আসসালামাউয়ালাইকুম । কেমন আছো তোমরা সবাই ? আশা করি ভালো আছো । আমি ভালো আছি ।
এর আগের পোস্ট এ উইন্ডোজ ৮.১ উপডেট ১ নিয়ে পোস্ট করেছিলাম । সেখানে অনেকেই বলেছেন তাদের উইন্ডোজ ৮.১ এক্টিভেট করতে সমস্যা হচ্ছে
আসলে উইন্ডোজ ৮.১ এ মাইক্রোসফট সত্যিই অনেক সতর্ক ছিলো । আমরা তা বুঝলাম কারন মাইক্রোসফট লিক হওয়া কী সাথে সাথে ব্লক করে দেয় ফলে স্কাইপি ব্যাবহার করে এক্টিভেট করা প্রায় অসম্ভব হয়ে পরেছে । যদিও আমি একটি কি পেয়েছিলাম এবং সেটি ব্যাবহার করে স্কাইপি আইডি জেনারেট করে ফেলেছিলাম । কিন্ত্য এর পরের দিন ই কী টি ব্লক হয়ে যায় । তবে আমি যেহুতু জেনারেট করে ফেলেছি । আমার সমস্যা নাই 😀 । তবে যাদের এই সৌভাগ্য নেই , তাদের জন্য আজকের এই পোস্ট ।
আমি সবসময় এক্টিভেটর এর বিরুদ্ধে থাকি কারণ এগুলো আপনার সিস্টেম কে পুরোপুরি এক্টিভেট করে উলটো আপনার কম্পিউটার এর ক্ষতি করে ।
যদিও আজকে আমি এক্টিভেটর শেয়ার করবো :V
না না ! আমার এটি আপনার ক্ষতি করবে না । এটি আপনার সিস্টেম এর কোনো ফাইল ও রিপ্লেস করবে না কেজে এক্টিভেটর এর মতো ।
ও আচ্ছা আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম !!!! আপনি কি জানেন কেজে এক্টিভেটর একটি হ্যাকিং টুল যা আপনার কম্পিউটার এর সব পাসয়ার্ড চুরি করে ? যদি কখন ওইটা ইন্সটল করে থাকেন তাইলে হইসে কাম 😀 😀 😛
আচ্ছা আজকের পোস্ট এ আসা যাক । আজকে আপনাদের যেই এক্টিভেটর দিবো তা হলো একটি কেএমএস এক্টিভেটর এগুলো আপনার সিস্টেম এর কোনো ফাইল চেঞ্জ করবে না । আপনি শুধু উইন্ডোজ ইন্সটল করে এটি রান করুন । ব্যাস !!! আর কিছু করার দরকার নেই ।
এটি উইন্ডোজ ৭,৮,৮.১, অফিস ২০১৩ এক্টিভেট করতে সক্ষম !!! আসলেই চরম । স্কাইপির মতো এটাতে এতো ঝামেলা নেই । শুধু ডাউনলোড করে ইন্সটল করুন । এর পরে দেখুন মজা !!!!!
অনেকেই বলে এটি শুধু ১৫০ দিন এর জন্য এক্টিভেট করে ।হ্যা কথাটা সত্য কিন্তু ১৫০ দিন পর নিজে নিজে সে আবার ১৫০ দিন এর জন্য এক্টিভেট হয়ে যাবে । নো ঝামেলা !!! আর এটি দিয়ে আপনি উইন্ডোজ আপডেট ও করতে পারবেন । এক কথায় পুরো অরিজিনাল উইন্ডোজ ব্যাবহার এর মতো ।
আচ্ছা আসি যাদের এটি ইন্সটল করলেও উইন্ডোজ এক্টিভেট হয় না ।
ডাউনলোড লিঙ্ক এই নেনঃhttp://180upload.com/xalzr3jqmxrp
তো আল্লাহ্ হাফেজ । পরের পোস্ট এ আবার দেখা হবে !!!! বাই বাই !!!!
আমি sugata। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 233 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
dekhi try kore