[Trick] কম্পিউটারের Keyboard -এর LED Light গুলোকে Disco করান খুব সহজে।Cool Keyboard Tricks (Windows) : Make a Disco Dance

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আগেই বলে রাখি যারা জানেননা এই টিউনটি তাদের জন্য। যারা জানেন তারা দূরে থাকুন।

আমরা সাধারণত প্রতিটা কীবোর্ড -এ ৩ টা LED লাইট দেখতে পাই। এই গুলো সক্রিয় করতে হলে Caps Lock, Scroll Lock এবং Num Lock বাটন চাপতে হয়।

এখন আমি দেখাব এই লাইট গুলো কিভাবে নাচাতে হয় ????
এই Tricks -এ আমি সাধারন Visual Basic Script ব্যবহার করে Caps Lock, Scroll Lock এবং Num Lock -এর LEDs গুলোর নাচ দেখাব। চলেন শুরু করা যাক

১। প্রথমে Notepad Open করুণ

২। নিচের code গুলো copy করে Notepad -এ paste করুণ
Set wshShell=wscript.CreateObject("WScript.Shell")
do
wscript.sleep 100
wshshell.sendkeys "{SCROLLLOCK}"
wscript.sleep 100
wshshell.sendkeys "{CAPSLOCK}"
wscript.sleep 100
wshshell.sendkeys "{NUMLOCK}"
loop

৩। এবার file টি Disco.vbs নামে save করুণ।

file Tite ডাবল ক্লিক করে run করান আর দেখুন keyboard -এর LED Disco

This trick has been tested on Windows XP, Windows Vista, Windows 7 and Windows 8 and found to be working perfectly.

LED disco বন্ধ করবেন কীভাবে ?

Start Task Manager(Ctrl+Alt+Delete) অন করে wscript.exe -এই software টি End Task করলেই LED disco অফ হইয়ে যাবে।

কোন সমস্যা থাকলে Tumment করুন।।
Tips টা ভালো লাগলে আমার সাইটে একটু গুরে আসুন।।
আমার সাইট http://Www.AGalaxy.TK

সুস্থ থাকুন। আর সব সময় ভালো কিছু করার চিন্তা করুন।।।।

ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি বিপ্লব এসডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা অন করে আমার কীবোর্ড উল্টাপাল্টা লেখছে। ইংরেজিতে Oলেখতে গেলে ৬ উঠতেছে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

NUMLOCK button ON আছে । OFF করে দিলে ঠিক হয়ে যাবে। Function Key (Fn) আর NUMLOCK Button একসাথে Press করলে ON/OFF হবে ।