ডাউনলোড করুন Windows 8.1 Pro RTM

Microsoft গত ২১/০৮/২০১৩ তারিখে Windows 8.1 Pro এর RTM Version Release করেছে। RTM মুলত Final Version এর একটি কপি যা OEM অর্থাৎ প্রকৃত ডিভাইস উৎপাদনকারী প্রতিষ্ঠান (HP, DELL, Acer, Lenovo...... etc.) এর কাছে পাঠানো হয়। যেন তারা এটির উপর নিভর্র করে তাদের ডিভাইস প্রস্তত করতে পারে। সাধারন ব্যবহারকারীরা ১৮/১০/২০১৩ তারিখ থেকে Windows 8.1 Pro ডাউনলোড করতে পারবে। মূলত RTM ই Final Version হিসেবে ১৮/১০/২০১৩ তারিখে Release করা হবে। Windows 8 সম্পর্কে ব্যবহারকারীদের যে অভিযোগ ছিল তার অনেকটাই Windows 8.1 এ সমাধান করার চেষ্টা করা হয়েছে। তার কয়েকটি হলো-

  •  Taskbar এ Start Button ফিরিয়ে আনা হয়েছে।
  •  Boot to Desktop. অর্থা PC চালু হলেই সরাসরি Desktop এ চলে যাবে। Start Screen প্রথমেই আসবে না।
  •  Desktop Wallpaper কে Start Screen Background হিসেবে ব্যবহার করা যাবে।
  •  etc

বিভিন্ন File Sharing Site এ Windows 8.1 Pro এর RTM Version পাওয়া যাচ্ছে। এর মধ্যে My Digital Life Forum (http://forums.mydigitallife.info/threads/47732-The-Windows-8-1-(-amp-related)-Repository) কে সেরা বলা যায়। আমি নিজে এখান থেকে Windows 8.1 Pro - 32Bit ডাউনলোড করেছি। কোন সমস্যা নেই। আপনারাও ডাউনলোড করতে পারেন। এটি Torrent Magnet Link. (Seed না পেলে আমি দায়ী নই!!) Torrent,  IDM দিয়ে ডাউনলোড করার জন্য http://www.filestream.me অথবা http://www.zbigz.com ব্যবহার করতে পারেন। আমি http://www.filestream.me দিয়ে ডাউনলোড করছি। নিচে বিস্তারিত উল্লেখ করা হলো-

1. Open Utorrent

2. File > Add Torrent From URL... (Ctrl+U)

3. নিচের যে কোন একটি Windows 8.1 Pro RTM Magnet ডাউনলোড লিংক কপি করে পেস্ট করুন-

32 Bit -          magnet:?xt=urn:btih:D40A31912E9C1227826397B208228EFF3839802D

64 Bit -         magnet:?xt=urn:btih:958ED16A00869C0BA4C04815AB500FFA1F2EE92E

4. Click Ok > Ok

5. After Download burn the ISO file to disk.

6. Install with the following Serial Key-      XHQ8N-C3MCJ-RQXB6-WCHYG-C9WKB

7. Have fun.

তবে সমস্যা হলো আপাতত ৩০ দিনের জন্য ব্যবহার করতে হবে। Activate করার সেরকম কোন উপায় এখনও পাওযা যাচ্ছে না। তবে চিন্তা নাই !?! আগামী কয়েকদিনের মধ্যেই  Activator পাওয়া যাবে আশা করা যায়। Activate করার আপাতত কয়েকটি উপায় নিচের লিংকে দেওয়া আছে। আপনারা চেষ্টা করে দেখতে পারেন। আমি করেছি, পারি নাই।

http://forums.mydigitallife.info/threads/47477-Windows-8-1-Activation-(Current-known-Methods)

সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি সাইফুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

k bolse active korar upai nai. skype diye active kore felun oti sohojei.

    @Mathapocha: @Mathapocha: I have tried. but failed… !?!

      Level 0

      @সাইফুল: সাইফুল ভাই এক্টিভেট করার জন্য কিছু পেলেন কি ??

        @bhuban10: Yes. I got a Windows 8.1 Activator. Its KMSPico 9.1. It works quite well.
        Click the link below to go to the download page for Windows 8.1 Activator.
        http://www1.datafilehost.com/d/0b510e19
        Password: 2013

        > Download
        > Unzip
        > KMSpico Install
        > KMSpico_setup
        > Install
        > Restart
        > Have fun!?!

        Your Antivirus may detect it as a virus. Its fake. Just ignore it.
        Have a good day.

Level 2

https://www.facebook.com/mpmlove

aita te add pathan. active kore ditesi.

