ্রিয়তা কিছুটা কমবে।

উইন্ডোজ ফোন ১০ নিয়ে মাইক্রোসফট আশা বাদি হলেও এর অ্যাপ স্টোর এর উন্নতি হয় নি। মাইক্রোসফট এর তৈরী করা অ্যাপস গুলোর কিছু আপডেট পাওয়া যাবে উইন্ডোজ ফোন ১০ এ কিন্তু অ্যান্ড্রয়েড কে ছাড়িয়ে যেতে যা প্রয়োজন তা আগামী ১০ বছরেও মাইক্রোসফট এর পক্ষে সম্ভব না। তাই কিছু গোপন (এখন আর গোপন নাই) তথ্যের ভিত্তিতে জানা গেছে, মাইক্রোসফট আর অ্যাপ ডেভলপার নিয়োগ দেবে আর তাতেও যদি কাজ না হয় তবে উইন্ডোজ ১০ অ্যান্ড্রয়েড অ্যাপ সমর্থন করবে (হয়তো এরকম কিছু হবে না)।

উইন্ডোজ ফোন vs. এনড্রয়েড vs. আইওএস

হোম স্ক্রীন

কুইক সেটিংস্‌মাল্টি টাস্কিং

কীবোর্ড

অ্যাপ ড্রয়ার

উইন্ডোজ ফোন এর পিছিয়ে থাকার একমাত্র কারন অ্যাপ স্টোর। ভবিষ্যতে এর উন্নতি হবে বলেই আশা করা যায়। আসুন এর কিছু উইন্ডোজ ফোন দেখে নেয়া যাক।

HTC One (M8) for Windows

ভাল বাজেট থাকলে এটাই হতে পারে আপনার জন্য সেরা। 5.0 ইঞ্চি 1080 x 1920 পিক্সেল রেসুলেশন নিয়ে এর ডিসপ্লে অতুলনীয়। এছাড়াও ২ জিবি র‍্যাম ৩২ জিবি রম (১২৮ জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্টেড) ও ২.৩ GHz প্রসেসরের সাথে এর পারফর্মেঞ্চ নিয়ে কোন কথা থাকে না। [বিস্তারিত এখানে]

Microsoft Lumia 535

নোকিয়া ছেরে মাইক্রোসফট এর প্রথম ডিভাইস এটি। অল্প দামে এর মত আর কোন মোবাইল এখন বাজারে নেই। এতে করনিং গরিলা গ্লাস ৩ ব্যবহার করা হয়েছে। এছাড়াও সামনে ও পেছনে দু জায়গায়ই রয়েছে ৫ মেগা পিক্সেল ক্যামেরা। এছাড়াও এতে রয়েছে ১ জিবি র‍্যাম ও ৮ জিবি রম। এর বর্তমান দাম ১১৫০০ (ডুয়েল সিম)। [বিস্তারিত এখানে]

Microsoft Lumia 435

মাত্র ৭,৯৯৯ টাকা। ৪ ইঞ্চি ডিসপ্লে ১ জিবি র‍্যাম ও ৮ জিবি রম। ক্যামেরা ও ডিসপ্লে সাইজ বাদে সব কিছুই লুমিয়া ৫৩৫ এর মত। [বিস্তারিত এখানে]

উইন্ডোজ ফোন অ্যাপ স্টোর

সময় পেলে স্টোরে একবার হানা দিয়ে আসবেন

এছাড়াও আপনার জন্য Cortana তো থাকবেই

Cortana সম্পর্কে আর কিছু জানতে দুটি ভিডিও দেখে নিন

লিঙ্ক ১

লিঙ্ক ২

উইন্ডোজ ফোন ১০ যেমন হবে

অ্যাপ স্টোর বাদে আর কোন কিছু তেই পিছিয়ে নেই উইন্ডোজ। আপনি যদি বড় মাত্রার গেমার না হন ও ফ্রী ইন্টারনেট এর পিছনে ঘুর ঘুর না করেন তবে উইন্ডোজ ফোন চালাতে কোন সমস্যা হবার কথা নয়।

আমি

Level 0

আমি নাফিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vdo call hoy na kano…windwos phone e,,,,lumia 1020

Level 0

সুন্দর টিউন

আরে ভাই সেইরাম টিউন করেছেন? আমিতো ভাবছিলাম এই সপ্তাহের মধ্যে এই বিষয়ে টিউন করবো। কিন্তু আপনি তো করে ফেললেন। তবে সমস্যা নেই, আমি মনে হয় আপনার মতো এতো সুন্দর ভাবে টিউনটি করতে পারতাম না। অসাধারন টিউন হয়েছে।

এতো সুন্দর টিউনের জন্য দুই কেজি ধইন্যা 😉 আশা করি সব সময় এরকম সুন্দর টিউনের ধারাবাহিকতা বজায় রাখবেন।

kub sundor hoise tuneTa an. kub valo babhe screenshot gula nise. I like it.

