Windows 8.1 KMS Activator (মাত্র ৩২০ কেবি)!

আপনারা যারা Windows 8.1 ব্যবহার করছেন, তারা অনেকেই হয়তো Activate করতে পেরেছেন। কিন্তু আমি ব্যক্তিগত ভাবে জানি, একই এক্টিভেটরে সবার কাজ হয় না। অনেক সময় দেখা যায় একই পিসিতে একটি এক্টিভেটর কাজ করে, পরের বার সেই পিসিতেই কাজ করে না।

কিছু কিছু Activator এ নেট কানেক্ট থাকা লাগে, কোনটাতে কানেক্ট করা থাকলে সমস্যা হয়। আবার অনেক সময় অটো আপডেট এনাবলড থাকার কারণে এক্টিভেটর কাজ করে না। কেউ কেউ থার্ড পার্টি এন্টিভাইরাস ব্যবহার করে থাকেন। এটাও এক্টিভেট না করতে পারার অন্যতম একটা কারণ।

তবে অন্যান্য Activator এর তুলনায় KMS সাধারণত ভাল কাজ করে। আজ আমি যেটা শেয়ার করব সেটা মাত্র ৩২০ কেবি। কিন্তু আগেই যদি অন্য কেউ শেয়ার করে থাকে তাহলে সেজন্য আমি আন্তরিকভাবে দু:খিত নই!  🙁

বি:দ্র: এই crack টি একই সাথে উইন্ডোজ এবং অফিস এক্টিভেট করতে সক্ষম। এবং সম্ভবত উইন্ডোজ ৮, ৮.১, অফিস ২০১০ এবং ১৩ এর সবগুলো ভার্সন ই এক্টিভেট করতে পারে। কিন্তু আমার কাছে সব না থাকায় পরীক্ষা করতে পারিনি। আপানারা ব্যবহার করেই বলুন কতটুকু কাজে লাগে। আর যদি কারো এক্টিভেট করতে সমস্যা হয় তবে আমাকে জানাবেন। আমার কাছে আরো ৩ টা আছে। একটা কাজ না করলে আরেকটা করবে।

নিচের বাটন থেকে ডাউনলোড করে নিন:

তেমন কোন জটিল কাজ না। খুবই সহজ।

  • প্রথমেই জিপ ফাইলটি আনজিপ করে নিন। তারপর exe ফাইলটি ডবল ক্লিক করে ওপেন করুন। (নেট একটিভ থাকই বোধহয় ভাল, এটা পরীক্ষা করতে পারিনি)
  • তারপর একটা কমান্ড উইন্ডো আসবে। সেখানে প্রয়োজনমত ১, ২, বা ৩ প্রেস করুন। আপনার পছন্দ অনুযায়ী।
  • এবারে একটা অনুমতি চাইতে পারে। Allow করে দিন। কিছুক্ষণ অপেক্ষা করুন।
  • Activation মেসেজ পাবার পর উইন্ডো বন্ধ করে দিন। তারপর সিস্টেম প্রপার্টিজ থেকে দেখে নিন এক্টিভেট হল কিনা।

আশা করি কোন সমস্যা হবে না। সমস্যা হলে কমেন্ট করুন। (কাজ হলে জানানোর জন্য অনুরোধ রই্ল। আর না হলে অবশ্যই জানাবেন। আপনার উইন্ডোজ ভার্সনটির নাম উল্লেখ করতে ভুলবেন না)

অথবা এখানে দেখুন: http://munnamark.blogspot.com/2013/12/Windows-8.1-KMS-Activator.html

Level 0

আমি আব্দুর রহমান। Admin, Marks PC Solution, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 241 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

There is no mistake in the world of technology! Everything is learning!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ame use kresi ata kub valo kre kaj kre both windows 8.1 & Office 13 te ata diya ame 8.1 pro activate kresi ata diya ki 8.1 pro with media centre activate kra jabe kina janale kub upokrito hobo

    Level 0

    @Raihan Mostafa:
    অসংখ্য ধন্যবাদ। আমি এটাই জানতে চাই যে সবার জন্য এটা কাজ করে কিনা?
    মিডিয়া সেন্টার আমার নেই। কারো থাকলে সে জানাতে পারবে . . .

Level 0

koto diner jonno active hobe?

    Level 0

    @szd:
    Joto din Windows 9 na ase 🙂

Level 0

win 8.1 মিডিয়া সেন্টার এর activator টি লাগবে আমার. please help me?