    @MD Limon Hossain: লিমন ভাইয়ের Activator টা কাজ করেছে উইন্ডোজ ৮.১ প্রো তে এবং এটা অনেক সহজে ব্যবহার করা যায়। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

আমি সরাসরি লিঙ্ক পেয়েছি কিন্তু বুঝতে পারতেছিনা যে এটি আসলে কাজ করবে কিনা
http://oneclickmovies4u.blogspot.com/2013/09/windows-81-aio-4in1-aug-2013-final.html

    @faruq100: এটা কাজ করে কিনা দেখেছেন ভাই ?

    Level 0

    @faruq100: আমি ডাউনলোড করেছি কিন্ত ট্রাই করতে সাহস পাচ্ছিনা কেউ কি দেখেছেন ?

Level 0

ভাই Highly compressed কোন ভার্সন থাকলে দিন। ৬৪ বিট হলে ভাল হয়

ভাই ইচ্ছা অনেক কিন্তু সামাথ্য নাই? কারণ গ্রামীণ মডেমে নেট ব্যবহার করি। পারলে কুরিয়ারে পাঠান টাকা দিয়ে দিব?

০১৭৩৩১০৮১৩৮

সাইফুল ভাই, এত বড় ফাইল ডাউনলোড করা তো সম্ভব না। আপনি যদি কুরিয়ার এ পাঠাতে পারেন তবে উপকৃত হব। কুরিয়ার করার আগেই আমি আপনাকে টাকা দিয়ে দিব……

[email protected]

আমি উইন্ডোজ ৮.১ প্রো ৬৪ বিট আর.টি.এম ইন্সটল করেছি এবং স্কাইপ দিয়ে অ্যাক্টিভ করে ফেলেছি 🙂

Level 0

noyon vai, windows 8.1 pro er 32 bit er direct link ta ki ase?? jeta idm diye download kra jabe??

12 তারিখে Download দিয়েছি আজ 17 তারিখ জানি না আর কতদিন লাগবে ?

    @তারকাটা মফিজ: অবশেষে সফল হলাম আজক্যা রাতেই হবে ফাইন্যাল হিসাব windows 8.1 এর সাথে।

অবশেষে সফল হলাম আজক্যা রাতেই হবে ফাইন্যাল হিসাব windows 8.1 এর সাথে।

    ধুর মিঞা সাইফুল আপনি একটা ফালতু লোক,
    Taskbar এ Start Button ফিরিয়ে আনা হয়েছে। কই সেটা ?
    Boot to Desktop. অর্থা PC চালু হলেই সরাসরি Desktop এ চলে যাবে। Start Screen প্রথমেই আসবে না।কই সেটা ?
    Desktop Wallpaper কে Start Screen Background হিসেবে ব্যবহার করা যাবে।
    etc
    আপনার কথার সাখে একটাও মিল নেই।windows 8 pro তেও সেম , অযথা এতগুলো সময় আর মেগা নষ্ট করলাম আপনার কথা শুনে।

      @তারকাটা মফিজ: ভাই ভালো করে খেয়াল করে দেখেন Taskbar এ বাম কোনায় Start Button সুন্দর করে বসে আছে। আমি কিন্তু Start Menu এর কথা বলিনি। আর Boot to Desktop Enable করার জন্য Taskbar এ Right Click করে Properties এ যান। এরপর Navigation এ click করুন। Go to desktop instead of start when I sign in এ টিক দিয়ে ok > Apply দিন্। এখন PC Restart দিয়ে দেখুন। আর Go to desktop instead of start when I sign এর নিচেই Show Desktop background on start আছে। Windows Activate করলে ঐটা Enable করা যাবে। Have a good day…

        @সাইফুল: কমেন্ট রিপ্লাইয়ের জন্য ধন্যবাদ। সাথে সাথে সরি বলছি, কারন আশানুরূপ না হওয়ায় মাথাটা গরম হয়েগোছল।আমি রাগের ভাষায় কমেন্ট করার পরেও আপনর এই বন্ধু সুলভ আচরনে আমি মুগ্ধ।সত্যিই আপনি মহান মনের মানুষদের ১ জন

ভাই ভালো করে খেয়াল করে দেখেন Taskbar এ বাম কোনায় Start Button সুন্দর করে বসে আছে। আমি কিন্তু Start Menu এর কথা বলিনি। আর Boot to Desktop Enable করার জন্য Taskbar এ Right Click করে Properties এ যান। এরপর Navigation এ click করুন। Go to desktop instead of start when I sign in এ টিক দিয়ে ok > Apply দিন্। এখন PC Restart দিয়ে দেখুন। আর Go to desktop instead of start when I sign এর নিচেই Show Desktop background on start আছে। Windows Activate করলে ঐটা Enable করা যাবে। Have a good day…

vai skype te active korar jonne code koi pai vai???? parle keu newly updated link den. try marte marte bore hoye gesi