Windows Phone এ ঝটপট নিয়ে নিন Screen Shot!

হ্যালো, আমি রাহাত। আমার প্রথম টিউন। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থনা করছি।

আমি লক্ষ্য করলাম, Windows Phone নিয়ে খুব কম টিউনস শেয়ার করা হয়েছে। কিন্তু এর অনন্য ফিচারের জন্য বিশ্বে এ অপারটিং সিস্টেমটি অনেক popular । আমাদের দেশেও এদের popularity দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এর ব্যবহার অনেক ক্ষেত্রে সহজ, আবার অনেক ক্ষেত্রে কঠিন। আগেই বলে রাখি, প্রত্যেক অপারটিং সিস্টেম এর নিজস্য বৈশিষ্ট আছে। সুতরাং Android, Android এর জায়গায়; iOS, iOS এর জায়গায়; Windows Phone, Windows Phone এর জায়গায়।  তো যা বলছিলাম, এর ব্যবহার কে যদি আরো বিস্তারিত করে বুঝা যায়, তবে এটির জনপ্রিয়তা Android-iOS এর কাছে বা ছাড়িয়ে চলে যেতে পারে। আর এটি সম্ভবও। যেহেতু, এই OS ব্যবহার একটু কঠিন (Andoird-iOS এর তুলনায়); তাই আমি চেষ্টা করব, নিয়মিত পোস্ট করতে, নিত্য প্রয়োজনীয় সকল টিপস ও ট্রিক্স।

আর কথা না বাড়িয়ে চলে যাই, মূল টপিক এ।

ScreenShot নেয়া মাঝে মাঝে আমাদের খুব প্রয়োজন হয়। যেমন, কোনো website এর কিছু তথ্য বা ছবি সহ Articles সেভ করা, Funny কিছু সরাসরি Share করা, আবার আপনি আপনার Home Screen নিয়ে Showoff অথবা কোনো গেম এ আপনার Unvileaveable Score বন্ধুদের সাথে Share করা,  ইত্যাদি।

Screen Shot নেবার জন্য simply, POWER button টি ধরে রেখে, START button টি চাপুন। আপনার Display তে ঐ সময় যা ভেসে থাকবে, তৎক্ষণাৎ Screen Shot নিয়ে Save হয়ে যাবে। Photohub এ ScreenShot album এ আপনার পূর্বের নেয়া ScreenShot টি দেখতে পারবেন। আর সবার সাথে Share করতে পারবেন আপনার প্রিয় বা জরুরী image টি। 😀

নিচের ছবিটি লক্ষ্য করুন।

[Note: ১। Windows Phone 8 এর জন্য প্রযোজ্য।

২। পূর্বের Version এর জন্য Software ব্যবহার করে ScreenShot নিতে      হয়। কিন্তু উহা যথেষ্ট জামেলা পূর্ণ। কমেন্ট এ যদি দেখি WP 7 বা WP 7.5 এর জন্য এই টিপস টি বেশি চাওয়া হয়, তবে আরেকটি পোস্ট করে ফেলব এই বিষয়ে।

৩। কিন্তু আমার মতে আপনারা যারা WP8 এ এখনো Upgrade হননি, তারা অনেক miss করছেন। জলদি WP 7 এবং WP 7.5 ছেড়ে upgrade করে নিন। অসাধারণ সব ফিচার উপভোগ আপনার জন্য অপেক্ষারত।]

সকলে কমেন্টস আশা করছি। এবং আপনাদের যাতে আরো টিউনস উপহার দিতে পারি, সেই দোয়া করবেন।

জাজাক আল্লাহ খয়ের।  😀

Level 0

আমি Rahat Bin Osman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

৫ দিন পরে রিলিজ হওয়া উইন্ডোজ ফোন ৮.১ নিয়ে টিউন করতে পারেন। এটি কয়েকশো নতুন ফিচার নিয়ে চালু হচ্ছে যার তালিকা অনলাইনে আছে। এর মধ্যে আলাদা ভলিউম কন্ট্রোলের আকাংখিত ফিচারটাও আছে। এই আপডেটাও ফ্রি। প্রথম উইন্ডোজ ফোন ৮.১ সেট হচ্ছে সম্ভবত লুমিয়া ৬৩০ আর HTC one M8 এর উইন্ডোজ সংস্করন

    @Junaid Ahmed Shawon: ইনশাআল্লাহ, যখন আমার ফোনের আপডেট আসবে, তখন থেকেই আমি WP 8.1 নিয়ে টিউন করব।
    আপনাকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য দেবার জন্য। 😀

Level 0

Vai,windows phoner video player jemon km player mx player ase ki? Thakle download linkta diben plz…….

ভাইয়া আমার একটা প্রশ্ন আছে। মাইক্রোসফট অ্যাকাউন্ট খোলার পর ভেরিফাই চাইতেছে। ভেরিফাই কিভাবে করব? আর মবাইলের email+account এ গেলে যে অ্যাকাউন্ট খুলছিলাম অইটার নিচে attention required লেখা ওঠে। আর স্টর থেকে কিছুই ডাউনলোড হয় না। কি করব ভাই? একটু হেল্প করেন।