    Level 0

    @y mahmud:
    Have you tried this one?

kao ekjon windows 8.1 pro with wmc te use kre bolen kaj kre kina

Level 0

ভাই অসাধারন, আমার খুব উপকার হইছে। আপনাকে অনেক ধন্যবাদ

    Level 0

    @Sanu:
    খুব কম মানুষই কাজ হবার পর কমেন্ট করে। সত্যি বলতে কি আমি নিজেই অনেক সময় কমেন্ট করি না! 🙂
    আপনাকে অনেক ধন্যবাদ। এবার চটপট আপনার ভার্সনটির নাম বলে ফেলুন।

amr holona 🙁

    Level 0

    @B Chowdhury:
    বার বার বলছি ভার্সন এর নামটা লিখে দেন। আপনার ভার্সন কোনটা। আর আপনার নেট কি অফ ছিল না অন?
    আমি নিজে ভাল মত টেস্ট করতে পারিনি। তাই আপনাদের কাছ থেকে বিভিন্ন ভাবে এটা পরীক্ষা করে দেখছি।

    কাজ না হলে আমার সাইটে আসুন। এখানে আরো ৩টি Activator আছে।
    http://munnamark.blogspot.com
    Popular Posts এর List এ পাবেন।

Level 0

vai amar to holo na…..windows 8.1 use kore…but amar kono kisu allow korte hoi ne first time e….just khale lakha asce -activate windows 8.1 …ar kisu hoi na…please help koren..

    Level 0

    @Tanzim x:
    একটু বিস্তারিত বলবেন –
    আপনার ভার্সন কোনটা? Activate করার সময় নেট অন ছিল না অফ? আপনি কি সরাসরি Windows ইন্সটল করেছেন নাকি আপগ্রেড করেছেন ৭ থেকে? উইন্ডোজ আপেডট অন আছে নাকি অফ? অন্য কোন এন্টিভাইরাস ব্যবহার করেন কিনা। ইত্যাদি।
    আমার কাছে আরেকটা আছে। দেখুন কাজ হয় কিনা – http://munnamark.blogspot.com/2013/10/Activate-Windows-8-Office-2010-Office-2013.html

Thank you vai
its working. Prothom e internet off kore try koreci kintu hoini kintu internet on kore success hoieci.
amar windows 8.1 pro version.

Level 0

এই ঘোড়ার ডিমের Activator এর মতিগতি এখনো বুঝতে পারলাম নাহ!
কেউ বলছে Net Connection লাগে। কেউ বলে লাগে না।
কেউ বলে এডমিন মোডে কাজ করতে হয়। কেউ বলে দরকার নেই।

মজার ব্যাপার কি জানেন? আমি যেভাবে দেই সেভাবেই কাজ করে! যার কারণে আমি কখন কাজ করে আর কখন করেনা সেটা ধরতেই পারছি না। 😆 😆

    bhai aito @munnamark: bhai aita to akon kaj kore na..notun kisu ase apnar kase active korar jonno..takle plzzz share koren

      Level 0

      @নাম কওন যাইবনা:
      এটা দিয়ে মোটামুটি হাজার দশেক Windows জেনুইন করা হয়ে গেছে! এবং আরো হচ্ছে। একটা সময় আমি একটু সন্দিহান ছিলাম।
      কিন্তু এখন এটার কাযর্কারিতা নিয়ে কোন সন্দেহ নেই।

Level 0

oshonkho dhonnobad

AMARE 8.1 BALLLL…. 1 HR POR POR RESTART NITACHE…… KI KORBO ? 🙁

    Level 0

    @SHAHREAR RAHMAN:
    BALLLL কইলে কি আপনার পিসি রিস্টার্ট নেয়া বন্ধ হবে? 🙂
    আপনি একটু কষ্ট করে ভাল একটা ভার্সন যোগার করেন। এটা অবশ্যই কাজ করবে। আমার নিজের সাইটে এটা শেয়ার করেছি। কম করে হলেও 10000 উইন্ডোজ এটা দিয়ে Activate করা হয়েছে।

    এখানে কমেন্ট দেখলেই বুঝবেন –
    http://munnamark.blogspot.com/2013/12/Windows-8.1-KMS-Activator.html

KMS kaj korche nah nw

Many Many Tnxx brother its working ur so great,,!

খুব সহজে সমাধান হয়ে গেলো ! ধন্যবাদ

ধন্যবাদ