Windows 8 এর লাইভ আপডেট বন্ধ করুন, ব্যান্ডউইথ বাঁচান।

সবাইকে স্বাগতম। অনেকদিন পর আবার নতুন পোষ্ট নিয়ে হাজির হলাম। খুব সহজ একটা ব্যাপার তারপরও অনেকেই হয়তো জানে না। তাই শেয়ার করলাম। অনেকেই দেখছি হা হুতাশ করে বলে ভাই আমার উইন্ডোজ ৮ এর অটোমেটিক আপডেট বন্ধ তারপরও ব্যান্ডউইথ হাওয়া হয়ে যায়। আমার লিমিটেড প্যাকেজ। হেন তেন... ডট ডট ডট... উইন্ডোজ ৮ এর স্টার্ট মেনুতে থাকা অ্যাপ্লিকেশান যেগুলা ইন্টারনেট ভিত্তিক যেমন মেইল, ফটো, ওয়েদার, মেসেঞ্জার, স্পোর্ট, স্টোর, স্কাই ড্রাইভ, ম্যাপস, নিউজ...... আরও যা যা আছে সবগুলাই ইন্টারনেট সংযোগ পেলে অটো আপডেট দিতে থাকে। যার ফলে ব্যান্ডউইথ নাই হয়ে যাওয়ার ব্যাপারটা ঘটে...

pic1

চলুন এখন দেখি কীভাবে অটো আপডেট বন্ধ করা যায়। উইন্ডোজ ৮ এর স্টার্ট মেনু তে থাকা যেকোন একটা Application এ রাইট বাটনে ক্লিক করলে নিচে দেখবেন "Turn live Tie Off" বাই ডিফল্ট এটা ON অবস্থায় থাকে। তাই আপনাদের ব্যান্ডউইথ নাই হয়ে যায়।  যেকোনো Application এ রাইট বাটন ক্লিক করে Off দিলেই সেটা বন্ধ হয়ে যাবে। "Turn live tie off" এ একবার ক্লিক করলে On হবে আবার ক্লিক করলে Off হবে। এভাবে এক এক করে সবগুলা Application টার্ন অফ করে দিন। তাহলে সেই প্রোগ্রামগুলা অটোমেটিক আপডেট হবে না।

ধন্যবাদ সবাইকে।
(সময়ের অভাবে পোষ্ট দেয়া হয় না। কিন্তু মাথার মধ্যে অনেক আইডিয়া কিলবিল করে :P)

Level 0

আমি অবুঝ বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Windows 7 ki kore kora jay

ধন্যবাদ আপনাকে। উইন্ডোজ ৭ এ তো টাই সিস্টেম নাই।

Windows 8 e app er upor right button click korle “Turn live Tie Off” nam e kono option ase na

Windows 8 এর যে সফটওয়্যারগুলা বিল্ডইন সেই সফটওয়্যারগুলার উপর Right Button click করে দেখেন। যেমনঃ Weather
তারপর নিচে বারে তাকিয়ে দেখুন…

Level 0

windows8 ta full kivave set up dey, screenshot soho eirokom kono tune techtunes a ase ki? Othoba apnar kase thakle eirokom tune den.

এই টিউনটা দেখতে পারেন। https://www.techtunes.io/windows-8/tune-id/216867

HELP!!!!!!!!!HELP!!!!!!!HELP!!!!!!!

Windows 8 install dilam shob thikthak bhabe kintu install dewoar por pc bondho korey abar jokhon on kori tokhon r amar dvd drive ta thake na.Ami onek bar install diyeo try korsi r onek version install korsi.1st time e drive ta thake kintu pc akbar bondho korar por r drive take khuje pai na kono cd or dvd dhukaleo kichue ashe na.

    @Âßîr Hóssãìñ: ভাই আপনি হয়তো Windows 8 এর ফাইনাল ভার্সন ব্যবহার করছেন না। আপনি বোধহয় Windows 8 এর রিলিজ প্রিভিউ বা ডেভলপার প্রিভিউ ব্যবহার করছেন। এসব ডেমো ভার্সনগুলোতে এ সমস্যাটি রয়েছে। যদি সম্ভব হয় ফুল ভার্সন ব্যবহার করেন। আসা করি এ সমস্যা আর থাকবে না।

Level New

উইন্ডোস ৮ স্টার্ট আপ রিপেয়ার কিভাবে করা যায় জানেন ? নতুন করে বুট করার পরেও কম্পিউটার খুলতে গেলে বুটিং সিডি চায়…. ভাই এর সমাধান পেলে উপকৃত হই…..