এক্টিভেট করুন উইন্ডোজ ৮.১ খুবই সহজে {পাবলিক ডিমান্ড টিউন}

আসসালামাউয়ালাইকুম । কেমন আছো তোমরা সবাই ? আশা করি ভালো আছো । আমি ভালো আছি ।

এর আগের পোস্ট এ উইন্ডোজ ৮.১ উপডেট ১ নিয়ে পোস্ট করেছিলাম । সেখানে অনেকেই বলেছেন তাদের উইন্ডোজ ৮.১ এক্টিভেট করতে সমস্যা হচ্ছে

 

আসলে উইন্ডোজ ৮.১ এ মাইক্রোসফট সত্যিই অনেক সতর্ক ছিলো । আমরা তা বুঝলাম কারন মাইক্রোসফট লিক হওয়া কী সাথে সাথে ব্লক করে দেয় ফলে স্কাইপি ব্যাবহার করে এক্টিভেট করা প্রায় অসম্ভব হয়ে পরেছে । যদিও আমি একটি কি পেয়েছিলাম এবং সেটি ব্যাবহার করে স্কাইপি আইডি জেনারেট করে ফেলেছিলাম । কিন্ত্য এর পরের দিন ই কী টি ব্লক হয়ে যায় । তবে আমি যেহুতু জেনারেট করে ফেলেছি । আমার সমস্যা নাই 😀 । তবে যাদের এই সৌভাগ্য নেই , তাদের জন্য আজকের এই পোস্ট ।

 

আমি সবসময় এক্টিভেটর এর বিরুদ্ধে থাকি কারণ এগুলো আপনার সিস্টেম কে পুরোপুরি এক্টিভেট করে উলটো আপনার কম্পিউটার এর ক্ষতি করে ।

 

যদিও আজকে আমি এক্টিভেটর শেয়ার করবো :V

 না না ! আমার এটি আপনার ক্ষতি করবে না । এটি আপনার সিস্টেম এর কোনো ফাইল ও রিপ্লেস করবে না কেজে এক্টিভেটর এর মতো ।

ও আচ্ছা আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম !!!! আপনি কি জানেন কেজে এক্টিভেটর একটি হ্যাকিং টুল যা আপনার কম্পিউটার এর সব পাসয়ার্ড চুরি করে ? যদি কখন ওইটা ইন্সটল করে থাকেন তাইলে হইসে কাম 😀 😀 😛

 

আচ্ছা আজকের পোস্ট এ আসা যাক । আজকে আপনাদের যেই এক্টিভেটর দিবো তা হলো একটি কেএমএস এক্টিভেটর এগুলো আপনার সিস্টেম এর কোনো ফাইল চেঞ্জ করবে না । আপনি শুধু উইন্ডোজ ইন্সটল করে এটি রান করুন । ব্যাস !!! আর কিছু করার দরকার নেই ।

এটি উইন্ডোজ ৭,৮,৮.১, অফিস ২০১৩ এক্টিভেট করতে সক্ষম !!! আসলেই চরম । স্কাইপির মতো এটাতে এতো ঝামেলা নেই । শুধু ডাউনলোড করে ইন্সটল করুন । এর পরে দেখুন মজা !!!!!

 

অনেকেই বলে এটি শুধু ১৫০ দিন এর জন্য এক্টিভেট করে ।হ্যা কথাটা সত্য কিন্তু ১৫০ দিন পর নিজে নিজে সে আবার ১৫০ দিন এর জন্য এক্টিভেট হয়ে যাবে । নো ঝামেলা !!! আর এটি দিয়ে আপনি উইন্ডোজ আপডেট ও করতে পারবেন । এক কথায় পুরো অরিজিনাল উইন্ডোজ ব্যাবহার এর মতো ।

 

আচ্ছা আসি যাদের এটি ইন্সটল করলেও উইন্ডোজ এক্টিভেট হয় না ।

  • আপনারা   এটি ইন্সটল এর সময় উইন্ডোজ স্মার্ট স্ক্রিন অফ রাখুন ( ইন্সটল এর পরে আবার অন করতে পারেন ) ।
  • উইন্ডোজ ইন্সটল করার জন্য এই কী টি ব্যাবহার করুনঃ XHQ8N-CRMCJ-RQXB6-WCHYG-C9WKB
  • আপনার উইন্ডোজ যেই আইএসো থেকে দিছেন তা যদি মডিফাইড হয় তাইলে আমি জানি না । মডিফাইড আইএসো তে না চললে নতুন কিছু না 😛

 

ডাউনলোড লিঙ্ক এই নেনঃhttp://180upload.com/xalzr3jqmxrp

 

তো আল্লাহ্‌ হাফেজ । পরের পোস্ট এ আবার দেখা হবে !!!! বাই বাই !!!!

Level 0

আমি sugata। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 233 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

dekhi try kore

    Level 0

    @ধূপছায়া: আপনাকেও ধন্যবাদ

আপনাকে অনেক ধন্যবাদ।
এন্ড্রয়েড সেটে অফিস ৩৬৫ ফ্রী ব্যাবহারের উপায় থাকলে জানান প্লীজ।
[email protected]

    Level 0

    @shohidullah: অবশ্যই যাবে কিন্তু কষ্টের স্কাইপি এক্টিভেশান

Level 0

কথা রাখার জন্য ধন্যবাদ।উইন্ডোজ ৮.১ এক্টিভট হইছে।এখন উপডেট করে দেখি কেমন চলে ?ভাই উপডেট করলে কোন সমস্যা হবে না তো?????????????????

    Level 0

    @Hit Regan: হেহেহেহে । সমস্যা কেনো হোবে ?? উলটো আপনার কম্পিউটার আগের থেকে ফাস্ট হয়ে যাবে

Level 0

কথা রাখার জন্য ধন্যবাদ।উইন্ডোজ ৮.১ এক্টিভট হইছে।এখন আপডেট করে দেখি কেমন চলে ?ভাই আপডেট করলে কোন সমস্যা হবে না তো?????????????????

    Level 0

    @Hit Regan: কমেন্টের জন্য ধন্যবাদ

amr activate hoinah b4l…. edike kmp dea movie dekhte gele slow show korteche… mejaj purai hot

Level 0

link theke kibave download korbo , ekto easy kore bolben pls

Level 0

jodi sombob hoi gdrive link ta diven

Level 0

ami ekta link dici. Amartai kaj korce. tai.
allah e jane lekhor abar mind korbe kina