আপনারা যারা Windows 8.1 ব্যবহার করছেন, তারা অনেকেই হয়তো Activate করতে পেরেছেন। কিন্তু আমি ব্যক্তিগত ভাবে জানি, একই এক্টিভেটরে সবার কাজ হয় না। অনেক সময় দেখা যায় একই পিসিতে একটি এক্টিভেটর কাজ করে, পরের বার সেই পিসিতেই কাজ করে না।
কিছু কিছু Activator এ নেট কানেক্ট থাকা লাগে, কোনটাতে কানেক্ট করা থাকলে সমস্যা হয়। আবার অনেক সময় অটো আপডেট এনাবলড থাকার কারণে এক্টিভেটর কাজ করে না। কেউ কেউ থার্ড পার্টি এন্টিভাইরাস ব্যবহার করে থাকেন। এটাও এক্টিভেট না করতে পারার অন্যতম একটা কারণ।
তবে অন্যান্য Activator এর তুলনায় KMS সাধারণত ভাল কাজ করে। আজ আমি যেটা শেয়ার করব সেটা মাত্র ৩২০ কেবি। কিন্তু আগেই যদি অন্য কেউ শেয়ার করে থাকে তাহলে সেজন্য আমি আন্তরিকভাবে দু:খিত নই! 🙁
বি:দ্র: এই crack টি একই সাথে উইন্ডোজ এবং অফিস এক্টিভেট করতে সক্ষম। এবং সম্ভবত উইন্ডোজ ৮, ৮.১, অফিস ২০১০ এবং ১৩ এর সবগুলো ভার্সন ই এক্টিভেট করতে পারে। কিন্তু আমার কাছে সব না থাকায় পরীক্ষা করতে পারিনি। আপানারা ব্যবহার করেই বলুন কতটুকু কাজে লাগে। আর যদি কারো এক্টিভেট করতে সমস্যা হয় তবে আমাকে জানাবেন। আমার কাছে আরো ৩ টা আছে। একটা কাজ না করলে আরেকটা করবে।
নিচের বাটন থেকে ডাউনলোড করে নিন:
তেমন কোন জটিল কাজ না। খুবই সহজ।
আশা করি কোন সমস্যা হবে না। সমস্যা হলে কমেন্ট করুন। (কাজ হলে জানানোর জন্য অনুরোধ রই্ল। আর না হলে অবশ্যই জানাবেন। আপনার উইন্ডোজ ভার্সনটির নাম উল্লেখ করতে ভুলবেন না)
অথবা এখানে দেখুন: http://munnamark.blogspot.com/2013/12/Windows-8.1-KMS-Activator.html
আমি আব্দুর রহমান। Admin, Marks PC Solution, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 241 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
There is no mistake in the world of technology! Everything is learning!!
ame use kresi ata kub valo kre kaj kre both windows 8.1 & Office 13 te ata diya ame 8.1 pro activate kresi ata diya ki 8.1 pro with media centre activate kra jabe kina janale kub upokrito hobo