Cortana Ki? Kivabe use korbo. Star kaj ki

Apnak kastheke windows phone niya aro post chai…….

টিউন যথেষ্ট সুন্দর হয়েছে। আর আমি নিজেও বেশ কয়েক দিন নকিয়া লুমিয়া ১৫২০ চালিয়েছি আর এটার প্রায় সব দিক থেকে মোটামুটি ভাল । আর করটানা টা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। মুল কথা যদি নরমাল ইউসার যারা এই ভাবে chatting, messezing, social networking. অথবা এইরকম কাজ করে যাদের ছবি তোলা গান শোনা বা দেখা তাদের জন্য বেস্ট। কিন্তু অপারেটিং সিস্টেম কাস্টমাইজেশন সুজগ নেই বললেই চলে। আর অ্যাডভানস রম টুইকিং স্বপ্নের বিষয়। মূলত ক্লোসড সোর্স হওয়ার এর ডেভলপমেন্ট মাইক্রোসফট এর মাঝেই সিমাবদ্ধ। তার পরেও ব্যাসিক ইউজার দের জন্য চলে।
আর আবারো বলছি টিউনটা সুন্দর হয়েছে

    @অ্যান্ড্রয়েড গেমওয়ালা: অপারেটিং সিস্টেম কাস্টমাইজেশন এর সুবিধা হয়তো নেই তবে ডিফল্ট ইউয়ই কিন্তু কম না। আর এনড্রয়েড এর কি কোন বৈশিষ্ট আছে? হটাত কারো মোবাইল এ হাত দিয়েও আপনি একটু অস্বস্তি বোধ করবেন (অন্তত আমি করব)। এটা উইন্ডোজ ফোন এ হবে না। আর গেমিং এর জন্য উইন্ডোজ ফোন যে খারাপ তা নয়। উইন্ডোজ ফোন ১০ এক্স-বক্স সাপোর্ট করবে, তখনই বুঝতে পারবেন।
    আপনার টিউমেন্ত এর জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভাল হয়েছে কিংবা আরও চাই এই টাইপ এর টিউমেন্ট করে, আপনার টিউমেন্ট টা ব্যাতিক্রম।

Level 2

Ami lumia 435 use korsi & lumia 640 kinbo.it is exellent operating system than android.because operating speed android er theke onek besi.Android er 2gb ar windows 1 gb ram soman perform kore .Ar battery 3000amp for android ar 2200 amp for windows soman perform kore.Ek kothay windows atuluniyo.Aro ekta bepar worldwide silently lumiar share din din bere cholese.Ei bepareo apnar kas theke ekta detail tune chassi.Keo comments korar age lumia phone use kore tobei comments korben.Ar apnar ei sundor tune korar janno thanks.Lumia somporke aro besi besi tune chai apnar kas theke sathe tips and tricks and apps.Go ahead brother.

    @saeedrony: আপনি উইন্ডোজ ফোন ইউজার জেনে খুশি হলাম, কম্পিউটার আর মোবাইল এর ওএস এর একটা সামাঞ্জস্য থাকা উচিৎ। আর আমি এই ব্যাপারে আরও টিউন করব। আর পারলে লুমিয়া ৪৩৫ মোবাইল টা ক্যামন একটু জানাবেন।
    টিউমেন্ট এর জন্য ধন্যবাদ।

      Level 2

      Bro lumia 435 dualsim actually basic userder janno kube valo.Etar performance 535 er cheye kom noy.Sudhu display size, Camera, Flash ei tinty jinis muloto difference ta korese 535 er sathe.Ar etar display clarity kintu 535 er cheye onek valo.Apni jadi Internet er game er medium/Low user hon tahole onayeshei ek theke derdin charge thakbe.Amar mote basic use er janno eta karap na.You can try it.

        @saeedrony:@saeedrony: টাচ রেস্পন্স ক্যামন?

          Level 2

          bro touch response 535 er theke valo.jadio 535 update korle touch response improve hoye jay to touch response niye no tention. Ar 435 ke w 10 e upgrade korar essa ase microsoft companyr.435 dual sim amar kase valoi lagse ekebare kharap na.tobe etar display kintu gorilla glass 3 na ar thickness 535 er theke bes valoi besi.

