বন্ধ করুন অটো আপডেট আপনার উইন্ডোজ ৮.১ অথবা ৮ এর

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন? আমি আলহামদুলিল্লাহ খুব ভাল আছি। চলুন টিউনে চলে যাই।
আজকের টিউনের বিষয়টা হলো "বন্ধ করুন অটো আপডেট আপনার উইন্ডোজ ৮.১ অথবা ৮ এর" এটা।
আপনি হয় তো বুঝে গেছেন আমি কি বলতে চাচ্ছি? তাহলে চলুন দেখা যাক কি ভাবে আপনি আপনার উইন্ডোজের অটোয়াপডেট বন্ধ করবেন।

তার আগে কিছু কথা বলে রাখি।

আপনি যদি অটো আপডেট বন্ধ রাখেন তাহলে পিসি ঠিক সময় মত উইন্ডোজ সার্ভার থেকে আপডেট গ্রহণ করতে পারবে না। এবং আপনি নতুন নতুন ফিচার থেকে বঞ্চিত হবেন।
বেশ কয়েকদিন আগে সাইবার হামলা হয়েছে অনেক দেশে প্রায় ১০৩ টা দেশে এই হামলা হয়েছে। এটা একটা ভাইরাস দ্বারা কোনো কম্পিউটার বা কোনো ডিভাইজকে লক করে দিয়ে টাকার দাবি করছে। তাদের টাকা না দিতে পারলে তারা সেই লককৃত ডিভাইজের সকল ডাটা নষ্ট করে দেয়ার হুমকি দিয়েছে। তাই বলছি আপডেট চালু রাখা অত্যন্ত জরুরি।

এবার চলুন দেখা যাক কি ভাবে বন্ধ করবেন এবং চালু করবেন।

Step 01

This PC এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করুন।
এখানে থেকে Manage এ ক্লিক করুন।

এর পর Servoces And Application এ ক্লিক করুন

এর পর Services এ ক্লিক করুন।

তার পরে স্ক্রল করে নিচে চলে যান দেখুন লেখা আছে Windows Update

এর পর Stop এ ক্লিক করে বন্ধ করে দিন।

এর পর Automatic এ ক্লিক করে Disabeld করে Apply এ ক্লিক করুন

ব্যাস কাজ শেষ। আপনি একই ভাবে অটো আপডেট চালু করতে পারবেন। শুধু Start এ ক্লিক করবেন এবং Automatic এ ক্লিক করে Apply এ ক্লিক করে ওকে দিন কাজ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে কষ্ট করে পড়ার জন্য

যদি কোনো সমস্যা হয় হয় তাহলে নিম্নক্ত লিংক থেকে আমাকে মেসেজ করবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপানাকে সাহায্য করার।

আমাকে পাবেনঃ

আমি গুগোল প্লাসে
আমি টুইটারে টুইট করুন
আমি ফেইসবুকে মেসেজ করুন
উইন্ডোজ বিষয়ক ভিডিও ইউটিউবে পেতে সাবস্ক্রাইক করুন।

আমি মেহেদী। এখন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তি কোনো টিউটোরিয়ালে। ভালো থাকুন সুস্থ্য থাকুন। মেতে থাকুন প্রযুক্তির সুরে। ধন্যবাদ সবাইকে। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি। খোদা হাফিজ।

Level 8

আমি মামুন। COO, Injaazh Private Limited, Pabna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 122 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 50 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

{জানিয়ে দাও} (,) {না হয় জেনে নাও}


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস