উইন্ডোস ৮ পেনড্রাইভ দিয়ে দিতে গিয়ে বেশ ঝামেলায় পড়লাম। যাক টিটিতে টিউন ঘাটাঘাটি করে মোটামুটি যা জানলাম তা হল আগে ISO ফাইল করতে হবে এবং পরে windows7 usd/dvd download tool দিয়ে ডিভিডি/ পেনড্রাইভ এ বার্ন করতে হবে। ISO ফাইল তৈরি করলাম এবং windows7 usd/dvd download tool এ ব্রাউজ করলাম।(আমি আগে কখনো ISOতৈরি করি নাই) ব্রাউজ করার পর ISO ফাইলটাকে invalid দেখায়।তখন অনেকক্ষেন চেষ্টা করার পর সফল হলাম। আমার মত কেউ যদি সমস্যায় পড়ে থাকেন তাহলে তার জন্যই আমার টিউন।
* প্রথমে Power Iso ইনস্টল করুন।
* তারপর Power Iso থেকে New তে যান সেখানে UDF Dvd Image সিলেক্ট করুন।
* তারপর আপনার কপি করা win8 এর সবগুলো ফাইল add করুন।
* তারপর save করুন .iso ফরম্যাটে।
* এবার আপনার iso ফাইল তৈরি এবং windows7 usd/dvd download tool দিয়ে ব্রাউজ করে ইউএসবি ড্রাইভ সিলেক্ট করে বার্ন করুন।
* রান করুন আপনার ইনস্টলেশন।
* অন্য কেউ এই পোস্টটি করে থাকলে আমি দু:খিত।
* স্ক্রীনশট প্রয়োজন হলে কমেন্টস করুন।
আমি sakibarif। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
স্ক্রীনশট dan abong aponar number