            গরিলা গ্লাস লাগবে না, আমি স্ক্রীন এর উপর হাতুরি দিয়ে পিটামু না। ৪৩৫ এর স্ক্রীন রেসুলেশন কিন্তু ৫৩৫ এর সমান, শুধু স্ক্রীন সাইজ। ৫ ইঞ্চি মোবাইল গুলা এখন কার যুগে বেশি চলে তবে ৪ ইঞ্চি টা স্ট্যান্ডার্ড সাইজ। আর সব লুমিয়া মোবাইলই উইন্ডোজ ১০ এ আপগ্রেড করা যাবে। তবে সব দিক দিয়ে লুমিয়া ৬৪০ এক্সল টা বেস্ট।

Level 0

valo laglo…balo babe guchiye likhechen

    বিশ্বাস হল না, আমি গুছিয়ে লিখতে পারি না। আপনাকে ধন্যবাদ।

Level 0

ভাই শুধুমাত্র আপনার টিউনের উপর কমেন্ট করার জন্য লগিন করলাম
অসাম ভাইজান,আপ্নার টিউনটা পড়ে মনটা ভালো হয়ে গেল।আসলে উইন্ডোজ ফোন অল্প কয়েকটা কোম্পানি বের করে আর অ্যাপ এর অভাব।নাইলে উইন্ডোজ ফোন সব দিক দিয়ে বেস্ট।
তবে যদি উইন্ডোজ ১০ অ্যান্ড্রয়েড অ্যাপ সমর্থন করবে এটা যদি সত্যি হয় তবে Android সেইরকম মাইর খাবে

    @hey: উইন্ডোজ ১০ বের বের হওয়ার পর এমনি তেই খাবে, ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাই ভাল লিখেছেন। লুমিয়া ৫৩৫ রিলিজ হওয়ার আগে থেকেই কিনার আগ্রহ ছিল, কিন্তু উইন্ডোজ ফোনের ফ্রি ইন্টারনেট নাই সেজন্য কিনার চিন্তা বাদ দিয়েছি।

    @Raihan Khan: ইন্টারনেট ইউস করবেন তাও ফ্রী? মাইরালা

      Level 0

      @নাফিউল ইসলাম: এ কথাই শুনতে বাকি ছিল। ভাই আপনে আমার চোখে জল এনে দিলেন! ০১৮৫৮৫৩৯৩৪৮ এটা আমার নাম্বার দয়া করে ফোন দিবেন। আপনাকে নেট পেকেজ আমি কিনে দিব। তাও দোহায় লাগে আপনার সখের উইন্ডোস ফোন একটা কিনেন। প্লিজ প্লিজ

      Level 0

      @নাফিউল ইসলাম: এ কথাই শুনতে বাকি ছিল। ভাই আপনে আমার চোখে জল এনে দিলেন! ০১৮৫৮৫৩৯৩৪৮ এটা আমার নাম্বার দয়া করে ফোন দিবেন। আপনাকে নেট পেকেজ আমি কিনে দিব। তাও দোহায় লাগে আপনার সখের উইন্ডোস ফোন একটা কিনেন। প্লিজ প্লিজ

      Level 0

      @নাফিউল ইসলাম: এ কথাই শুনতে বাকি ছিল। ভাই আপনে আমার চোখে জল এনে দিলেন! ০১৮৫৮৫৩৯৩৪৮ এটা আমার নাম্বার দয়া করে ফোন দিবেন। আপনাকে নেট পেকেজ আমি কিনে দিব। তাও দোহায় লাগে আপনার সখের উইন্ডোস ফোন একটা কিনেন। প্লিজ প্লিজ

      Level 0

      @নাফিউল ইসলাম: এ কথাই শুনতে বাকি ছিল। ভাই আপনে আমার চোখে জল এনে দিলেন! ০১৮৫৮৫৩৯৩৪৮ এটা আমার নাম্বার দয়া করে ফোন দিবেন। আপনাকে নেট পেকেজ আমি কিনে দিব। তাও দোহায় লাগে আপনার সখের উইন্ডোস ফোন একটা কিনেন।

      Level 0

      @নাফিউল ইসলাম: এ কথাই শুনতে বাকি ছিল। ভাই আপনে আমার চোখে জল এনে দিলেন! ০১৮৫৮৫৩৯৩৪৮ এটা আমার নাম্বার দয়া করে ফোন দিবেন। আপনাকে নেট পেকেজ আমি কিনে দিব। তাও দোহায় লাগে আপনার সখের উইন্ডোস ফোন একটা কিনেন।

