আপনার উইন্ডোজ ৮ বা ৮.১ অপারেটিংটি যদি জেনুইন হয় আপনি তাহলে ফ্রিতেই অপারেটিং আপডেট করতে পারবেন। কিন্তু এক্ষেত্রে ঝামেলা হলো আপনার জেনুইন উইন্ডোজ Product Key টি প্রয়োজন হতে পারে।
বর্তমানে উইন্ডোজ ১০ এ আপডেট করতে গেলেও উইন্ডোজ Product Key প্রয়োজন হবে।
এ কথা সবারই জানা যে উইন্ডোজ ৮ অপারেটিংটি পূর্বেকার অন্যান্য উইন্ডোজ অপারেটিং হতে কিছুটা আলাদা। যেহেতু আপনার পিসি বা ল্যাপটপে কোন Product Key Licence স্টিকার থাকে না তাই উইন্ডোজ Product Keyটি সহজে খুজে পাওয়া যায় না। Microsoft কেন যে তাদের নিজস্ব একটি Software এর Product Key লুকানোর জন্য এত কষ্ট করলো যেখানে কিনা তাদের নিজস্ব Registry তেই এটি স্টোর করা থাকে!? হয়ত তারা চায়না পুরনো কোন কম্পিউটার থেকে যাতে কেউ এই Product Key পুনরায় ব্যবহার করতে পারে।
উইন্ডোজ Product Key পাওয়ার সবচেয়ে সহজ উপায়টি হলো একটি থার্ড পার্টি ইউটিলিটি ব্যবহার করা যার নাম "Product Key'' by NirSoft
ডাউনলোড লিংক: http://www.nirsoft.net/utils/product_cd_key_viewer.html
স্ক্রল করে নিচে যান এবং ছবির মত ডাউনলোড করুন।
যাদের Dropbox account আছে তাদের জন্য সরাসরি Dropbox লিংক :
https://www.dropbox.com/s/tp0giwxbphgqe4f/produkey.zip?dl=0
zip ফাইলটি open করলে নিচের ছবির মত তিনটি file দেখাবে।
তারপর ProduKey application ফাইলটি open করলে নিচের ছবির মত দেখাবে। এটি install এর কোন ঝামেলা নেই। আপনার উইন্ডোজের Product Key দেখা যাবে।
তারপর Edit মেনু থেকে Select All ক্লিক করুন এবং তারপর File মেনু থেকে Save Selected Items ক্লিক করুন, দেখবেন আপনার Product Key সহ file টি text format এ সেভ হয়ে যাবে।
এটি Factory Preloaded Windows Laptop/PC এ কাজ করবে।
আমি নওশাদ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শেয়ার করার জন্য ধন্যবাদ।