সহজ পদ্ধতিতে Usb/Pendrive দিয়ে Windows8 ইনস্টল

উইন্ডোস ৮ পেনড্রাইভ দিয়ে দিতে গিয়ে বেশ ঝামেলায় পড়লাম। যাক টিটিতে টিউন ঘাটাঘাটি করে মোটামুটি যা জানলাম তা হল আগে ISO ফাইল করতে হবে এবং পরে windows7 usd/dvd download tool দিয়ে ডিভিডি/ পেনড্রাইভ এ বার্ন করতে হবে। ISO ফাইল তৈরি করলাম এবং windows7 usd/dvd download tool এ ব্রাউজ করলাম।(আমি আগে কখনো ISOতৈরি করি নাই) ব্রাউজ করার পর ISO ফাইলটাকে  invalid দেখায়।তখন অনেকক্ষেন চেষ্টা করার পর সফল হলাম। আমার মত কেউ যদি সমস্যায় পড়ে থাকেন তাহলে তার জন্যই আমার টিউন।

* প্রথমে Power Iso ইনস্টল করুন।

* তারপর Power Iso থেকে New তে যান সেখানে UDF Dvd Image সিলেক্ট করুন।

* তারপর আপনার কপি করা win8 এর সবগুলো ফাইল add করুন।

* তারপর ‍save করুন .iso ফরম্যাটে।

* এবার আপনার iso ফাইল তৈরি এবং windows7 usd/dvd download tool দিয়ে ব্রাউজ করে ইউএসবি ড্রাইভ সিলেক্ট করে বার্ন করুন।

* রান করুন আপনার ইনস্টলেশন।

* অন্য কেউ এই পোস্টটি করে থাকলে আমি দু:খিত।

* স্ক্রীনশট প্রয়োজন হলে কমেন্টস করুন।

Level 0

আমি sakibarif। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

স্ক্রীনশট dan abong aponar number

    Level 0

    @FOYSAL_2021: কোন জায়গাটার কিস্নশট চাচ্ছেন বলেন দিব।

Level New

ভাই এত জামেলার দরকার কি? win8 bootable ডিভিডি থেকে direct কপি করে পেন ড্রাইভ এ paste করলেই ত হয়….

    Level 0

    @nil.akash: কি জানি ভাই? ওইভাবে করতে পারি নাই। পারলে কি আর এত কষ্ট করি!

ভাইয়া মানুষ এতো সহজে বুঝবেনা আরো বিস্তারিত লেখেন।
http://moviez18.blogspot.com/

PEN DRIVE DEYA micosoft net faremwork 3.5 INTALL KORBO KEVBA?

vai khub problem a asi dot net 5 bar download korci but install hoy na windows 8 >>> please help me

    Level 0

    @মিজান: @Nafiul Hasan: ভাই এতবার ডাউনলোড করার দরকার নাই। পেনড্রাইভে অথবা সিডি ড্রাইভে ৮ এর সিডি ঢুকান। তারপর নিচের কোডটি পেস্ট করুন সিএমডি রান করে। সিএমডি অবশ্যই এডমিন হিসেবে রান করতে হবে।
    dism.exe /online /enable-feature /featurename:NetFx3 /All /Source:F:\sources\sxs /LimitAccess
    এখানে F: এর জায়গায় আপনার সিডিিইউএসবি ড্রাইভ এর নাম দিয়ে এন্টার চাপুন। কিছুক্ষন অপেক্ষা করুন। হয়ে যাবে। ধন্যবাদ।

Level New

dot net offline e to install kore jay…..tt te onek tune ase. plz search…

Level 0

ভাই আমার SYSTEM টা জানার খুব বেশি প্রয়োজন একখ আপনি যদি একটু হেলফ্ করেন আমি কি ভাবে আপনার থেকে SYSTEM টা জানতে পারবো একটু জানাবেন কি? আমার মেইল [email protected] অথবা আপনার মোবাইল নং দিবেন skype tanvirscafe জানালে অতি উপকৃত হব।

    Level 0

    @kamal511: আপনাকে মেইল করছি। ওইখানে রিপ্লাই করুন।

Level New

উইন্ডোস ৮ স্টার্ট আপ রিপেয়ার কিভাবে করা যায় জানেন ? নতুন করে বুট করার পরেও কম্পিউটার খুলতে গেলে বুটিং সিডি চায়…. ভাই এর সমাধান পেলে উপকৃত হই…..

Level 0

BOOT করার সময় কোন মেসেজ আসে কি? আসলে কি তা লিখেন?

Level 0

ভাই আমি বুটেবল করতে পারছি কিন্তু পিসি থেকে বুত হচ্ছে না। আমার মাদারবোর্ড গিগাবাইতট জি-৩১
বুট অপশন থেকে ইউ-এসবির ৪টা অপশন ট্রাই করসি,বুট হোয় না। কি করি বলবেন কী? আমার ফ্রেন্ড এর ইন্টেল এর মাদারবোর্ড ওরটায় ঠিকি হয়।
প্লিস হেল্প করেন

Level 0

enable usb boot fromBIOS Or press F12/F10/F9 for flash boot menu then select usb drive for boot.