পিসির রেমের(RAM) কিছু সমস্যা ও তার সমাধান।

পিসি RAM এর কিছু সমস্যা সঙ্গে তার সমাধান। দেখুন আপনারও কাজে আসতে পারে।

বন্ধুরা আশাকরি সবাই খুব ভাল আছেন আমিও আপনাদের দোয়াই খুব না হলেও মোট মোটি ভালই আছি। যাই হোক প্রতিদিন এর মতো আজকেও আপনার সাথে ছোট কিছু টিপস নিয়ে টিউন শেয়ার করছি আশাকরি আপনাদের পছন্দ হবে এবং অনেক কাজেও আসবে। আজকে আমি আপনাদের সাথে Ram এর কিছু সমস্যা এবং তার কারণ ও সমধান দেবার চেষ্টা করলাম। তাহলে আর দেরি করে লাভকি নীচে থেকে দেখে নিন সমস্যা গুলো কি এবং সমাধান গুলো কি।

1 // প্রশ্ন ঃ আমি আমার কম্পিউটার এ ব্যবহার করা পুরনো Ram সাথে একটি নতুন চিপ লাগাছি কিন্তু সেটি স্ক্রীন এ দেখাছে না এমন কি কোন এরর ম্যাসেজ ও দিছে না। এখুন কি করবো …
কারনঃ ১) Ram চিপ টি মনে হয় খারাপ আছে।
২) Ram চিপ টির BUS স্পীড মাদার বোর্ড এবং প্রসেসর এর সাথে মিল খাছে না।

সমধানঃ ১) প্রথমে আপনার কম্পিউটার এর ব্যবহার করা আগের পুরনো Ram চিপটি খুলে এর BUS স্পীড জেনে নিন। সাধারন চিপ এর গায়ে আলাদা স্টিকারে 133MHz/100MHz ইত্যাদি লেখা থাকে। তখুন ব্যবহার করা চিপ্তির BUS স্পীড এর মতো BUS স্পীড এর Ram ব্যবহার করুন।
২) মাঝে মাঝে বিভিন্ন করনে একটি নতুন Ram ও খারাপ থাকতে পারে। তাই চিপটি অন্য কোন কম্পিউটার চেক বা পরীক্ষা করে দেখুন কাজ হছে কি না। ধুল বালির ফলেও Ram স্লটে ময়লা থাকতে পারে সেক্ষেত্রে Contact Cleaner ব্যবহার করে দেখতে পারেন।
2// প্রশ্ন ঃ নতুন কোন Ram লাগানোর পরেও সেটি পিসিতে শো করছে না।
কারনঃ এটি মূলত তিনটি কারনে হতে পারেঃ
১) এই Ram এর BUS স্পীড বেশি যা আপনার মাদার বোর্ড সাপোর্ট করে না।
২) ভুলভাবে চিপটি লাগানোর ফল স্বরূপ এটা হতে পারে।
৩)বা Ram চিপ টি নষ্ট হয়েগেছে।

সমধানঃ
১) মাদার বোর্ড এর ম্যানুয়াল দেখে নিশ্চিন্ত হয়েনিন কোন কোন স্পীড Ram এটি সাপোর্ট করে। যদি সাপোর্ট না করে তবে মাদার বোর্ড ও Ram থেকে একটি আপনাকে বদলাতে হবে। আর মাদার বোর্ড বদলানোর অরথ হল আগের Ram টিকে বাদ দিয়ে দেওয়া।
২) Ram ভুলভাবে ইন্সটল করলে পিসির পাওয়ার বাটন দেয়া মাত্রই ‘বিপ’ করে একটি শব্দ করবে। যদি টা হয় তাহলে Ram টি খুলে নিয়ে ভাল ভাবে চেপে লাগান, তাছাড়া Ram শুধু চেপে নয় ক্লিপের দ্বারা লাগাতে হয়। বা অন্যান্য স্লটে Ram বসিয়ে পরীক্ষা করে দেখতে পারেন।
৩) Ram এর স্পীড এর সাথে মিলে এমন মাদার বোর্ড Ram টি লাগিয়ে দেখতে পারেন। যদি এখানেও Ram টি না চলে তাহলে নিশ্চিন্ত হয়ে নিন যে Ram টি খারাপ। এখুন আপনার কাছে একটি মাত্র পথ যেখান থেকে Ram কিনেছেন সেখান থেকে পালটিয়ে নিন বা নতুন কিনে ব্যবহার করুন।

3// প্রশ্ন ঃ একটি ফাইল বা কোন প্রোগ্রাম রান করতে গেলে Out of Memory এই ম্যাসেজ দেখাছে।
কারনঃ
১) একই সময়ে একাধিক প্রোগ্রাম বা ডকুমেন্ট চালু থাকলে এই সমস্যা হতে পারেঃ
২) আপনি যে ফাইল টি ওপেন করতে যাচ্ছেন তার ধারন ক্ষমতার মতো Ram আপনার পিসিতে নেই।
৩) যদি এই সমস্যা টি বিশেষ কোন সফটওয়্যার এর ক্ষেত্রে হয় তাহলে বুজতে হবে সেই সফটওয়্যার টিতে কোন সমস্যা আছে।

