Resume অবস্থায় চালু করুন আপনার কম্পিউটার R দূর করুন Computer Start Late

আসসালামুয়ালাইকুম

অনেক দিন পর টিউন করলাম। আশা করি আপনাদের কাজে দিবে।মনে হয় এই বিষয় নিয়ে আগেও টিউন হয়েছে কিন্ত আমি এটি আমার নিজ অভিজ্ঞতা থেকে লিখেছি।

আমাদের হয়তো কম্পিউটার এর Hibernate শব্দটি জানা আছে। আমরা এটি নিয়ে আজকে কাজ করব।

কেমন হয় যদি আপনি যেই অবস্থায় কম্পিউটার বন্ধ করেছেন চালু করলে পুনরায় সেই অবস্থায় পান, অবশ্যই ভাল লাগবে এবং কম্পিউটার চালু হয়ার পর অ্যাপ্লিকেশন লোডিং হতে যে সময়টা লাগে তা থেকে মুক্তি পাবেন।

এটি Windows 8 ও Windows 8.1 অবশ্যই কাজ করবে Windows 7 এ অপশন একটু পরিবর্তন হতে পারে আবার না ও হতে পারে, Windows 7 এ আমি চেষ্টা করিনি।

এবার কাজ শুরু করার পালা..

১/ প্রথমে My Computer গিয়ে Properties এ ক্লিক করি।

 

২/ তারপর একদম নিচে Performance Information and Tools এ ক্লিক করি।

 

৩/ তারপর Adjust power settings।

 

৪/ তারপর Choose what the power buttons do।

 

৫/ এবার আপনার কম্পিউটার এর Power button কে Hibernate button  হেসেবে ব্যবহার করতে এই অপশন টি ব্যবহার করুন অথবা নীচের অপশন টি দেখুন।

 

 

৬/ Power অপশন এ Hibernate অপশনটি যোগ করতে এই সেটিং টি ব্যবহার করুন।

একই মেনুতে Change settings that are currently unavailable এই অপশনটি দেখতে পাবেন এটিতে ক্লিক করুন।

 

৭/ নিচে কিছু অপশন দেখতে পাবেন সেখান থেকে Hibernate অপশনটি তে টিক বসিয়ে Save changes এ ক্লিক করুন। ব্যাস

 

ইচ্ছে করলে দুটি সেটিংই ব্যবহার করতে পারেন।

আজ এই পর্যন্ত। সবাই ভাল থাকবেন, আল্লাহ হাফেয।

 

 

Level New

আমি সাজ্জাদ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 100 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউনের জন্য ধন্যবাদ

এতে ল্যাপটপের কোন সমস্যা হবে না?

accha, eita ki theme lagano apnar pc te? theme er link ta ki share kora jabe.amar khub e valo lagche

na kono problem hobe na…Dead Man