সবাইকে স্বাগতম। অনেকদিন পর আবার নতুন পোষ্ট নিয়ে হাজির হলাম। খুব সহজ একটা ব্যাপার তারপরও অনেকেই হয়তো জানে না। তাই শেয়ার করলাম। অনেকেই দেখছি হা হুতাশ করে বলে ভাই আমার উইন্ডোজ ৮ এর অটোমেটিক আপডেট বন্ধ তারপরও ব্যান্ডউইথ হাওয়া হয়ে যায়। আমার লিমিটেড প্যাকেজ। হেন তেন... ডট ডট ডট... উইন্ডোজ ৮ এর স্টার্ট মেনুতে থাকা অ্যাপ্লিকেশান যেগুলা ইন্টারনেট ভিত্তিক যেমন মেইল, ফটো, ওয়েদার, মেসেঞ্জার, স্পোর্ট, স্টোর, স্কাই ড্রাইভ, ম্যাপস, নিউজ...... আরও যা যা আছে সবগুলাই ইন্টারনেট সংযোগ পেলে অটো আপডেট দিতে থাকে। যার ফলে ব্যান্ডউইথ নাই হয়ে যাওয়ার ব্যাপারটা ঘটে...
চলুন এখন দেখি কীভাবে অটো আপডেট বন্ধ করা যায়। উইন্ডোজ ৮ এর স্টার্ট মেনু তে থাকা যেকোন একটা Application এ রাইট বাটনে ক্লিক করলে নিচে দেখবেন "Turn live Tie Off" বাই ডিফল্ট এটা ON অবস্থায় থাকে। তাই আপনাদের ব্যান্ডউইথ নাই হয়ে যায়। যেকোনো Application এ রাইট বাটন ক্লিক করে Off দিলেই সেটা বন্ধ হয়ে যাবে। "Turn live tie off" এ একবার ক্লিক করলে On হবে আবার ক্লিক করলে Off হবে। এভাবে এক এক করে সবগুলা Application টার্ন অফ করে দিন। তাহলে সেই প্রোগ্রামগুলা অটোমেটিক আপডেট হবে না।
ধন্যবাদ সবাইকে।
(সময়ের অভাবে পোষ্ট দেয়া হয় না। কিন্তু মাথার মধ্যে অনেক আইডিয়া কিলবিল করে :P)
আমি অবুঝ বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Windows 7 ki kore kora jay