      Level 0

      @নাফিউল ইসলাম: এ কথাই শুনতে বাকি ছিল। ভাই আপনে আমার চোখে জল এনে দিলেন! ০১৮৫৮ ৫৩৯৩৪৮ এটা আমার নাম্বার দয়া করে ফোন দিবেন। আপনাকে নেট পেকেজ আমি কিনে দিব। তাও দোহায় লাগে আপনার সখের উইন্ডোস ফোন একটা কিনেন।

আমি আবার একটু অন্য কিসিমের পাবলিক……আমার কাছে এখনো লুমিয়ার ইন্টারফেসটাই বাজে মনে হয়- সৌন্দর্যপিপাসুর কাছে অ্যান্ড্রয়েডের ইউআই-র সাথে তুলনা করলে আইফোন আর লুমিয়া ধরা খাবেই- টাইলস শুধু পিসি আর ট্যাবেই উপযুক্ত বলে আমার কাছে মনে হয়- ফোন জিনিসটা আসলেই একটু আলাদা প্ল্যাটফর্ম…..তবে অ্যাপ ড্রয়ার অতটা খারাপ লাগে না লুমিয়ার….
অ্যান্ড্রয়েডে হঠাৎ হাত দিলে অস্বস্তি বোধ করবেন শুনে দিল আমার ভেঙে খানখান হয়ে গেছে- মাটিতে ভাঙা টুকরাগুলো পড়ার আগেই দয়া করে যদি বলতেন কেন তাহলে ফেবিকল কিনতে যেতাম 😉
টিউন সুন্দর হয়েছে….নোকিয়ার লোগো নতুনটাতে দেখতে না পেরে সিনেমার মত ঝাপসা চোখে মধুময় অতীতে ফিরে গেলাম- কতকিছু দেখলাম বলার না!!!…..মাইক্রোসফটের লোগো দেখেও খুব খারাপ লাগছে বলব না- ভাই গেটসের আমিও অনেক বড় পাঙ্খা 😉
Lumia 535 নিয়ে বিস্তারিত বকরবকর করবেন একদিন- দর্শনেও অর্ধ ভোজন হয় কিনা!! ধন্যবাদ 🙂

    গেট্‌স এর পাঙ্খা লুমিয়া ইউস করবেন না? যাই হোক, অ্যান্ড্রয়েড কাস্টমাইযেবল তবে মোবাইল এর কি কোন ডিফল্ট ইন্টারফেছ থাকা উচিৎ না? একটা লাঞ্ছার ইন্সটল করলেই সব চেঙ্গ? একেক জনের একেক পছন্দ। আর ডেক্সটপ আর ট্যাব এ টাইলস ভাল আর মোবাইলএ না? ক্যান? সামাঞ্জস্যের ব্যাপারে আমার সাথে অনেকেই একমত পোষণ করেছে। যাই হোক, টিউমেন্ট এর জন্য ধন্যবাদ।

Khub Valo Likhecen Bro.. I Love Lumia. Microsoft 535 ErJonno Wait korcilam. Phn Ta Release pabar sathe sathe kine feli. Chorom phn ekta.Manush Tak Lagiye Dekhe. Kenona Wp Ektu Uncommon. Eita Amar First Wp. But Etotai Valo Laagce Je Ami Shara jibon wp use korbo vebe nici.. Lumia 640 XL Er Jonno Wait Kore Aci. Aaj Release holee kaal e nibo..

Thanks for nice tune..

    আমিও লুমিয়া ৬৪০ এক্সল কিনবো, বের হতে হয়তো বেশি দিন লাগবে না, দাম ১৯২০০ এর মত হবে (যতদূর আমি জানি)। শুধু ১ জিবি র‍্যাম টাই খারাপ (যদিও উইন্ডোজ ফোন এর জন্য যথেষ্ট) বাকি সব ভাল।

আমি যদিও ২০১২ থেকে android user। কিন্তু আমি মনে মনে windows like করি।
আসলেই পিসির সাথে মোবাইলএর সামঞ্জস্য থাকা উচিত।
আপাতত android দিয়েই সামঞ্জস্য করার চেষ্টা করতেছি।

    লুমিয়া ৪৩৫ কিনে ফেলতে পারেন (যদি পছন্দ হয়), দাম অনেক কম।

ভাইয়া আমি microaoft Lumia 435 করি ।সেট টার performence অসাধারন।।উইন্ডোজ ফোনের জন্য কি কোন phonetic keyboard আছে???? যদিও এর নিজস্ব default বাংলা keyboard আছে ।কিন্ত সেটা দিয়ে লিখতে বেশ ঝামেলা।।।

ভাই আপনাকে অনেক ধন্যবাদ!!!

Level 2

Bro Lumia 640 LTE dual SIM set ta ki bd Te asbe.asle Kobe theke kinte paowa jabe janen ki?