আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ
বন্ধুরা ভালই আছেন আশা করি। আমিও ভাল। আজকে আপনাদের এমন একটা টিপস শেয়ার করতে যাচ্ছি যা অনেকেরই কাজে আসতে পারে। আপনার পিসিতে হয়তো Win-8 ইউজ করেন। আর পিসির সিকিউরিটির জন্য পাসওয়ার্ড দিয়ে থাকেন প্রায়ই। অনেক সময় দেখা যায়, কাজে ব্যস্ত থাকার ফলে আপনি পাসওয়ার্ড ভুলে গেলেন। আর সঠিক পাসওয়ার্ড না দিয়ে ওলটা-পালটা পাসওয়ার্ড দিলেন, যার ফলে পিসিতে আর ডুকতে পারছেন না। অনেক সময় মেইল একাউন্ট দেয়া থাকলে মেইল দিয়েই পাসওয়ার্ড রিসেট করা যায়। আমার অফিসে এক ব্যক্তি আসছিল এই সমস্যাটা নিয়ে মেইল দিয়ে রিসেট করলাম কাজ হয় না। আবার মিনি Win-xp দিয়ে কাজ করব CD Boot হয় না। পেনড্রাইভ দিয়ে বুট করব তাও একই সমস্যা। সর্বশেষ এই পদ্ধতি Apply করলাম। বিনিময়ে নিলাম 600/- টাকা। তাহলে আর কথা না বাড়িয়ে দেখুন কীভাবে পাসওয়ার্ড রিসেট করবেন। আপনার পিসি অন করে নিচের ধাপগুলি দেখুন-
1। সিফট কী চেপে রিস্টারট দিন।
2। Choose an option থেকে Troubleshoot ক্লিক করুন।
3। Troubleshoot থেকে Reset Your Pc তে ক্লিক করুন।
4। Reset your Pc থেকে Next এ ক্লিক করুন।
5। Reset Your Pc থেকে Just Remove My Files এ ক্লিক করুন।
6। Reset এ ক্লিক করুন।
7। Resetting Your PC (100%) হয়ে গেলে পরবর্তী অপশন অনুসরণ করুন।
এখন আবার নতুন করে আপনার পিসি ইউজ করুন।
প্রয়োজনে ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।
ফেইসবুকে আমি আতিকুর রহমান
আমার পূর্বে টিউনগুলি:-
1। সাত দিনে শিখুন বাংলা ও ইংরেজী টাইপ
2। মাইক্রোসফট ওয়ার্ড-এর কাজের একটি অপশন, হয়তো অনেকেরই অজানা।
আমি আতিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
help WIN 8 a Atucad software instoall korbo ?