চলে এসেছে মাইক্রোসফট এর প্রথম ফোন মাইক্রোসফট লুমিয়া ৫৩৫

মাইক্রোসফট গত বেশ কয়েকদিন থেকেই টিজ করে যাচ্ছিলো তাদের আপকামিং নিজস্ব ব্র্যান্ডিং এর ফোন নিয়ে আসা নিয়ে। অবশেষে কথা অনুযায়ী   আজকে ঘোষনা দিয়েছে তাদের নতুন ফোন "মাইক্রোসফট লুমিয়া ৫৩৫" নিয়ে। যদিও লুমিয়া প্রেমীদের আশা ছিল শুধু একটি ফোনই নয় এই তারিখে আরো কয়েকটা ফোন রিলিজ হওয়ার।

তো জেনে নেয়া যাক কি কি থাকছে এই ফোনে

মাইক্রোসফট লুমিয়া ৫৩৫

  • 5-inch IPS LCD (960 x 540)
  • 1.2 GHz quad-core processor Qualcomm Snapdragon 200
  • 1 GB RAM
  • 5 MP rear camera
  • 5 MP front-facing camera
  • 8 GB storage
  • MicroSD card support (Up to 128 GB)
  • 1905 mAh battery

অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে উইন্ডোজ ফোন ৮.১ সাথে লুমিয়া ডেনিম আপডেট।

এছাড়াও ফোনটি ডুয়েল সিম ও সিঙ্গেল সিম দুইটি ভার্সনে পাওয়া যাবে। ফলে যাদের ডুয়েল সিম দরকার সেই তাদের জন্য ভালই হয়েছে। আর দারুন এই ফোনটি ফোনটি পাওয়া যাবে কমলা, কালো, ধূসর, সবুজ, সাদা ও আকাশি রং এ।

আরেকটি সুসংবাদ হল ফোনটি সর্বপ্রথম চায়না, হংকং আর বাংলাদেশে সর্বপ্রথম রিলিজ হবে 🙂 ফোনটির সম্ভাব্য দাম ধরা হয়েছে ১১০ ইউরো যা বাংলাদেশী টাকায় প্রায়  ১৩৫০০ টাকা।  সদ্য রিলিজ হওয়া এই ফোনটি হয়ত কিছুদিনের মধ্যেই বাংলাদেশের যেকোন মাইক্রোসফট স্টোর (নোকিয়া স্টোর) থেকে পাওয়া যাবে।

ফোনটি সমন্ধে বিস্তারিত কনফিগারেশন পাওয়া যাবে মাইক্রোসফট এর ওয়েবসাইটে

তোর আপনার কি মতামত মাইক্রোসফট লুমিয়ার এই প্রথম ফোনটি সমন্ধে? জানান মন্তব্যে

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

১৩৫০০ হইলে চিন্তা করে ফেললাম এইটাই কিনবো, দেখতে আর কনফিগ টা ও ভালো কিন্তু ক্যামেরা আর ব্যাটারি টাই একটু ঝামেলা তারপর ও কিনবো।
ধন্যবাদ শেয়ার করবার জন্য

    Level 0

    @জুবায়ের আহমেদ:

    Price: 10,500/= (Source Prothom Alo)

ধন্যবাদ সাইফুল ভাইয়া বিস্তারিত শেয়ার করার জন্য।

congigaration টা ভালই লাগল রেম এর উপর গুরুত্ত দেয়া হইসে কিন্তু বেটারি যদি ২২০০-২৫০০ হইত তাইলে চরম হইতে overall ভালই

    @IHK শাওন: ভাই উইন্ডোজ ফোনে এই ব্যাটারি অনেক মানে আপনার এন্ড্রয়েড থেকে অনেক বেশী চার্জ থাকবে আর দাম ও কম মাত্র ১০৫০০

Level 0

Excalaimed to watch that, i wanna going to buy this one.

ভিডিও রিভিউ দেখলাম, ভালই..। তবে আপনার দামটা…….

Level 0

লুমিয়া ফোনে বাংলা লেখা যায়?

    @Ra’d: হ্যা অবশ্যই লেখা যায়। বাংলা লেখার জন্য বিল্ট ইন কিবোর্ড রয়েছে উইন্ডোজ ফোনে।

      @সাইফুল ইসলাম: কিন্তু সেটাতে অনেক ঝামেলা।যুক্তাক্ষর কিভাবে লিখে?

        @মুকুট: যুক্তাক্ষর লেখা যায়তো। বাংলাতে “ও” এর পাশে “্” এরকম এটা চিহ্ন আছে। যেটা দিয়ে যুক্ত করতে হয়। ধরুন আপনি ব্ব লিখবে তাহলে ব +্+ব = ব্ব

        তবে এই ম্যানুয়াল কিবোর্ড থেকে খুব শিঘ্রই মুক্তি পাবেন। কারণ উইন্ডোজ ১০ এ আসছে বিল্ট-ইন ফনেটিক কিবোর্ড 🙂

Level 2

Ami gotokal eta kinechi
Darin tone dam porse 10058 BDT
DARUN
R ETATE BANGLA O LEKHA JA
ধশনসথচঝফহথ