সমধানঃ
১)একাধিক প্রোগ্রাম বা ডকুমেন্ট চালুন থেকলে যে প্রোগ্রাম গুলর দরকার নাই সেগুল বন্ধ করে দিন।
২) যদি কোন সফটওয়্যার এর ফলে এটা হয় তবে সেই সফটওয়্যার টিকে রিমুভ বা আনইন্সটল করে আবার ইন্সটল করে দেখুন।
৩) পিসি এর Ram এর পরিমান যদি কম হয় তবে অবিলম্বে বাড়িয়ে নিন। তাতে যেকোনো কাজ করতে পারবেন আগের চেয়ে দ্রুত গতিতে।
৪) বিশেষ ক্ষেত্রে পিসি রিস্টার্ট দিয়ে দেখতে পারেন।

4// প্রশ্ন ঃ CMOS Memory size mismatch ম্যাসেজ দেখাছে।
কারনঃ
১) সিস্টেমে লাগানো মেমোরির সাথে সেটাআপে মেমোরির কোন মিল নাই।
সমধানঃ
১) BIOS এ প্রবেশ করে সিস্টেম এর লাগানো মেমোরির সাথে সিমস সেটআপ মেমোরির মিল ঠিক করে দিতে হবে।

5// প্রশ্নঃ পিসি স্ক্রীন নীল হয়ে যাই এবং তার সাথে Fetal Exception ম্যাসেজ দেখাছে।
কারনঃ মাদার বোর্ড এর BUS স্পীড এর সাথে Ram এর BUS স্পীড মিসম্যাচ হতে পারে।
সমধানঃ সঠিক BUS স্পীড এর Ram লাগান।

6// প্রশ্নঃ Memory test terminated by key stroke ম্যাসেজ দেখাছে।
সমধানঃ পিসি অন হবার সমায় তা মেমোরি পরীক্ষা করে দেখে। পিসি অন হবার সময় আপনি ভাল করে লক্ষ করুন তাহলে দেখাতে বা বুজতে পারবেন বিষয় টি। সেই সময় আপনার কীবোর্ড এর কোন কিতে প্রেস হয়েগেলে এই ম্যাসেজ আসতে পারে। এতে ভয় পাবার কিছুই নেই আপনি চুপ করে বসে থাকুন আপনাকে এই বিষয়ে কিছুই করতে হবে না।

7// প্রশ্নঃ “ DECREASING AVAILABLE MEMORY “
কারনঃ ১) Ram Chip এর ত্রুটি থাকতে পারে।
২) SIMM/DIMM solt (Memory Bank) এ ঠিক ভাবে বসানো না থাকতে পারে।

সমধানঃ ১) Ram Chip বা SIMM/DIMM খারাপ হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখতে হবে। এই পরীক্ষা করার জন্য ভাল SIMM/DIMM চিপ কে ঐ সন্দেহজনক Ram Chip বা SIMM/DIMM এর যাইগাই বসিয়ে এবং পিসি অন করে মেমোরি টেস্টিংয়ের দ্বারা Ram খারাপ না ভাল তা দেখে নিতে হবে।
২) অনেক সময় Ram Chip বা SIMM ভালো থাকেলও উপরের মতো ম্যাসেজ দিতে পারে। এক্ষেত্রে Ram Chip বা SIMM/DIMM সঠিক ভাবে Memory এ না বসানোর কারনে এরূপ হতে পারে। তাই Ram বা SIMM/DIMM গুলো দরকার হলেই খুলে পরিস্কার করে আবার স্থাপন করার দ্বারা পরীক্ষা করা উচিত।

8// Invalid Configuration, Please Run Setup Program ম্যাসেজ দেখাছে।
কারনঃ কম্পিউটার এর প্রকৃতি কনফিগারেশন এর সাথে Ram এর সেটআপ কনফিগারেশন মিল খাইনি।
সমধানঃ BIos এ প্রবেশ করে সিমস এর সেটআপ কনফিগারেশন অনুযায়ী ঠিক করে দিন বা Load Bios Default দিয়ে Save করে রিবুট করুন।

9// Illegal Operation ম্যাসেজ আসছে।
কারনঃ Ram এর BUS মিস ম্যাচ হলে এ ধরনের ম্যাসেজ দেখায়। যেমনঃ মাদার বোর্ড হয়তো ১০০ মেগাহার্টজ বাস স্পীড এর Ram সমর্থন করে অথচ আপনি লাগিয়েছেন ১৩৩ মেগাহার্টজ বাস স্পীড এর Ram।
সমধানঃ সঠিক বাস স্পীড এর Ram ব্যবহার করুন ঠিক হবার কথা।

tips টা ভালো লাগলে অামার সাইট থেকে একতু গুরে আসুন।
আমার সাইট AGalaxy.TK

Level 0

আমি বিপ্লব এসডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস