Microsoft গত ২১/০৮/২০১৩ তারিখে Windows 8.1 Pro এর RTM Version Release করেছে। RTM মুলত Final Version এর একটি কপি যা OEM অর্থাৎ প্রকৃত ডিভাইস উৎপাদনকারী প্রতিষ্ঠান (HP, DELL, Acer, Lenovo...... etc.) এর কাছে পাঠানো হয়। যেন তারা এটির উপর নিভর্র করে তাদের ডিভাইস প্রস্তত করতে পারে। সাধারন ব্যবহারকারীরা ১৮/১০/২০১৩ তারিখ থেকে Windows 8.1 Pro ডাউনলোড করতে পারবে। মূলত RTM ই Final Version হিসেবে ১৮/১০/২০১৩ তারিখে Release করা হবে। Windows 8 সম্পর্কে ব্যবহারকারীদের যে অভিযোগ ছিল তার অনেকটাই Windows 8.1 এ সমাধান করার চেষ্টা করা হয়েছে। তার কয়েকটি হলো-
বিভিন্ন File Sharing Site এ Windows 8.1 Pro এর RTM Version পাওয়া যাচ্ছে। এর মধ্যে My Digital Life Forum (http://forums.mydigitallife.info/threads/47732-The-Windows-8-1-(-amp-related)-Repository) কে সেরা বলা যায়। আমি নিজে এখান থেকে Windows 8.1 Pro - 32Bit ডাউনলোড করেছি। কোন সমস্যা নেই। আপনারাও ডাউনলোড করতে পারেন। এটি Torrent Magnet Link. (Seed না পেলে আমি দায়ী নই!!) Torrent, IDM দিয়ে ডাউনলোড করার জন্য http://www.filestream.me অথবা http://www.zbigz.com ব্যবহার করতে পারেন। আমি http://www.filestream.me দিয়ে ডাউনলোড করছি। নিচে বিস্তারিত উল্লেখ করা হলো-
1. Open Utorrent
2. File > Add Torrent From URL... (Ctrl+U)
3. নিচের যে কোন একটি Windows 8.1 Pro RTM Magnet ডাউনলোড লিংক কপি করে পেস্ট করুন-
32 Bit - magnet:?xt=urn:btih:D40A31912E9C1227826397B208228EFF3839802D
64 Bit - magnet:?xt=urn:btih:958ED16A00869C0BA4C04815AB500FFA1F2EE92E
4. Click Ok > Ok
5. After Download burn the ISO file to disk.
6. Install with the following Serial Key- XHQ8N-C3MCJ-RQXB6-WCHYG-C9WKB
7. Have fun.
তবে সমস্যা হলো আপাতত ৩০ দিনের জন্য ব্যবহার করতে হবে। Activate করার সেরকম কোন উপায় এখনও পাওযা যাচ্ছে না। তবে চিন্তা নাই !?! আগামী কয়েকদিনের মধ্যেই Activator পাওয়া যাবে আশা করা যায়। Activate করার আপাতত কয়েকটি উপায় নিচের লিংকে দেওয়া আছে। আপনারা চেষ্টা করে দেখতে পারেন। আমি করেছি, পারি নাই।
http://forums.mydigitallife.info/threads/47477-Windows-8-1-Activation-(Current-known-Methods)
সবাইকে ধন্যবাদ।
আমি সাইফুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
k bolse active korar upai nai. skype diye active kore felun oti sohojei.